ETV Bharat / city

গোপন চিঠি ফাঁস নিয়ে রাজ্যপালকে কড়া বার্তা অধ্যক্ষের - Governor

বিধানসভায় পৌঁছনোর আগেই সংবাদমাধ্যমের হাতে পৌঁছে যায় রাজ্যপালের চিঠি ৷ এই মর্মেই রাজ্যপালকে আজ কড়া ভাষায় চিঠি পাঠালেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ৷ রাজ্যপাল জগদীপ ধনকড়কে পাঠানো ওই চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায় লিখেছেন,"আপনি চিঠিতে যা করতে বলেছেন তা অভূতপূর্ব ও দৃষ্টান্তহীন । চিঠি আমার কাছে আসার আগেই তা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে । এটা কাম্য নয় । তাছাড়া আপনার চিঠি পাওয়ার আগেই অধিবেশন বন্ধ হয়ে গিয়েছিল বিধানসভার ।"

jagdeep dhankar
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 12, 2019, 11:44 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : রাজ্য-রাজ্যপাল সংঘাত দিন দিন চরমে উঠছে ৷ এবার এই বিবাদে জড়িয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় পৌঁছানোর আগেই সংবাদমাধ্যমের হাতে পৌঁছে যায় রাজ্যপালের চিঠি ৷ এই মর্মেই রাজ্যপালকে আজ কড়া ভাষায় চিঠি পাঠালেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ৷

রাজ্যপাল জগদীপ ধনকড়কে পাঠানো ওই চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আপনি চিঠিতে যা করতে বলেছেন তা অভূতপূর্ব ও দৃষ্টান্তহীন । চিঠি আমার কাছে আসার আগেই তা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে । এটা কাম্য নয় । তাছাড়া আপনার চিঠি পাওয়ার আগেই অধিবেশন বন্ধ হয়ে গিয়েছিল বিধানসভার ।" মঙ্গলবার (10 ডিসেম্বর) রাজভবনের তরফে অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়ে বলা হয়েছিল তপশিলি জাতি ও উপজাতি কমিশন সংক্রান্ত বিল প্রসঙ্গে ৷ বিলটি বহুদিন ধরে রাজ্যপালের কাছে আটকে থাকা সত্ত্বেও এখনও অনুমোদন মেলেনি ৷

আরও পড়ুন : অধ্যক্ষের চিঠি প্রকাশ্যে কীভাবে, রাজ্যপালকে কটাক্ষ পার্থর

বিধানসভায় চিঠি পৌঁছানোর আগে গুরুত্বপূর্ণ চিঠি সংবাদমাধ্যমের হাতে কেমনভাবে পৌঁছায় সেই বিষয়ে এর আগেই প্রশ্ন তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় । এবার রাজভবনকে পালটা বিধানসভার । আজকের চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "তপশিলি জাতি ও উপজাতি কমিশন সংক্রান্ত বিল পেশের অনুমোদনের ক্ষেত্রে রাজ্যপাল স্বাক্ষর না করায় তা নিয়ে বিধায়কদের মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছে ।"

কলকাতা, 12 ডিসেম্বর : রাজ্য-রাজ্যপাল সংঘাত দিন দিন চরমে উঠছে ৷ এবার এই বিবাদে জড়িয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় পৌঁছানোর আগেই সংবাদমাধ্যমের হাতে পৌঁছে যায় রাজ্যপালের চিঠি ৷ এই মর্মেই রাজ্যপালকে আজ কড়া ভাষায় চিঠি পাঠালেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ৷

রাজ্যপাল জগদীপ ধনকড়কে পাঠানো ওই চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আপনি চিঠিতে যা করতে বলেছেন তা অভূতপূর্ব ও দৃষ্টান্তহীন । চিঠি আমার কাছে আসার আগেই তা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে । এটা কাম্য নয় । তাছাড়া আপনার চিঠি পাওয়ার আগেই অধিবেশন বন্ধ হয়ে গিয়েছিল বিধানসভার ।" মঙ্গলবার (10 ডিসেম্বর) রাজভবনের তরফে অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়ে বলা হয়েছিল তপশিলি জাতি ও উপজাতি কমিশন সংক্রান্ত বিল প্রসঙ্গে ৷ বিলটি বহুদিন ধরে রাজ্যপালের কাছে আটকে থাকা সত্ত্বেও এখনও অনুমোদন মেলেনি ৷

আরও পড়ুন : অধ্যক্ষের চিঠি প্রকাশ্যে কীভাবে, রাজ্যপালকে কটাক্ষ পার্থর

বিধানসভায় চিঠি পৌঁছানোর আগে গুরুত্বপূর্ণ চিঠি সংবাদমাধ্যমের হাতে কেমনভাবে পৌঁছায় সেই বিষয়ে এর আগেই প্রশ্ন তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় । এবার রাজভবনকে পালটা বিধানসভার । আজকের চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "তপশিলি জাতি ও উপজাতি কমিশন সংক্রান্ত বিল পেশের অনুমোদনের ক্ষেত্রে রাজ্যপাল স্বাক্ষর না করায় তা নিয়ে বিধায়কদের মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছে ।"

Intro:তিক্ততা ক্রমশ বাড়ছে। রাজ‍্যপালের সঙ্গে রাজ‍্য সরকারের বিবাদে এবার জড়িয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের দেওয়া চিঠি বিধানসভায় পৌঁছনোর আগে কিভাবে সংবাদমাধ্যমের হাতে পৌঁছে গেল, তা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। সবকিছুকে ছাপিয়ে আজ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর‌কে।


Body:কিছুক্ষণ আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি পাঠালেন। বিমান বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন," আপনি চিঠিতে যা করতে বলেছেন তা অভূতপূর্ব। দৃষ্টান্তহীন। চিঠি আমার কাছে আসার আগেই তা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। এটা কাম্য নয়। তাছাড়া আপনার চিঠি পাওয়ার আগেই অধিবেশন বন্ধ হয়ে গিয়েছিল বিধানসভার।"
মঙ্গলবার রাজভবনের তরফে অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়ে বলা হয়েছিল তপশিলি জাতি ও উপজাতি কমিশন সংক্রান্ত বিল রাজভবন এবং বিধানসভার মধ্যে চিঠি চালাচালি হয়েছে। কি কারনে রাজ্যপাল বিল পেশের অনুমোদন দিচ্ছেন না, সেটা সমস্ত নথিসহ সদনে প্রকাশ করুন অধ‍্যক্ষ‍।
পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিধানসভায় চিঠি পৌঁছানোর আগেই সংবাদমাধ্যমের হাতে কিভাবে সেই গুরুত্বপূর্ণ চিঠির বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর দীর্ঘ বিতর্ক। রাজভবন পাল্টা বিধানসভা। আজকের চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এসসি, এসটি কমিশন সংক্রান্ত বিল পেশের অনুমোদনের ক্ষেত্রে রাজ্যপাল স্বাক্ষর না করায় তা নিয়ে বিধায়কদের মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.