ETV Bharat / city

Fake Recruitment Letter: উৎকর্ষ বাংলায় ভুয়ো নিয়োগপত্র, কার্যত স্বীকার মুখ্যসচিবের - Bengal CM Mamata Banerjee

উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) প্রকল্পে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের চাকরির নিয়োগপত্র দিচ্ছে রাজ্য সরকার ৷ সেই নিয়োগপত্র ভুয়ো (Fake Recruitment) বলে অভিযোগ উঠছে ৷ সোমবার সেই নিয়েই মুখ খুললেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

Bengal Chief Secretary virtually admits fake appointment Letter of Utkarsh Bangla
Fake Recruitment Letter: উৎকর্ষ বাংলায় ভুয়ো নিয়োগ, কার্যত স্বীকার মুখ্যসচিবের
author img

By

Published : Sep 26, 2022, 8:51 PM IST

Updated : Sep 26, 2022, 9:36 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : 'উৎকর্ষ বাংলা’‌য় (Utkarsh Bangla) দেওয়া নিয়োগপত্রের ক্ষেত্রে খতিয়ে দেখায় খামতি ছিল, একথা কার্যত স্বীকার করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । 107 জনকে যে চাকরি দেওয়া হয়েছিল, সেটা নিয়ে বিভ্রান্তি হয়েছিল বলেই স্বীকারোক্তি মুখ্যসচিবের । সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "সিআইআই-এর এজেন্টের ভুলেই হুগলিতে 107 জনের কাছে ভুয়ো নিয়োগপত্র (Fake Recruitment Letter) পৌঁছেছে । এরকম ঘটনা আর ঘটে থাকলে সিআইআই বা রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করা হবে ।"

উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) প্রকল্পে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের চাকরির নিয়োগপত্র দিচ্ছে রাজ্য সরকার ৷ সম্প্রতি নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই নিয়ে ৷ সেখানে 11 হাজার চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ।

পরে জানা যায় সেগুলি বেসরকারি সংস্থার নিয়োগপত্র । এর মধ্যে হুগলি থেকে ওঠে চাঞ্চল্যকর অভিযোগ । 107 জন চাকরিপ্রার্থী দাবি করেন, তাঁদের হাতে যে নিয়োগপত্র এসেছে সেখানে ফোন করলে জানানো হয়েছে যে নিয়োগপত্রটি ভুয়ো । ফলে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার ৷ এই নিয়ে প্রথম খবর প্রকাশিত হয়েছিল ইটিভি ভারত-এ ৷ সেই ঘটনার 14 দিনের মধ্যে মুখ খুললেন রাজ্যের মুখ্যসচিব ।

এদিন মুখ্যসচিব বলেন, ‘‘রাজ্য সরকার চাকরি দিচ্ছে না । সরকার শুধু একটা মঞ্চ তৈরি করেছে, যার মাধ্যমে বেসরকারি সংস্থাগুলো কর্মী নিয়োগ করছেব । আমরা এমন কিছু করি না, যাতে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতে সমস্যা হয় ।’’

তিনি আরও বলেন, ‘‘হুগলিতে ‌একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে । 107 জনকে যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, সেটা নিয়ে বিভ্রান্তি হয়েছে । 16 সেপ্টেম্বর সিআইআই ওদের এক এজেন্টের বিরুদ্ধে এফ‌আইআর করেছে । আমরা ওই চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না ৷’’

আরও পড়ুন : উৎকর্ষ বাংলার চাকরির নামে ভুয়ো প্রশিক্ষণের ডাক ! বিভ্রান্তিতে চাকরিপ্রার্থীরা

কলকাতা, 26 সেপ্টেম্বর : 'উৎকর্ষ বাংলা’‌য় (Utkarsh Bangla) দেওয়া নিয়োগপত্রের ক্ষেত্রে খতিয়ে দেখায় খামতি ছিল, একথা কার্যত স্বীকার করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । 107 জনকে যে চাকরি দেওয়া হয়েছিল, সেটা নিয়ে বিভ্রান্তি হয়েছিল বলেই স্বীকারোক্তি মুখ্যসচিবের । সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "সিআইআই-এর এজেন্টের ভুলেই হুগলিতে 107 জনের কাছে ভুয়ো নিয়োগপত্র (Fake Recruitment Letter) পৌঁছেছে । এরকম ঘটনা আর ঘটে থাকলে সিআইআই বা রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করা হবে ।"

উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) প্রকল্পে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের চাকরির নিয়োগপত্র দিচ্ছে রাজ্য সরকার ৷ সম্প্রতি নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই নিয়ে ৷ সেখানে 11 হাজার চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ।

পরে জানা যায় সেগুলি বেসরকারি সংস্থার নিয়োগপত্র । এর মধ্যে হুগলি থেকে ওঠে চাঞ্চল্যকর অভিযোগ । 107 জন চাকরিপ্রার্থী দাবি করেন, তাঁদের হাতে যে নিয়োগপত্র এসেছে সেখানে ফোন করলে জানানো হয়েছে যে নিয়োগপত্রটি ভুয়ো । ফলে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার ৷ এই নিয়ে প্রথম খবর প্রকাশিত হয়েছিল ইটিভি ভারত-এ ৷ সেই ঘটনার 14 দিনের মধ্যে মুখ খুললেন রাজ্যের মুখ্যসচিব ।

এদিন মুখ্যসচিব বলেন, ‘‘রাজ্য সরকার চাকরি দিচ্ছে না । সরকার শুধু একটা মঞ্চ তৈরি করেছে, যার মাধ্যমে বেসরকারি সংস্থাগুলো কর্মী নিয়োগ করছেব । আমরা এমন কিছু করি না, যাতে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতে সমস্যা হয় ।’’

তিনি আরও বলেন, ‘‘হুগলিতে ‌একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে । 107 জনকে যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, সেটা নিয়ে বিভ্রান্তি হয়েছে । 16 সেপ্টেম্বর সিআইআই ওদের এক এজেন্টের বিরুদ্ধে এফ‌আইআর করেছে । আমরা ওই চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না ৷’’

আরও পড়ুন : উৎকর্ষ বাংলার চাকরির নামে ভুয়ো প্রশিক্ষণের ডাক ! বিভ্রান্তিতে চাকরিপ্রার্থীরা

Last Updated : Sep 26, 2022, 9:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.