কলকাতা, 23 সেপ্টেম্বর : একজন অভিভাবক হিসেবেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেছিলেন তিনি ৷ যাদবপুর ইশুতে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
কলকাতায় একটি ধর্মীয় সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল বলেন, " আমি যদি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা না বলি, তাহলে আর কে বলবে? যাদবপুর ক্যাম্পাসে আমার যাওয়া উচিত হবে কি না, অভিভাবক হিসেবে ছাত্রদের পাশে দাঁড়ানো দরকার ছিল কি না, সেই বিষয়ে আমার সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন ছিল ৷ তবে এটা ভালো বিষয় যে, আমি যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ "
দিন কয়েক আগেই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠন ৷ পরিস্থিতি এতই জটিল হয়ে পড়ে যে রাজ্যপাল কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটে যান ৷ তাঁর গাড়ির সামনে বসেও বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷
আরও পড়ুন : বর্তমান পরিস্থিতি দেখে আমি উদ্বিগ্ন : রাজ্যপাল
অন্যদিকে, যাদবপুরে চিকিৎসক সংগঠনের এক কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যপাল বলেন, "মেডিক্যাল এস্ট্যাবলিশমেন্ট বিলে চিকিৎসকদের যে বিষয়গুলো নিয়ে আপত্তি আছে, সেটা আমাকে লিখিতভাবে জানান৷ আমি অবশ্যই ওই বিষয়গুলো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলব৷"