কলকাতা, 23 অগস্ট: রাজ্যে শিক্ষা দুর্নীতি কাণ্ডে এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে ব্যাংকে কর্মরত এক দম্পতি (Bank employee couple under ED scanner)৷ গোয়েন্দাদের অনুমান, এই দম্পতিই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha and Arpita) ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে সাহায্য করেছিলেন ৷
ইতিমধ্যেই রাজ্যে শিক্ষা দুর্নীতির ঘটনায় (SSC Recruitment Case) তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । সঙ্গে গ্রেফতার হয়েছেন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। তদন্তে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের আবাসন এবং বেলঘরিয়ার আবাসন থেকে মোট 50 কোটিরও বেশি নগদ উদ্ধার করেন গোয়েন্দারা ৷ সঙ্গে উদ্ধার হয় মোট 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়না । উদ্ধার হয়েছে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টও ।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দা সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee Arpita Mukherjee case) মোবাইল ফোন থেকে একটি বিশেষ নম্বর পেয়েছেন তদন্তকারীরা । গোয়েন্দাদের অভিযোগ, এই বিশেষ নম্বরে প্রায়শই কথা বলতেন রাজ্যের তৎকালীন এই মন্ত্রী । খোঁজ নিয়ে জানা গিয়েছে, এই বিশেষ নম্বরটি একজন ব্যাংক কর্মীর । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দাদের অনুমান, ব্যাংকে কর্মরত এই কর্মী ও তাঁর স্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে সাহায্য করতেন ৷ পাশাপাশি কালো টাকা কীভাবে সাদা টাকায় রূপান্তরিত করা যায়, সেই পরামর্শও তাঁরা দিতেন বলে মনে করা হচ্ছে ৷ ফলে এই দম্পতিকে অপা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন গোয়েন্দারা ।
আরও পড়ুন: কালো টাকা সাদা করতে রিয়েল এস্টেটে খাটাতেন পার্থ-অর্পিতা ?
রাজ্যে শিক্ষা দুর্নীতির ঘটনায় অপা কাণ্ডে যতই তদন্ত এগিয়েছে ততই রহস্য আরও ঘনীভূত হয়েছে । গোটা রাজ্যের একাধিক জায়গায় অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামে একাধিক কোম্পানি থেকে শুরু করে ফার্ম হাউস এবং বিষয় সম্পত্তির হদিশ ইতিমধ্যেই পেয়েছেন গোয়েন্দারা । সেই বিষয়গুলিকে সামনে রেখেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ প্রায় রোজই উঠে আসছে একের পর এক নয়া তথ্য ৷ এ বার এই ব্যাংক কর্মী দম্পতির দিকে নজর পড়েছে গোয়েন্দারাদের ৷