দামোদর ভ্যালি কর্পোরেশনে (DVC) চেয়ারম্যান ও টেকনিকাল মেম্বার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বিদ্যুৎ মন্ত্রক । নারী-পুরুষ নির্বিশেষে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। দুটি পদের ক্ষেত্রেই নিয়োগ হবে কলকাতায়।
পদগুলির জন্য প্রয়োজনীয় যোগ্যতা :
চেয়ারম্যান পদের জন্য
1. আসন সংখ্যা : চেয়ারম্যানে পদে এক জনকেই নিয়োগ করা হবে।
2. নিয়োগের স্থান : কলকাতা
3. শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর স্নাতক স্তরে ভালো ফল থাকতে হবে।
ম্যানেজমেন্ট ও ফিনান্সে স্নাতকোত্তরের ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারীর পাওয়ার সেক্টরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
4. বয়সের ঊর্ধ্বসীমা : আবেদনকারীকে সর্বনিম্ন 45 ও সর্বোচ্চ 58 বছর বয়সের মধ্যে থাকতে হবে।
বিস্তারিত জানতে দামোদর ভ্যালি কর্পোরেশনের বিজ্ঞপ্তিতে নজর রাখুন।
টেকনিকাল মেম্বার পদের জন্য
1. আসন সংখ্যা : টেকনিকাল মেম্বার পদে এক জনকেই নিয়োগ করা হবে।
2. নিয়োগের স্থান : কলকাতা
3. শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর ইলেক্ট্রিকাল বা মেকানিকালের উপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারীর সরকারের পাওয়ার জেনারেশন, সেচ এবং জল সরবরাহ দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
4. বয়সের ঊর্ধ্বসীমা : আবেদনকারীকে সর্বনিম্ন 45 ও সর্বোচ্চ 57 বছর বয়সের মধ্যে থাকতে হবে।
আবেদন করার প্রক্রিয়া : আগ্রহীরা দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট (www.dvc.gov.in) থেকে আবেদনপত্র ডাউনলোড করে দিল্লির বিদ্যুৎ মন্ত্রকে পাঠাতে পারেন কিংবা js-power@gov.in. মেল করতে পারেন। সেখান থেকে উপযুক্ত প্রার্থীদের বাছাই করে ইন্টারভিউতে ডাকা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে।
বিস্তারিত জানতে চোখ রাখুন অফিশিয়াল বিজ্ঞপ্তিতে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে 24.02.2020
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 03.08.2020
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।