কলকাতা, 12 জুন : বাংলাদেশ সীমান্ত থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল বাইক। যেন কোনও কিছুতেই পরোয়া নেই। কিন্তু আগে থেকে খবর ছিল বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে। জওয়ানেরা থামায় সেই বাইককে। প্রাথমিকভাবে কিছুই পাওয়া যায়নি। কিন্তু বিশেষ সোর্সের খবরে BSF বাইকে তল্লাশি চালায়। তাতে দেখা যায় বাইকের টায়ারের কাছে তৈরি করা হয়েছে বিশেষ জায়গা। তার মধ্যে ঢোকানো হয়েছে তিনটি সোনার বার এবং 26 টি সোনার বিস্কুট। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দ্রুত স্মাগলারকে গ্রেপ্তার করে।
আজ সকালে কলকাতা সেক্টরের গোবর্ধা বর্ডার আউট পোস্টের কাছে সীমান্ত ঘেঁষা গ্রাম নয়পাড়া থেকে গোবর্ধার দিকে বাইক চালিয়ে দ্রুত আসছিল এক ব্যক্তি। BSF কর্মীরা বাইক আরোহীকে থামায়। জানা যায় তার নাম পরেশ রায়। বাড়ি বুড়ান গোবর্ধায়। যেটি স্বরূপনগর থানা এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয় মোট 4 কেজি 357 গ্রাম সোনা। যার বাজার মূল্য 2 কোটি 3 লাখ 84 হাজার 815 টাকা। BSF ওই সোনা কাস্টমসের হাতে তুলে দিয়েছে।
সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা মোটামুটি নিশ্চিত ওই সোনা বাংলাদেশ থেকে পাচার হয়ে এদেশে এসেছে। আসলে বিদেশি সোনা বাংলাদেশ থেকে এদেশে ঢোকার রেকর্ড রয়েছে অনেক। দেশের বিমানবন্দর এবং অন্যত্র কড়া পাহারা থাকার জন্য স্মাগলাররা সীমান্তের পথ নিচ্ছে। ওই সোনা বিভিন্ন হ্যান্ডলারের মাধ্যমে পৌঁছে যেত কলকাতায়। এবছর এখনও পর্যন্ত 27 কেজি 384 গ্রাম সোনা উদ্ধার করল বর্ডার সিকিউরিটি ফোর্স। এখনও পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
2 কোটির বেশি মূল্যের সোনা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পাচারকারী - স্মাগলার
দু'কোটি টাকার সোনা উদ্ধার সীমান্তে । কলকাতা সেক্টরের গোবর্ধা বর্ডার আউট পোস্টের কাছে সীমান্ত ঘেঁষা গ্রাম নয়পাড়া । সেখান থেকে গোবর্ধার দিকে বাইক চালিয়ে এক ব্যক্তির আসার সময় তাকে BSF আটকায় । তল্লাশিতে উদ্ধার হয় মোট 4 কেজি 357 গ্রাম সোনা। যার বাজার মূল্য 2 কোটি 3 লাখ 84 হাজার 815 টাকা।
কলকাতা, 12 জুন : বাংলাদেশ সীমান্ত থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল বাইক। যেন কোনও কিছুতেই পরোয়া নেই। কিন্তু আগে থেকে খবর ছিল বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে। জওয়ানেরা থামায় সেই বাইককে। প্রাথমিকভাবে কিছুই পাওয়া যায়নি। কিন্তু বিশেষ সোর্সের খবরে BSF বাইকে তল্লাশি চালায়। তাতে দেখা যায় বাইকের টায়ারের কাছে তৈরি করা হয়েছে বিশেষ জায়গা। তার মধ্যে ঢোকানো হয়েছে তিনটি সোনার বার এবং 26 টি সোনার বিস্কুট। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দ্রুত স্মাগলারকে গ্রেপ্তার করে।
আজ সকালে কলকাতা সেক্টরের গোবর্ধা বর্ডার আউট পোস্টের কাছে সীমান্ত ঘেঁষা গ্রাম নয়পাড়া থেকে গোবর্ধার দিকে বাইক চালিয়ে দ্রুত আসছিল এক ব্যক্তি। BSF কর্মীরা বাইক আরোহীকে থামায়। জানা যায় তার নাম পরেশ রায়। বাড়ি বুড়ান গোবর্ধায়। যেটি স্বরূপনগর থানা এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয় মোট 4 কেজি 357 গ্রাম সোনা। যার বাজার মূল্য 2 কোটি 3 লাখ 84 হাজার 815 টাকা। BSF ওই সোনা কাস্টমসের হাতে তুলে দিয়েছে।
সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা মোটামুটি নিশ্চিত ওই সোনা বাংলাদেশ থেকে পাচার হয়ে এদেশে এসেছে। আসলে বিদেশি সোনা বাংলাদেশ থেকে এদেশে ঢোকার রেকর্ড রয়েছে অনেক। দেশের বিমানবন্দর এবং অন্যত্র কড়া পাহারা থাকার জন্য স্মাগলাররা সীমান্তের পথ নিচ্ছে। ওই সোনা বিভিন্ন হ্যান্ডলারের মাধ্যমে পৌঁছে যেত কলকাতায়। এবছর এখনও পর্যন্ত 27 কেজি 384 গ্রাম সোনা উদ্ধার করল বর্ডার সিকিউরিটি ফোর্স। এখনও পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে।