কলকাতা, 27 অক্টোবর : 4 অক্টোবর হাইকোর্টের নির্দেশে আপার প্রাইমারির শর্তাধীন মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC) । হাইকোর্টের নির্দেশেই পরদিন থেকে 25 অক্টোবর পর্যন্ত ছুটির দিন সহ সবদিন মেধাতালিকা সংক্রান্ত অভিযোগ জমা নিয়েছে কমিশন । স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, 21 দিনে প্রায় 10 হাজার অভিযোগ জমা পড়েছে তাদের কাছে । তার মধ্যে 500 থেকে 600 অভিযোগ বৈধ বলে দাবি কমিশনের এক আধিকারিকের । পাশাপাশি, আপার প্রাইমারির শর্তাধীন মেধাতালিকাতেও রদবদল হতে পারে বলে জানা গেছে কমিশন সূত্রে ।
শর্তাধীন মেধাতালিকা নিয়ে অভিযোগের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "25 অক্টোবর পর্যন্ত হাজার দশেক অভিযোগ জমা পড়েছে । এখনও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে । দেখা যাচ্ছে, অভিযোগ সে রকম কিছুই নেই । আমাদের তরফ থেকে জ়িরো এরর । অভিযোগের কোনও ভিত্তি নেই । একই বয়ানে শুধু নাম, রোল নম্বর পরিবর্তন করে বহু অভিযোগ জমা পড়েছে । অনুমান করছি, এর মধ্যে 500-600 অভিযোগ বৈধ । বাকিগুলো ইনভ্যালিড । যেমন, আমি এত ভালো ইন্টারভিউ দিয়েও ইন্টারভিউতে কেন চার পেলাম? এটার উত্তর আমাদের কাছে নেই । ইন্টারভিউয়ের নম্বর ইন্টারভিউ বোর্ড দিয়েছে । এইরকম ইন্টারভিউ নম্বর নিয়ে বহু অভিযোগ আছে । ভেরিফিকেশনে কেন ডাক পায়নি এই রকম অভিযোগ আছে । 1:1:4 রেশিয়ো কেন মানা হয়নি সেটাও একটা অভিযোগ । আর একটা হল আমি ইন্টারভিউতে ডাক পেয়েছিলাম, অথচ মেধাতালিকায় আমার নাম নেই । এই অভিযোগের সারবত্তা আছে । কেন তাঁকে বাদ দেওয়া হল সেটার উত্তর দেওয়া যাবে । বাকিগুলোর উত্তর নেই । TET-এ কেন পাশ করলাম না এই প্রশ্ন তুলেও অভিযোগ করেছে । আমরা বাছাই করতে শুরু করেছি । যে অভিযোগগুলোর সারবত্তা নেই সেগুলো বাদ যাবে ।"
তাহলে কি মেধাতালিকায় রদবদল হতে পারে? উত্তরে ওই আধিকারিক বলেন, "আমাদের এখনও পর্যন্ত জ়িরো এরর । কোর্ট যেটা দেখতে বলেছে, বেশি নম্বর পেয়েছে অথচ মেধাতালিকায় স্থান পায়নি এমন কেউ আছে কি না । সেই দিক থেকে এখনও পর্যন্ত আমাদের জ়িরো এরর । তবে মেধাতালিকা রদবদল হতে পারে । আমাদের নিজস্ব কতগুলো ভুল আছে । মানুষের যে হিউম্যান এরর সেগুলো হতে পারে । যেমন, মেলকে ফিমেল বলে উল্লেখ করা । সেগুলো পরিবর্তন করে তাঁদের নিজেদের জায়গায় আনলে মেধাতালিকায় রদবদল হবেই । কাট অফ পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে । এগুলো করে আমরা কোর্টকে জানাব । দু'একটা জায়গায় এই রদবদল হতে পারে আমাদের ভুলের জন্য । তবে, সেটা খুব বেশি হবে না ।"
অভিযোগের সংখ্যা বা মেধাতালিকায় রদবদল নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় ৷ তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।