কলকাতা, 31 ডিসেম্বর : অবশেষে বিদ্যুতায়িত করা হল বনগাঁ-পেট্রাপোল রেলপথ । এমনই জানা গেল পূর্ব রেল সূত্রে । পেট্রাপোলে স্টেশন থাকা সত্ত্বেও ওই সেকশনে খুব বেশি ট্রেন যাতায়াত করে না । শুধুমাত্র কয়েকটি মালগাড়ি ও বন্ধন এক্সপ্রেসের জন্য পূর্ব রেলের ওই লাইন ব্যবহার করা হয়ে থাকে ।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মাত্র দু'মাসের মধ্যেই এই সিঙ্গল লাইন সেকশনটিকে (4.167 কিমি পথ) বিদ্যুতায়িত করার কাজ সম্পন্ন করা হয়েছে । এর ফলে স্থানীয় বাসিন্দাদের সুবিধা হবে ৷ ভবিষ্যতে লোকাল ট্রেন ও আরও পরিমাণে মালগাড়ি যাতায়াত করতে পারবে । পেট্রাপোল অঞ্চলে প্রায় 10 হাজারেরও বেশি মানুষ বসবাস করেন । এলাকায় স্টেশন থাকা সত্ত্বেও তাঁরা বনগাঁ থেকে অটো করে পেট্রাপোল যাতায়াত করেন । পাশাপাশি যাঁরা সীমান্ত পেরিয়ে ওপারে অর্থাৎ বেনাপোল হয়ে বাংলাদেশে যান তাঁদেরও ওই অটোই ভরসা । শিয়ালদহ সেকশনটিকে যখন বিদ্যুতায়িত করা হয় তখন বাদ ছিল এই অংশটুকু । 2001 সাল থেকে এই লাইন দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে মালগাড়ি যাতায়াত করছে । একাধিক কারণে এই অংশটি বিদ্যুতায়িত করা হয়নি এতদিন । অবশেষে সেই কাজ সম্পন্ন করা হল । এই রেলপথে গতকাল পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎচালিত ট্রেন চালানো হয় ।
আরও পড়ুন: কৃষক বিক্ষেভের জেরে বাতিল আরও ট্রেন
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কমিশন অফ রেলওয়ে সেফটি-র অধিকারিকদের পরিদর্শনের পর চূড়ান্ত ছাড়পত্র মিলবে ৷ তারপর পশ্চিমবঙ্গ সীমান্তের শেষ রেল স্টেশন পেট্রাপোলে চলাচল করবে ইএমইউ বা বিদ্যুৎচালিত ট্রেন ।