ETV Bharat / city

রাজ্য চাইলেই ইডেনে কোয়ারানটাইন : সৌরভ - টুইট

কোরোনার মোকাবিলায় রাজ্য সরকারকে সাহায্য করতে প্রস্তুত BCCI ৷ জানালেন সৌরভ গাঙ্গুলি৷

BCCI President Sourav Ganguly
BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Mar 25, 2020, 3:29 PM IST

কলকাতা, 25 মার্চ : কোরোনার মোকাবিলায় রাজ্যকে সাহায্য করতে প্রস্তুত BCCI ৷ স্বাস্থ্য পরিষেবার জন্য ইডেন গার্ডেন্সের ইনডোর রাজ্য সরকারের হাতে তুলে দিতে পারে তারা ৷ জানালেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ৷

তিনি বলেন, ‘‘যদি সরকার আমাদের কাছে সাহায্য চায়, তাহলে তাদের হাতে ইডেন তুলে দেওয়া হবে ৷ এই পরিস্থিতিতে আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব, সবই করা হবে ৷ এতে আমাদের কোনও অসুবিধা নেই ৷’’

রাজ্যে লকডাউন ঘোষণার পরই সৌরভ গাঙ্গুলি টুইট করেছিলেন কলকাতার ফাঁকা রাস্তা নিয়ে ৷ সেখান লিখেছিলেন, ‘‘কোনওদিন ভাবিনি আমার শহরকে এভাবে দেখব ৷ সাবধানে থাকুন ৷ পরিস্থিতি শীঘ্রই বদলাবে ৷ সকলকে অনেক ভালোবাসা ও স্নেহ ৷’’

  • Never thought would see my city like this .. stay safe .. this will change soon for the better ...love and affection to all .. pic.twitter.com/hrcW8CYxqn

    — Sourav Ganguly (@SGanguly99) March 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছেন 9 জন ৷ মৃত্যু হয়েছে একজনের ৷ ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিলতর হতে পারে, এই আশঙ্কায় হাসপাতালে বেড ও আইসোলেশন ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে ৷ হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে ইতিমধ্যে কোরোনা ভাইরাসের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

কলকাতা, 25 মার্চ : কোরোনার মোকাবিলায় রাজ্যকে সাহায্য করতে প্রস্তুত BCCI ৷ স্বাস্থ্য পরিষেবার জন্য ইডেন গার্ডেন্সের ইনডোর রাজ্য সরকারের হাতে তুলে দিতে পারে তারা ৷ জানালেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ৷

তিনি বলেন, ‘‘যদি সরকার আমাদের কাছে সাহায্য চায়, তাহলে তাদের হাতে ইডেন তুলে দেওয়া হবে ৷ এই পরিস্থিতিতে আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব, সবই করা হবে ৷ এতে আমাদের কোনও অসুবিধা নেই ৷’’

রাজ্যে লকডাউন ঘোষণার পরই সৌরভ গাঙ্গুলি টুইট করেছিলেন কলকাতার ফাঁকা রাস্তা নিয়ে ৷ সেখান লিখেছিলেন, ‘‘কোনওদিন ভাবিনি আমার শহরকে এভাবে দেখব ৷ সাবধানে থাকুন ৷ পরিস্থিতি শীঘ্রই বদলাবে ৷ সকলকে অনেক ভালোবাসা ও স্নেহ ৷’’

  • Never thought would see my city like this .. stay safe .. this will change soon for the better ...love and affection to all .. pic.twitter.com/hrcW8CYxqn

    — Sourav Ganguly (@SGanguly99) March 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছেন 9 জন ৷ মৃত্যু হয়েছে একজনের ৷ ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিলতর হতে পারে, এই আশঙ্কায় হাসপাতালে বেড ও আইসোলেশন ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে ৷ হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে ইতিমধ্যে কোরোনা ভাইরাসের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.