ETV Bharat / city

Atin Ghosh on Diamond Harbour model : ‘ডায়মন্ডহারবার মডেল’ অনুসরণেই তিলোত্তমায় করোনা-যুদ্ধে সাফল্য, দাবি অতীনের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ডহারবার মডেল’ যে রাজ্যে করোনার দাওয়াই হিসেবে ব্যবহার করা হচ্ছে তা স্বীকার করে নিলেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh says Diamond Harbour model helps to reduce COVID cases in Bengal) ৷ কলকাতা পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এসে অতীনবাবু জানালেন, ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই সংক্রমণের হার কমানো সম্ভব হয়েছে শহরে ৷

Atin Ghosh on Diamond Harbour model
দল-রাজনীতির ঊর্ধ্বে দলকে দিশা দেখিয়েছেন অভিষেক, ভাইরাসের দাওয়াই হিসেবে ডায়মন্ডহারবার মডেলকে সমর্থন অতীনের
author img

By

Published : Jan 22, 2022, 4:32 PM IST

Updated : Jan 22, 2022, 6:09 PM IST

কলকাতা, 22 জানুয়ারি : করোনা রুখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ডহারবার মডেল’ এখন রাজনৈতিক মহলের চর্চায় ৷ সম্প্রতি স্বাস্থ্য ভবন পরোক্ষে নাকি সেই মডেলের অনুসারী হয়ে জেলায় জেলায় ব্যাপক হারে নমুনা পরীক্ষা বাড়িয়েছে এবং করোনা সংক্রমণ হ্রাসে উদ্যোগী হয়েছে ৷ যা নিয়েও বেশ আলোচনা চলছিল বিভিন্ন মহলে ৷ অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেল যে কলকাতায় করোনার দাওয়াই হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা স্বীকার করে নিলেন পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh says Diamond Harbour model helps to reduce COVID cases in Bengal) ৷ কলকাতা পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এসে অতীনবাবু জানালেন, ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই সংক্রমণের হার কমানো সম্ভব হয়েছে শহরে ৷

শনিবার তিনি বলেন, "এটা তো অস্বীকার করার জায়গা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সমাজের আইকন। দল ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারকে একটা রাস্তা দেখিয়েছেন উনি। পিপলস কনটেনমেন্টের ভাবনা তাঁরই। আমি এগারো বছর ধরে স্বাস্থ্যের দায়িত্ব পালন করছি, আমি জানি এটাই উপযুক্ত পথ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ আমরা গ্রহণ করেছি বলে আজ কলকাতায় করোনা সংক্রমণ 7 হাজার থেকে 1350-এ এসে পৌঁছেছে।"
সম্প্রতি ‘ডায়মন্ডহারবার মডেল’ অনুসরণ করে কলকাতা পৌরনিগম এলাকায় 29টি কনটেনমেন্ট জোন কমে হয়েছে 18টি ।

ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত প্রসঙ্গে অতীন ঘোষ বলেন, "এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য দেশজুড়ে আলোড়ন উঠেছে। পশ্চিমবঙ্গ সরকারের সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসিয়ে কালিমাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে।"

‘ডায়মন্ডহারবার মডেল’ অনুসরণেই তিলোত্তমায় করোনা-যুদ্ধে সাফল্য, দাবি অতীনের

আরও পড়ুন : Kalyan Banerjee Controversy : শ্রীরামপুর নতুন সাংসদ চায়, কল্যাণের বিরুদ্ধে টুইট অভিষেকের ভাইয়ের

সম্প্রতি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে তাঁর সংসদ এলাকায় ডায়মন্ডহারবারে গণহারে করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে করোনা রুখতে ডক্টরস অন হুইলস-সহ একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে ডায়মন্ডহারবারে। যার সুফলও মিলেছে হাতেনাতে ৷ গঙ্গাসাগর মেলার পর রাজ্যে পজিটিভিটি রেট যখন উদ্বেগের কারণ ছিল, তখন ডায়মন্ডহারবারে মাত্র 3 শতাংশ পজিটিভিটি রেট শিরোনামে জায়গা করে নিয়েছিল ৷

কলকাতা, 22 জানুয়ারি : করোনা রুখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ডহারবার মডেল’ এখন রাজনৈতিক মহলের চর্চায় ৷ সম্প্রতি স্বাস্থ্য ভবন পরোক্ষে নাকি সেই মডেলের অনুসারী হয়ে জেলায় জেলায় ব্যাপক হারে নমুনা পরীক্ষা বাড়িয়েছে এবং করোনা সংক্রমণ হ্রাসে উদ্যোগী হয়েছে ৷ যা নিয়েও বেশ আলোচনা চলছিল বিভিন্ন মহলে ৷ অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেল যে কলকাতায় করোনার দাওয়াই হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা স্বীকার করে নিলেন পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh says Diamond Harbour model helps to reduce COVID cases in Bengal) ৷ কলকাতা পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এসে অতীনবাবু জানালেন, ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই সংক্রমণের হার কমানো সম্ভব হয়েছে শহরে ৷

শনিবার তিনি বলেন, "এটা তো অস্বীকার করার জায়গা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সমাজের আইকন। দল ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারকে একটা রাস্তা দেখিয়েছেন উনি। পিপলস কনটেনমেন্টের ভাবনা তাঁরই। আমি এগারো বছর ধরে স্বাস্থ্যের দায়িত্ব পালন করছি, আমি জানি এটাই উপযুক্ত পথ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ আমরা গ্রহণ করেছি বলে আজ কলকাতায় করোনা সংক্রমণ 7 হাজার থেকে 1350-এ এসে পৌঁছেছে।"
সম্প্রতি ‘ডায়মন্ডহারবার মডেল’ অনুসরণ করে কলকাতা পৌরনিগম এলাকায় 29টি কনটেনমেন্ট জোন কমে হয়েছে 18টি ।

ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানো নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত প্রসঙ্গে অতীন ঘোষ বলেন, "এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য দেশজুড়ে আলোড়ন উঠেছে। পশ্চিমবঙ্গ সরকারের সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করে ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসিয়ে কালিমাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে।"

‘ডায়মন্ডহারবার মডেল’ অনুসরণেই তিলোত্তমায় করোনা-যুদ্ধে সাফল্য, দাবি অতীনের

আরও পড়ুন : Kalyan Banerjee Controversy : শ্রীরামপুর নতুন সাংসদ চায়, কল্যাণের বিরুদ্ধে টুইট অভিষেকের ভাইয়ের

সম্প্রতি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে তাঁর সংসদ এলাকায় ডায়মন্ডহারবারে গণহারে করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে করোনা রুখতে ডক্টরস অন হুইলস-সহ একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে ডায়মন্ডহারবারে। যার সুফলও মিলেছে হাতেনাতে ৷ গঙ্গাসাগর মেলার পর রাজ্যে পজিটিভিটি রেট যখন উদ্বেগের কারণ ছিল, তখন ডায়মন্ডহারবারে মাত্র 3 শতাংশ পজিটিভিটি রেট শিরোনামে জায়গা করে নিয়েছিল ৷

Last Updated : Jan 22, 2022, 6:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.