কলকাতা, 3 মে : একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরে 'চার্জশিট' দিল বঙ্গ বিজেপি ৷ রাজ্য প্রশাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, "বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা প্রমাণ করছে যে মুখ্যমন্ত্রীর হাত থেকে শাসন ব্যবস্থার রাশ ধীরে ধীরে চলে যাচ্ছে, তাঁর কথা আর কেউ শুনছে না ৷ তাই নতুন মুখ্যমন্ত্রী খোঁজা হচ্ছে ৷" তৃণমূলে বর্তমানে নেতৃত্বের লড়াই চলছে, কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে দ্বন্দ্ব চলছে বলেও এদিন কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar Criticises Mamata Banerjee) ৷
বিভিন্ন বিষয় তুলে ধরে এদিন রাজ্য সরকারের সমালোচনা করেন সুকান্ত ৷ কটাক্ষ করেন রাজ্যে কর্মসংস্থানের অভাব ও শিল্প বিনিয়োগ নিয়েও ৷ বলেন, "আমরা ভেবেছিলাম, গত এক বছরে শিল্প হবে । যখন সরকারি চাকরি একদিকে হচ্ছে না, তখন রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের কোনও শিল্পের মাধ্যমে হয়ত কর্মসংস্থান হবে । কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখলাম চপ ও কাশফুল শিল্প বাদে আর কোনও শিল্প নেই । মমতা বন্দ্যোপাধ্যায় গত পাঁচটি বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে 12 লাখ কোটি টাকার বিনিয়োগের গল্প শোনালেন । কিন্তু রাজ্যের জিডিপিতে দেখা যাচ্ছে, বাংলায় এই বিনিয়োগের 50 শতাংশ এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি । ইএসআইয়ের রেকর্ডও তাই বলছে । কারণ, যদি কর্মসংস্থান হত, তাহলে ইএসআই নথিভুক্ত ব্যক্তিদের সংখ্যা বাড়ত, কিন্তু তা হয়নি । পশ্চিমবঙ্গে বিগত 5-7 বছর ধরে উল্লেখযোগ্যভাবে বিদ্যুতের চাহিদাও বাড়েনি ৷"
পাশাপাশি, রাজ্যে শিক্ষক নিয়োগের বেহাল দশা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে একহাত নিয়েছেন রাজ্যে বিজেপি সভাপতি । মঙ্গলবার রাজ্য বিজেপি দফতরে রাজ্য সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করতে গিয়ে তাঁর কটাক্ষ 'এসএসসি দুর্গাপুজো নয় যে প্রতিবছর হবে ।' তিনি বলেন, 'এটা আমার কথা নয়, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথা, এগুলো দুর্গাপুজো নয়, এসএসসি সেই জন্য প্রতিবছর হয় না ।' সুকান্তের আরও সংযোজন, 'রাজ্যে যাঁরা যোগ্য চাকরিপ্রার্থী, তাঁদের চাকরি কিনতে হচ্ছে । লাখ লাখ, কোটি কোটি টাকা ঘুষ নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা ।'
আরও পড়ুন : শেষ মুহূর্তে শাহী সফরসূচিতে পরিবর্তন, বুধবারের বদলে বৃহস্পতিবার বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্য হিসেবে সুকান্ত মজুমদারের নাম রয়েছে বলে বিতর্ক তৈরি হয়েছে । তৃণমূল অধ্যাপক সংগঠনের এই দাবি সম্পর্কে সুকান্ত মজুমদার বলেন, 'আমার ভাল লাগছে যে এত বড় নেতা হয়েছি যে তৃণমূল এইসব বলছে । 1998 সাল থেকে আমার গৈরিক আর্দশের সঙ্গে পরিচয়, সেইসময় তৃণমূলের জন্ম হয় ।'