ETV Bharat / city

Arpita Mukherjee: টাকা পাচারেই কি বারবার থাইল্যান্ড-মালয়েশিয়া যেতেন অর্পিতা, উত্তর খুঁজছে ইডি

এসএসসি দুর্নীতি কাণ্ডে (Bengal SSC Scam) ইডি হেফাজতে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ তদন্তে ইডি জানতে পেরেছে যে তিনি বারবার থাইল্যান্ড ও মালয়েশিয়ায় যেতেন ৷ কেন তিনি একাধিকবার সেখানে গিয়েছিলেন, জানতে চায় ইডি (ED) ৷

Arpita Mukherjee Frequent Thailand Malaysia Trip under ED Scanner
Arpita Mukherjee: টাকা পাচারেই কি বারবার থাইল্য়ান্ড-মালয়েশিয়া যেতেন অর্পিতা, উত্তর খুঁজছে ইডি
author img

By

Published : Jul 30, 2022, 7:44 PM IST

Updated : Jul 30, 2022, 7:51 PM IST

কলকাতা, 30 জুলাই : এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal SSC Scam) কাণ্ডে গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) পাসপোর্ট দেখে রীতিমতো হতবাক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা । ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায় একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন ৷ আর বিদেশ ভ্রমণের জন্য তিনি বারবার বেছে নিয়েছেন থাইল্যান্ড (Thailand) এবং সিঙ্গাপুরকে (Singapore) ।

স্বাভাবিকভাবেই এই বিষয়টি ভাবাচ্ছে ইডির গোয়েন্দাদের ৷ তাঁদের প্রশ্ন, অর্পিতা মুখোপাধ্যায় কেন ঘুরতে যাওয়ার জন্য শুধুমাত্র থাইল্যান্ড এবং মালয়েশিয়াকেই (Malaysia) বেছে নিয়েছিলেন ? শনিবার সল্টেলেকের সিজিও কমপ্লেক্সের সাততলায় জেরার সময় অর্পিতাকে এই প্রশ্ন করেন গোয়েন্দারা ৷ ইডি সূত্রে খবর, কোনও সদুত্তর দিতে পারেননি তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (TMC Leader Partha Chatterjee) বান্ধবী ৷

ইডির গোয়েন্দাদের অনুমান, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে এসএসসি দুর্নীতির কাণ্ডের টাকা সরানোর জন্য ব্যবহার করা হয়েছে ৷ টাকার রাখতেই অর্পিতা বারবার সেখানে যেতেন ৷ অর্পিতা মুখোপাধ্যায় ইতিমধ্যেই ইডির কাছে দাবি করেছেন যে টাকার বিষয়ে তিনি কিছু জানতেন না ৷ সব টাকাই তাঁর ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায় রাখতেন ৷ ফলে প্রশ্ন উঠছে যে পার্থর নির্দেশেই কি বারবার থাইল্যান্ড ও মালয়েশিয়ায় যেতেন অর্পিতা ? ইডি সূত্রে খবর, এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021-এর বিধানসভা নির্বাচনের সময় বারবার থাইল্যান্ডের নাম শোনা গিয়েছে ৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর বারবার এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ ছিল, কয়লাপাচারের টাকা থাইল্যান্ডের একটি অ্যাকাউন্টে সরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ অভিষেক তাঁর স্ত্রী রুজিরার মাধ্যমে ওই টাকা সরিয়েছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু ৷

বছর খানেক পর বাংলার আরও এক দুর্নীতির সঙ্গে থাইল্যান্ড যোগ পাওয়া গেল ৷ এখন দেখার এই নিয়ে সঠিক কী তথ্য উঠে আসে ইডির হাতে ৷

আরও পড়ুন : Arpita Mukherjee House: অর্পিতার 'ইচ্ছে' বাড়ি নিয়ে তদন্ত শুরু কেএমডিএ'র

কলকাতা, 30 জুলাই : এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal SSC Scam) কাণ্ডে গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) পাসপোর্ট দেখে রীতিমতো হতবাক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা । ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায় একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন ৷ আর বিদেশ ভ্রমণের জন্য তিনি বারবার বেছে নিয়েছেন থাইল্যান্ড (Thailand) এবং সিঙ্গাপুরকে (Singapore) ।

স্বাভাবিকভাবেই এই বিষয়টি ভাবাচ্ছে ইডির গোয়েন্দাদের ৷ তাঁদের প্রশ্ন, অর্পিতা মুখোপাধ্যায় কেন ঘুরতে যাওয়ার জন্য শুধুমাত্র থাইল্যান্ড এবং মালয়েশিয়াকেই (Malaysia) বেছে নিয়েছিলেন ? শনিবার সল্টেলেকের সিজিও কমপ্লেক্সের সাততলায় জেরার সময় অর্পিতাকে এই প্রশ্ন করেন গোয়েন্দারা ৷ ইডি সূত্রে খবর, কোনও সদুত্তর দিতে পারেননি তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (TMC Leader Partha Chatterjee) বান্ধবী ৷

ইডির গোয়েন্দাদের অনুমান, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে এসএসসি দুর্নীতির কাণ্ডের টাকা সরানোর জন্য ব্যবহার করা হয়েছে ৷ টাকার রাখতেই অর্পিতা বারবার সেখানে যেতেন ৷ অর্পিতা মুখোপাধ্যায় ইতিমধ্যেই ইডির কাছে দাবি করেছেন যে টাকার বিষয়ে তিনি কিছু জানতেন না ৷ সব টাকাই তাঁর ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায় রাখতেন ৷ ফলে প্রশ্ন উঠছে যে পার্থর নির্দেশেই কি বারবার থাইল্যান্ড ও মালয়েশিয়ায় যেতেন অর্পিতা ? ইডি সূত্রে খবর, এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2021-এর বিধানসভা নির্বাচনের সময় বারবার থাইল্যান্ডের নাম শোনা গিয়েছে ৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর বারবার এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ ছিল, কয়লাপাচারের টাকা থাইল্যান্ডের একটি অ্যাকাউন্টে সরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ অভিষেক তাঁর স্ত্রী রুজিরার মাধ্যমে ওই টাকা সরিয়েছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু ৷

বছর খানেক পর বাংলার আরও এক দুর্নীতির সঙ্গে থাইল্যান্ড যোগ পাওয়া গেল ৷ এখন দেখার এই নিয়ে সঠিক কী তথ্য উঠে আসে ইডির হাতে ৷

আরও পড়ুন : Arpita Mukherjee House: অর্পিতার 'ইচ্ছে' বাড়ি নিয়ে তদন্ত শুরু কেএমডিএ'র

Last Updated : Jul 30, 2022, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.