কলকাতা, 13 জানুয়ারি : রাজ্যে বেড়ে চলা কোভিড সংক্রণের আবহে এই মুহূর্তে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা ৷ বুধবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 7 হাজার 60 ৷ এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও মহানগরে এক অংশের মানুষের মধ্যে দেখা যাচ্ছে কোভিড টিকা নেওয়া নিয়ে অনীহা ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, প্রথম ডোজ নেওয়ার পরে দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও কলকাতায় নথিভুক্ত প্রায় 3 লক্ষ মানুষ এখনও দ্বিতীয় টিকা নেননি (Approx three lakh people in Kolkata have not taken second dose of COVID vaccine) ৷ তবে জানা গিয়েছে, এই 3 লক্ষ মানুষ প্রত্যেকেই কলকাতার বাসিন্দা নন ৷ তাঁদের মধ্যে সিংহভাগই জেলার বাসিন্দা ৷ গত বছর কোভিড টিকাকরণের শুরুতে কলকাতায় টিকা যতটা সহজলভ্য ছিল জেলায় তেমনটা ছিল না । জেলায় হাহাকার ছিল টিকার । ফলে কলকাতা পার্শ্ববর্তী দমদম, বিধাননগর, মহেশতলার মতো বহু এলাকার মানুষ শহরের ভ্যাকসিন সেন্টারগুলিতে এসে প্রথম ডোজ নিয়ে গিয়েছিলেন ৷ তবে দ্বিতীয় ডোজের সময় তাঁদের অনেকেই নিজেদের এলাকা ছেড়ে আর কলকতামুখো হননি । যার ফলে এই ফারাক ৷
আরও পড়ুন : রাজ্যে ফের বাড়ল সংক্রমণ ও মৃত্যু
উল্লেখ্য, কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, দেশের যেকোন জায়গা থেকে সঠিক পরিচয়পত্র দেখিয়ে একজন নাগরিক এই টিকা নিতে পারেন ৷ এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক বলেন, "কেন্দ্রের নির্দেশ মতো আমরা কলকাতার বাইরে থেকে কেউ এলেও আমরা তাঁদের টিকা দিতে বাধ্য ছিলাম । তবে, পরে জেলায় টিকাকরণ গতি পাওয়াতে সেই চাপ খানিকটা কমে । আশা করছি, যাঁরা দ্বিতীয় ডোজ নিতে কলকাতায় আর আসেননি তাঁরা নিজের এলাকায় দ্বিতীয় ডোজ নিয়েছেন । তবে এর মধ্যে অল্প সংখ্যক কলকাতার বাসিন্দারাও আছেন, যাঁরা এই তালিকায় পড়ছেন । নানা কারণ দেখিয়ে তাঁরা দ্বিতীয় ডোজ নিতে আগ্রহ দেখাননি । তাঁদের বারবার আবেদন করা ছাড়া আর কোনও উপায় নেই ৷" এটা ঠিক যে, কোভিডের দু'টি ডোজ নেওয়ার পরেও অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন ৷ কিন্তু, বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়া থাকলে কোভিড হবে না এমন কোনও নিশ্চয়তা নেই ৷ কিন্তু টিকা নেওয়া থাকলে এই সংক্রমণ প্রাণঘাতী না হওয়ার সম্ভাবনা বেশি ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বর্তমানে কলকাতায় দ্বিতীয় ডোজ নেওয়ার পরে 9 মাস অতিক্রান্ত হয়েছে এমন 10 হাজার 107 জন বুস্টার ডোজ নিয়েছেন । 15 থেকে 18 বছর বয়সীদের টিকারণও শুরু হয়েছে ৷ কলকাতায় সেই টিকা নিয়েছে 48 হাজার 330 জন ।