ETV Bharat / city

Behala Murder : ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতেন না সুস্মিতা, থাকতে পারে একাধিক আততায়ী - বেহালা হত্যাকাণ্ড

নিহত সুস্মিতা মণ্ডলের স্কুলের সহকর্মীদের সঙ্গে দেখা করেছেন লালবাজারের গোয়েন্দারা ৷ সহকর্মীরা জানালেন, সুস্মিতা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতে চাইতেন না ৷ পাশাপাশি গোয়েন্দাদের ধারণা, একাধিক আততায়ী ছিল সেদিন ফ্ল্যাটে ৷

বেহালা হত্যাকাণ্ড
বেহালা হত্যাকাণ্ড
author img

By

Published : Sep 9, 2021, 7:25 AM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতেন না সুস্মিতা । কিন্তু এমনটা হবে তা তাঁরা ভাবতে পারেননি । লালবাজারের গোয়েন্দাদের জানালেন সুস্মিতা মণ্ডলের সহকর্মীরা ৷ পাশাপাশি গোয়েন্দাদের ধারণা, আততায়ী এক নয়, একাধিক ছিল ৷ এবং তারা সুস্মিতার অতিপরিচিত ছিল ৷

সুস্মিতা বেহালায় একটি স্কুলে চাকরি করতেন । তাঁর স্কুলে হাজির হন গোয়েন্দারা । দীর্ঘক্ষণ সুস্মিতার সহকর্মীদের সঙ্গে কথা বলেন ৷ মূলত জানতে চাওয়া হয়, সম্প্রতি সুস্মিতার মধ্যে কোনও মানসিক পরিবর্তন লক্ষ করা গিয়েছিল কিনা । কিন্তু সহকর্মীদের সঙ্গে কথা বলে সেইভাবে কোনও জোরালো তথ্য নাকি গোয়েন্দারা পাননি ।

এই জোড়া খুন কাণ্ডের প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, আততায়ী একজন নয়, একাধিক ছিল । ফ্ল্যাটে যে ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছে, তা থেকে অন্তত তেমনটাই প্রমাণিত হচ্ছে । আততায়ীরা সুস্মিতার অত্যন্ত পরিচিত ছিল বলেও ধারণা তাঁদের । এই অতিপরিচিতরাই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে বলে দাবি লালবাজারের ।

মা-ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী তপন মণ্ডলের উপর সন্দেহ থাকলেও আততায়ী ঠিক কে, তা এখনও স্পষ্ট হচ্ছে না লালবাজারের কাছে । বেহালার ওই ফ্ল্যাটে ফের গিয়েছেন গোয়েন্দারা । তপন মণ্ডলকে একচোট জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও বুধবার ফের লালবাজারে তলব করা হয়েছিল । সেই সঙ্গে ফ্ল্যাটের এক আবাসিককেও তলব করা হয়েছে । জিজ্ঞাসাবাদ করা হয় । পরে তাদের ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন : Behala Murder : মাকে কুড়ি এবং ছেলেকে পাঁচবার আঘাত, উঠছে ব্যক্তিগত আক্রোশের তত্ত্ব

কলকাতা, 9 সেপ্টেম্বর : ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা বলতেন না সুস্মিতা । কিন্তু এমনটা হবে তা তাঁরা ভাবতে পারেননি । লালবাজারের গোয়েন্দাদের জানালেন সুস্মিতা মণ্ডলের সহকর্মীরা ৷ পাশাপাশি গোয়েন্দাদের ধারণা, আততায়ী এক নয়, একাধিক ছিল ৷ এবং তারা সুস্মিতার অতিপরিচিত ছিল ৷

সুস্মিতা বেহালায় একটি স্কুলে চাকরি করতেন । তাঁর স্কুলে হাজির হন গোয়েন্দারা । দীর্ঘক্ষণ সুস্মিতার সহকর্মীদের সঙ্গে কথা বলেন ৷ মূলত জানতে চাওয়া হয়, সম্প্রতি সুস্মিতার মধ্যে কোনও মানসিক পরিবর্তন লক্ষ করা গিয়েছিল কিনা । কিন্তু সহকর্মীদের সঙ্গে কথা বলে সেইভাবে কোনও জোরালো তথ্য নাকি গোয়েন্দারা পাননি ।

এই জোড়া খুন কাণ্ডের প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, আততায়ী একজন নয়, একাধিক ছিল । ফ্ল্যাটে যে ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছে, তা থেকে অন্তত তেমনটাই প্রমাণিত হচ্ছে । আততায়ীরা সুস্মিতার অত্যন্ত পরিচিত ছিল বলেও ধারণা তাঁদের । এই অতিপরিচিতরাই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে বলে দাবি লালবাজারের ।

মা-ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী তপন মণ্ডলের উপর সন্দেহ থাকলেও আততায়ী ঠিক কে, তা এখনও স্পষ্ট হচ্ছে না লালবাজারের কাছে । বেহালার ওই ফ্ল্যাটে ফের গিয়েছেন গোয়েন্দারা । তপন মণ্ডলকে একচোট জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও বুধবার ফের লালবাজারে তলব করা হয়েছিল । সেই সঙ্গে ফ্ল্যাটের এক আবাসিককেও তলব করা হয়েছে । জিজ্ঞাসাবাদ করা হয় । পরে তাদের ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন : Behala Murder : মাকে কুড়ি এবং ছেলেকে পাঁচবার আঘাত, উঠছে ব্যক্তিগত আক্রোশের তত্ত্ব

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.