কলকাতা, 15 জানুয়ারি: কলকাতায় অভিনব প্রতারণার ঘটনা । জাল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট দেখিয়ে ব্যাঙ্কে ঋণ নেওয়া হয়েছিল ৷ তারপর সেই ব্যাঙ্কের সঙ্গেই প্রতারণা করার অভিযোগ উঠল । ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ । গ্রেপ্তার করা হল 3 জনকে । ঘটনায় ডাকবিভাগ কিংবা ব্যাঙ্কের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
লালবাজার সূত্রের খবর, 2017 সালে যোধপুর পার্কের জয়পুর অ্যান্ড বিকানের ব্যাঙ্কের শাখায় ঋণের অনুমোদন হয় ৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে দক্ষিণ 24 পরগনার ফলতার বাসিন্দা প্রশান্ত মণ্ডল 60টি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট দেখান । প্রতিটির মূল্য এক লাখ টাকা । অর্থাৎ 60 লাখ টাকা জমা করতে চেয়ে ব্যবসা বাড়ানোর জন্য 40 লাখ টাকা ঋণ করেছিল প্রশান্ত । ঋণ পাওয়ার পর থেকেই বেপাত্তা হয়ে যায় সে ।
গত বছর জুলাই মাসের 18 তারিখে দায়ের হয় অভিযোগ । অভিযোগ দায়ের করেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জোনাল অফিসের ডিজে ম্যানেজার সুদীপ কুমার চৌবে । তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ গোয়েন্দারা মনে করছে স্টেট ব্যাঙ্ক অব জয়পুর বিকানের, যোধপুর পার্ক শাখাটি তুলনামূলকভাবে ফাঁকা হওয়ার কারণে প্রতারণায় সুবিধা হয়েছে ।