ETV Bharat / city

7পৌরসভাকে নিয়ে গঠন হতে চলেছে ব্যারাকপুর পৌরনিগম - রাজ্যে নতুন পৌরনিগম

বর্তমানে রাজ্যে রয়েছে সাতটি পৌরনিগম। এবার ব্যারাকপুরের সাত পৌরসভাকে নিয়ে গঠন হচ্ছে ব‍্যারাকপুর পৌরনিগম ।

New municipality in barrackpore
রাজ্যে নতুন পৌরনিগম
author img

By

Published : Jun 18, 2020, 8:48 AM IST

কলকাতা, 17 জুন : রাজ্যে এবার গঠন হচ্ছে আরও একটি নতুন পৌরনিগম । ব্যারাকপুরের সাত পৌরসভাকে নিয়ে গঠন হচ্ছে ব‍্যারাকপুর পৌরনিগম । জানা গেছে, প্রশাসনিক কাজ ত্বরান্বিত করার জন‍্য নতুন পৌরনিগম তৈরি হচ্ছে । পৌরনিগম গঠনের কাজ দ্রুত হবে বলে নবান্ন সূত্রে খবর‌‌ ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরে বিধাননগর সহ বেশ কয়েকটি নতুন পৌরনিগম গঠন হয়েছিল । এর ফলে এলাকাগুলির প্রশাসনিক কাজ করতে সুবিধা হয়েছে । সে কথা মাথায় রেখে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজ্যে অষ্টম পৌরনিগম গঠনের তৎপরতা । সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক এলাকা বিন্যাস করে একটি রিপোর্ট পেশ করেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরে । যদিও গোটা বিষয়টি এখন অনুমোদন সাপেক্ষ । সর্বপ্রথম নবান্নের মন্ত্রিসভায় অনুমোদন হবে । এর পরে রাজ্যপালের সইয়ের জন্য তা পাঠানো হবে রাজভবনে ।

ব্যারাকপুরের সাতটি পৌরসভা নিয়ে গঠিত হবে এই পৌরনিগম । পৌরসভা গুলি হল- ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, টিটাগড়, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি ও হালিশহর । বর্তমানে রাজ্যে রয়েছে সাতটি পৌরনিগম। এই পৌরনিগম গুলি হল- আসানসোল, বিধান নগর, চন্দননগর, দুর্গাপুর, হাওড়া, কলকাতা এবং শিলিগুড়ি।

কলকাতা, 17 জুন : রাজ্যে এবার গঠন হচ্ছে আরও একটি নতুন পৌরনিগম । ব্যারাকপুরের সাত পৌরসভাকে নিয়ে গঠন হচ্ছে ব‍্যারাকপুর পৌরনিগম । জানা গেছে, প্রশাসনিক কাজ ত্বরান্বিত করার জন‍্য নতুন পৌরনিগম তৈরি হচ্ছে । পৌরনিগম গঠনের কাজ দ্রুত হবে বলে নবান্ন সূত্রে খবর‌‌ ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরে বিধাননগর সহ বেশ কয়েকটি নতুন পৌরনিগম গঠন হয়েছিল । এর ফলে এলাকাগুলির প্রশাসনিক কাজ করতে সুবিধা হয়েছে । সে কথা মাথায় রেখে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজ্যে অষ্টম পৌরনিগম গঠনের তৎপরতা । সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক এলাকা বিন্যাস করে একটি রিপোর্ট পেশ করেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরে । যদিও গোটা বিষয়টি এখন অনুমোদন সাপেক্ষ । সর্বপ্রথম নবান্নের মন্ত্রিসভায় অনুমোদন হবে । এর পরে রাজ্যপালের সইয়ের জন্য তা পাঠানো হবে রাজভবনে ।

ব্যারাকপুরের সাতটি পৌরসভা নিয়ে গঠিত হবে এই পৌরনিগম । পৌরসভা গুলি হল- ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, টিটাগড়, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি ও হালিশহর । বর্তমানে রাজ্যে রয়েছে সাতটি পৌরনিগম। এই পৌরনিগম গুলি হল- আসানসোল, বিধান নগর, চন্দননগর, দুর্গাপুর, হাওড়া, কলকাতা এবং শিলিগুড়ি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.