ETV Bharat / city

Babul on Suvendu : ‘খবর আছে, ফাঁসানোর চেষ্টা করছেন শুভেন্দু’, উপনির্বাচনের আগেই বিস্ফোরক বাবুল - Babul on Suvendu

তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হতে পারে ৷ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের 7 দিন আগে জানালেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Surpriyo TMC Candidate of Ballygunge) ৷

Babul Supriyo
উপনির্বাচনের আগেই বিস্ফোরক বাবুল
author img

By

Published : Apr 5, 2022, 10:59 PM IST

Updated : Apr 6, 2022, 7:19 AM IST

কলকাতা, 5 এপ্রিল : আর সাতদিন পরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ তার আগে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী জানালেন, তাঁকে ফাঁসানো হতে পারে ৷ বাবুল সুপ্রিয় বলেন, ‘‘দিল্লি থেকে কলকাঠি নাড়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী । যদিও এসব করে কোনও লাভ হবে না । সাদা জামায় কালির দাগ লাগানো যাবে না (Babul Supriyo fears Suvendu Adhikari may use Central Investigating Agencies) ।’’

সকাল থেকেই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে দেখা গেল তৃণমূল প্রার্থীকে ৷ কোনওরকম বিষয়কে পাত্তা না-দিয়ে আগামী 12 তারিখকেই পাখির চোখ করছেন আসানসোলের প্রাক্তন সাংসদ । বাবুলের কথায়, ‘‘যখন যে দলে খেলেছি সেরাটুকু দিয়েছি ৷ এবার এই দলে খেলব, আগের চেয়ে ভাল খেলব ।’’

আরও পড়ুন : বালিগঞ্জ উপনির্বাচনের প্রচারে পার্কসার্কাসে জনসংযোগ বাবুলের

অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র জুড়ে চলছে ‘নো ভোট ফর বাবুল’ ক্যাম্পেন ৷ প্রধানত বিজেপি-বিরোধী নাগরিক মঞ্চই এই ক্যাম্পেনের হোতা ৷ এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বলেন, ‘‘কয়েকজন পথে নেমেছিল । তাঁরা বামপন্থী, কেউ বলছেন আরবান নকশাল । আমি কিছু বলছি না ৷ আমি বলছি 16 তারিখ সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে । আমার একটা অতীত আছে । আমি বিজেপিতে ছিলাম । পার্টির মধ্যে থেকে সবসময় তো পার্টির বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন না । কাজেই দলের মধ্যে থেকে এনআরসি-সিএএকে সমর্থন করতে হয়েছে । তবে আমাকে দলবদলু বলবেন না । আমি দল, রাজনীতি ছেড়ে দিয়েছিলাম । তৃণমূল নেত্রী আবার আমাকে ফিরিয়ে এনেছেন ।’’

কলকাতা, 5 এপ্রিল : আর সাতদিন পরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ তার আগে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী জানালেন, তাঁকে ফাঁসানো হতে পারে ৷ বাবুল সুপ্রিয় বলেন, ‘‘দিল্লি থেকে কলকাঠি নাড়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী । যদিও এসব করে কোনও লাভ হবে না । সাদা জামায় কালির দাগ লাগানো যাবে না (Babul Supriyo fears Suvendu Adhikari may use Central Investigating Agencies) ।’’

সকাল থেকেই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে দেখা গেল তৃণমূল প্রার্থীকে ৷ কোনওরকম বিষয়কে পাত্তা না-দিয়ে আগামী 12 তারিখকেই পাখির চোখ করছেন আসানসোলের প্রাক্তন সাংসদ । বাবুলের কথায়, ‘‘যখন যে দলে খেলেছি সেরাটুকু দিয়েছি ৷ এবার এই দলে খেলব, আগের চেয়ে ভাল খেলব ।’’

আরও পড়ুন : বালিগঞ্জ উপনির্বাচনের প্রচারে পার্কসার্কাসে জনসংযোগ বাবুলের

অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র জুড়ে চলছে ‘নো ভোট ফর বাবুল’ ক্যাম্পেন ৷ প্রধানত বিজেপি-বিরোধী নাগরিক মঞ্চই এই ক্যাম্পেনের হোতা ৷ এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বলেন, ‘‘কয়েকজন পথে নেমেছিল । তাঁরা বামপন্থী, কেউ বলছেন আরবান নকশাল । আমি কিছু বলছি না ৷ আমি বলছি 16 তারিখ সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে । আমার একটা অতীত আছে । আমি বিজেপিতে ছিলাম । পার্টির মধ্যে থেকে সবসময় তো পার্টির বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন না । কাজেই দলের মধ্যে থেকে এনআরসি-সিএএকে সমর্থন করতে হয়েছে । তবে আমাকে দলবদলু বলবেন না । আমি দল, রাজনীতি ছেড়ে দিয়েছিলাম । তৃণমূল নেত্রী আবার আমাকে ফিরিয়ে এনেছেন ।’’

Last Updated : Apr 6, 2022, 7:19 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.