ETV Bharat / city

Al Qaeda Terrorist রাজ্যে স্লিপার সেল মজবুত করত ধৃত আল কায়েদা জঙ্গি, অ্যাসাইনমেন্ট আসত বাংলাদেশ থেকে - স্লিপার সেল

রাজ্যে স্লিপার সেল মজবুত করত ধৃত আল কায়েদা জঙ্গি আব্দুর রকিব (Al Qaeda terrorist)৷ এই অ্যাসাইনমেন্ট সে পেয়েছিল বাংলাদেশের আল-কায়েদা জঙ্গি সংগঠনের থেকে (Bangladesh based terror organisation)৷

Arrested Al Qaeda terrorist gets assignments from Bangladesh based terror organisation
রাজ্যে স্লিপার সেল মজবুত করত ধৃত আল কায়েদা জঙ্গি, অ্যাসাইনমেন্ট আসত বাংলাদেশ থেকে
author img

By

Published : Aug 18, 2022, 2:56 PM IST

কলকাতা, 18 অগস্ট: আল কায়েদার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া আব্দুর রকিব বাংলাদেশের আকিস বা আল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত (Al Qaeda terrorist)। বেশিরভাগই ইন্টারনেটের মাধ্যমে এই জঙ্গি সংগঠনগুলি একে-অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলত । পাশাপাশি কলকাতা-সহ বিভিন্ন জেলায় আল-কায়েদা জঙ্গি মডিউলের একাধিক স্লিপার সেলকে চাঙ্গা করতেই এসেছিল আব্দুর রকিব । তাকে লাগাতার জেরা করে এ কথা জানতে পেরেছেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।

ধৃত আব্দুর রকিব এক সময়ে কলকাতার তিলজলা তপসিয়া এলাকায় থেকে গিয়েছে । সেই খবর ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফে কলকাতা পুলিশের স্পেশাল টাক্স ফোর্সের গোয়েন্দাদের জানানো হয়েছে । জেরায় আব্দুর রকিব গোয়েন্দাদের জানিয়েছেন, পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা করার নাম করে কলকাতার তিলজলা দক্ষিণ এলাকায় সে থাকত এবং এই ব্যবসার আড়ালে চলত জিহাদিদের প্রচারমূলক অভিযান । মূলত নিজেদের জঙ্গি সংগঠনের স্লিপার সেলগুলিকে মজবুত করার স্পেশাল অ্যাসাইনমেন্ট ছিল আব্দুর রকিবের উপর । এই বিশেষ অ্যাসাইনমেন্ট এসেছিস আল-কায়েদার উপর মহল থেকে ।

আরও পড়ুন: আহসানউল্লাহর গ্রেফতারিতে হতবাক আত্মীয়, প্রতিবেশীরা

যখন আব্দুর রকিব এই বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে দক্ষিণবঙ্গে পা রেখেছে, ঠিক সেই সময় তাকে কীভাবে গোয়েন্দা বিভাগের চোখের আড়ালে রাখা যায় সেই কাজের দায়িত্ব ছিল রকিবের সঙ্গে গতকাল ধরা পড়া অপর জঙ্গির । এই দুই জঙ্গি দক্ষিণবঙ্গে পা রেখেছে সেই আগাম খবর ছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের কাছে । সেই মতোই গতকাল রাত সাড়ে নটা নাগাদ উত্তর 24 পরগনার শাসন থানার অন্তর্গত খড়িবাড়ি এলাকা থেকে আল-কায়েদা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা ।

কলকাতা, 18 অগস্ট: আল কায়েদার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া আব্দুর রকিব বাংলাদেশের আকিস বা আল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত (Al Qaeda terrorist)। বেশিরভাগই ইন্টারনেটের মাধ্যমে এই জঙ্গি সংগঠনগুলি একে-অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলত । পাশাপাশি কলকাতা-সহ বিভিন্ন জেলায় আল-কায়েদা জঙ্গি মডিউলের একাধিক স্লিপার সেলকে চাঙ্গা করতেই এসেছিল আব্দুর রকিব । তাকে লাগাতার জেরা করে এ কথা জানতে পেরেছেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।

ধৃত আব্দুর রকিব এক সময়ে কলকাতার তিলজলা তপসিয়া এলাকায় থেকে গিয়েছে । সেই খবর ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফে কলকাতা পুলিশের স্পেশাল টাক্স ফোর্সের গোয়েন্দাদের জানানো হয়েছে । জেরায় আব্দুর রকিব গোয়েন্দাদের জানিয়েছেন, পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা করার নাম করে কলকাতার তিলজলা দক্ষিণ এলাকায় সে থাকত এবং এই ব্যবসার আড়ালে চলত জিহাদিদের প্রচারমূলক অভিযান । মূলত নিজেদের জঙ্গি সংগঠনের স্লিপার সেলগুলিকে মজবুত করার স্পেশাল অ্যাসাইনমেন্ট ছিল আব্দুর রকিবের উপর । এই বিশেষ অ্যাসাইনমেন্ট এসেছিস আল-কায়েদার উপর মহল থেকে ।

আরও পড়ুন: আহসানউল্লাহর গ্রেফতারিতে হতবাক আত্মীয়, প্রতিবেশীরা

যখন আব্দুর রকিব এই বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে দক্ষিণবঙ্গে পা রেখেছে, ঠিক সেই সময় তাকে কীভাবে গোয়েন্দা বিভাগের চোখের আড়ালে রাখা যায় সেই কাজের দায়িত্ব ছিল রকিবের সঙ্গে গতকাল ধরা পড়া অপর জঙ্গির । এই দুই জঙ্গি দক্ষিণবঙ্গে পা রেখেছে সেই আগাম খবর ছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের কাছে । সেই মতোই গতকাল রাত সাড়ে নটা নাগাদ উত্তর 24 পরগনার শাসন থানার অন্তর্গত খড়িবাড়ি এলাকা থেকে আল-কায়েদা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.