ETV Bharat / city

মেট্রো রেলের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে ব্যানার - মেট্রোরেল

মেট্রো রেলের বিরুদ্ধে অসন্তোষ স্যাকরা পাড়া লেনের বাসিন্দাদের । এজন্য তাঁরা মেট্রো রেলের বিরুদ্ধে ব্যানার লাগিয়ে প্রতিবাদে করছেন । অভিযোগ শুনেও উদাসীন মেট্রো কর্তৃপক্ষ ।

Banner against metrorail
মেট্রোরেলের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে ব্যানার লাগিয়ে প্রতিবাদ
author img

By

Published : Feb 25, 2020, 12:22 PM IST

কলকাতা,25 ফেব্রুয়ারি : আবারও মেট্রো রেলের বিরুদ্ধে ব্যানার লাগিয়ে প্রতিবাদ জানাল স্যাকরা পাড়া লেনের বাঁচাও কমিটি । মেট্রো রেলের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের মধ্যে মেট্রো রেলের বিরুদ্ধে অসন্তোষ দেখা গেল। তাই বউবাজারে স্যাকরা পাড়া লেনের মুখেই KRCL কে ধিক্কার জানিয়ে ব্যানার পোস্টার লাগিয়েছেন এলাকার মানুষ। এই বিষয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছেন স্থানীয়রা ।

স্থানীয় মানুষ জানিয়েছেন পুনর্বাসন দিলেও বহু সমস্যায় এখনও পড়ে রয়েছে বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো । মেট্রো রেলের পক্ষ থেকে কোনও সহযোগিতা বর্তমানে পাচ্ছেন না বলেও অভিযোগ জানিয়েছেন । স্যাকরা পাড়া লেন বাঁচাও কমিটির সদস্য আশিস সেন জানিয়েছেন, "তড়িঘড়ি মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের বাড়ি থেকে বার করে দিয়েছিল । প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার সময় ছিল না । মেট্রোরেল কর্তৃপক্ষ এখন বাড়ির দলিল চাইছে । কোথা থেকে বাড়ির দলিল আনবো আমরা ?" তিনি জানিয়েছেন, হাজার বর্গ ফিটের বাড়ি ছিল ৷ এখন মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে 600 বর্গ ফিটের বাড়ি দেবে । আশিষ সেন জানিয়েছেন, চাপা পড়ে গিয়েছে বাড়ির কাগজপত্র ও দলিলপত্র । মেট্রো রেল কর্তৃপক্ষ প্রতারণা করতে পারে এমন আশঙ্কায় ভুগছেন এই এলাকার আশিটি পরিবার । বারে বারে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কথা বলতে চাইছে না বলেও অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা ।

এই এলাকারই আর এক বাসিন্দা সঞ্জয় সেন জানিয়েছেন, মাথার উপর ছাদ হারিয়েছে। সেই সঙ্গেই হারিয়েছে রোজগারের উপায়। বউবাজারে দোকান কারখানা ছিল। মেট্রো রেলের কাজের জন্য বাড়ির সঙ্গেই দোকান কারখানাও ভাঙ্গা পড়েছে । অনেকেই রোজগার হারিয়েছেন এই এলাকায় । কি হবে তাদের ভবিষ্যৎ।" অভিযোগ মেট্রো রেল কর্তৃপক্ষ এখনও পরিষ্কার করে জানায়নি আদৌ তাঁদের বাড়ি ভাড়া কবে ফেরত পাবে। ভগ্নস্তূপে চাপা পড়ে গিয়েছে দলিল ও দোকানের কাগজপত্র। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে যথাযথ প্রমাণ না দিলে কিছু পাওয়া যাবে না। কিন্তু সব কাগজপত্র এখন কোথা থেকে আনবেন সেই দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। তাছাড়া ওখানে পুনর্বাসন দেওয়ার কথা 11 মাসের । এই সময় চলে গেলে 11 মাস পর কোথায় যাবে সেই দুশ্চিন্তায় রয়েছেন সবাই । মেট্রো রেলের কাছে কথা বলতে গেলে কর্তৃপক্ষ কোনও কথা বলছে না বলেও অভিযোগ এলাকার মানুষের । ইতিমধ্যে মেয়র ফিরহাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ ।

মেট্রোরেলের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে ব্যানার লাগিয়ে প্রতিবাদ

কলকাতা,25 ফেব্রুয়ারি : আবারও মেট্রো রেলের বিরুদ্ধে ব্যানার লাগিয়ে প্রতিবাদ জানাল স্যাকরা পাড়া লেনের বাঁচাও কমিটি । মেট্রো রেলের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের মধ্যে মেট্রো রেলের বিরুদ্ধে অসন্তোষ দেখা গেল। তাই বউবাজারে স্যাকরা পাড়া লেনের মুখেই KRCL কে ধিক্কার জানিয়ে ব্যানার পোস্টার লাগিয়েছেন এলাকার মানুষ। এই বিষয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছেন স্থানীয়রা ।

স্থানীয় মানুষ জানিয়েছেন পুনর্বাসন দিলেও বহু সমস্যায় এখনও পড়ে রয়েছে বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো । মেট্রো রেলের পক্ষ থেকে কোনও সহযোগিতা বর্তমানে পাচ্ছেন না বলেও অভিযোগ জানিয়েছেন । স্যাকরা পাড়া লেন বাঁচাও কমিটির সদস্য আশিস সেন জানিয়েছেন, "তড়িঘড়ি মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের বাড়ি থেকে বার করে দিয়েছিল । প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার সময় ছিল না । মেট্রোরেল কর্তৃপক্ষ এখন বাড়ির দলিল চাইছে । কোথা থেকে বাড়ির দলিল আনবো আমরা ?" তিনি জানিয়েছেন, হাজার বর্গ ফিটের বাড়ি ছিল ৷ এখন মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে 600 বর্গ ফিটের বাড়ি দেবে । আশিষ সেন জানিয়েছেন, চাপা পড়ে গিয়েছে বাড়ির কাগজপত্র ও দলিলপত্র । মেট্রো রেল কর্তৃপক্ষ প্রতারণা করতে পারে এমন আশঙ্কায় ভুগছেন এই এলাকার আশিটি পরিবার । বারে বারে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কথা বলতে চাইছে না বলেও অভিযোগ জানিয়েছেন বাসিন্দারা ।

এই এলাকারই আর এক বাসিন্দা সঞ্জয় সেন জানিয়েছেন, মাথার উপর ছাদ হারিয়েছে। সেই সঙ্গেই হারিয়েছে রোজগারের উপায়। বউবাজারে দোকান কারখানা ছিল। মেট্রো রেলের কাজের জন্য বাড়ির সঙ্গেই দোকান কারখানাও ভাঙ্গা পড়েছে । অনেকেই রোজগার হারিয়েছেন এই এলাকায় । কি হবে তাদের ভবিষ্যৎ।" অভিযোগ মেট্রো রেল কর্তৃপক্ষ এখনও পরিষ্কার করে জানায়নি আদৌ তাঁদের বাড়ি ভাড়া কবে ফেরত পাবে। ভগ্নস্তূপে চাপা পড়ে গিয়েছে দলিল ও দোকানের কাগজপত্র। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে যথাযথ প্রমাণ না দিলে কিছু পাওয়া যাবে না। কিন্তু সব কাগজপত্র এখন কোথা থেকে আনবেন সেই দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। তাছাড়া ওখানে পুনর্বাসন দেওয়ার কথা 11 মাসের । এই সময় চলে গেলে 11 মাস পর কোথায় যাবে সেই দুশ্চিন্তায় রয়েছেন সবাই । মেট্রো রেলের কাছে কথা বলতে গেলে কর্তৃপক্ষ কোনও কথা বলছে না বলেও অভিযোগ এলাকার মানুষের । ইতিমধ্যে মেয়র ফিরহাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ ।

মেট্রোরেলের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে ব্যানার লাগিয়ে প্রতিবাদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.