ETV Bharat / city

Bangla Pokkho Protest: নমস্কার নয়, নমস্তে ! আরএন টেগরের নয়া ফরমানে প্রতিবাদ বাংলা পক্ষর - বাংলা পক্ষ

নমস্কার নয়, বলতে হবে নমস্তে (Namaste instead of Namaskar)! আরএন টেগরের (R N Tagore Hospital) এই নয়া ফরমানের বিরুদ্ধে প্রতিবাদ জানাল বাংলা পক্ষ (Bangla Pokkho Protest)৷

bangla-pokkho-shows-protest-against-r-n-tagore-hospital-for-saying-namaste-instead-of-namaskar
নমস্কার নয়, নমস্তে ! আরএন টেগরের নয়া ফরমানে প্রতিবাদ বাংলা পক্ষর
author img

By

Published : Sep 11, 2022, 11:49 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: আরএনটেগর হাসপাতালে (R N Tagore Hospital) নতুন ফরমান ! নমস্কারের বদলে বলতে হবে নমস্তে ! আর তারই প্রতিবাদ জানাতে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদে শামিল হল বাংলা পক্ষ (Bangla Pokkho Protest)। 'নমস্তে নয়, নমস্কার বলুন' - এই প্ল্যাকার্ড হাতে নিয়েই প্রতিবাদ দেখায় তারা ।

আরএন টেগর হাসপাতালের বিরুদ্ধে বাংলাপক্ষ অভিযোগ তুলেছে, একটি রাজ্যের রাজধানীতে অবস্থিত হাসপাতালে আগত রোগী, রোগীর আত্মীয় ও অন্যান্য ব্যক্তিবর্গকে নমস্কারের বদলে নমস্তে বলা হচ্ছে । এমনকী বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা রোগীরা চিকিৎসকের সময় চাইলে তাঁদের হিন্দিতে তথ্য দিতে বলা হচ্ছে ।

বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় বলেন, "বাংলার মাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সামনে রেখে চলা হয় ৷ এখানকার হাসপাতালে বাংলা ভাষায় নমস্কার না বলে নমস্তে বলা চলবে না । এটা হিন্দি চাপানোর প্রাথমিক ধাপ, এর পরের ধাপেই বাঙালি কর্মী ছাঁটাই করে বহিরাগত কর্মীদের হাসপাতালে নিযুক্ত করা হবে । কাজ যাবে বাঙালি কর্মচারীদের ।"

আরও পড়ুন: জিতেন্দ্রর ‘জয় বাংলা’ বিরোধিতার পাল্টা বাংলা পক্ষের

বাংলা পক্ষের তরফে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে গর্গ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বাংলা পক্ষের দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা (গ্রামীণ)-এর জেলা সম্পাদক দেবাশিস মজুমদার এবং কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায় ।

কর্মসূচি চলাকালীন কলকাতা এবং বাইরের থেকে আশা বহু রোগীর আত্মীয় এবং পথ চলতি মানুষ বাংলা পক্ষর দাবির সঙ্গে সহমত পোষণ করেন । চারজনের একটি প্রতিনিধি দল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন । কর্তৃপক্ষের তরফে স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে । যদি তা না হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানিয়েছে বাংলা পক্ষ ।

কলকাতা, 11 সেপ্টেম্বর: আরএনটেগর হাসপাতালে (R N Tagore Hospital) নতুন ফরমান ! নমস্কারের বদলে বলতে হবে নমস্তে ! আর তারই প্রতিবাদ জানাতে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদে শামিল হল বাংলা পক্ষ (Bangla Pokkho Protest)। 'নমস্তে নয়, নমস্কার বলুন' - এই প্ল্যাকার্ড হাতে নিয়েই প্রতিবাদ দেখায় তারা ।

আরএন টেগর হাসপাতালের বিরুদ্ধে বাংলাপক্ষ অভিযোগ তুলেছে, একটি রাজ্যের রাজধানীতে অবস্থিত হাসপাতালে আগত রোগী, রোগীর আত্মীয় ও অন্যান্য ব্যক্তিবর্গকে নমস্কারের বদলে নমস্তে বলা হচ্ছে । এমনকী বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা রোগীরা চিকিৎসকের সময় চাইলে তাঁদের হিন্দিতে তথ্য দিতে বলা হচ্ছে ।

বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় বলেন, "বাংলার মাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সামনে রেখে চলা হয় ৷ এখানকার হাসপাতালে বাংলা ভাষায় নমস্কার না বলে নমস্তে বলা চলবে না । এটা হিন্দি চাপানোর প্রাথমিক ধাপ, এর পরের ধাপেই বাঙালি কর্মী ছাঁটাই করে বহিরাগত কর্মীদের হাসপাতালে নিযুক্ত করা হবে । কাজ যাবে বাঙালি কর্মচারীদের ।"

আরও পড়ুন: জিতেন্দ্রর ‘জয় বাংলা’ বিরোধিতার পাল্টা বাংলা পক্ষের

বাংলা পক্ষের তরফে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে গর্গ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বাংলা পক্ষের দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা (গ্রামীণ)-এর জেলা সম্পাদক দেবাশিস মজুমদার এবং কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায় ।

কর্মসূচি চলাকালীন কলকাতা এবং বাইরের থেকে আশা বহু রোগীর আত্মীয় এবং পথ চলতি মানুষ বাংলা পক্ষর দাবির সঙ্গে সহমত পোষণ করেন । চারজনের একটি প্রতিনিধি দল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন । কর্তৃপক্ষের তরফে স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে । যদি তা না হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানিয়েছে বাংলা পক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.