ETV Bharat / city

23 ফেব্রুয়ারি-23 মার্চ অনলাইনে নেওয়া হবে জয়েন্ট প্রবেশিকার আবেদন - WBJEE

জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার (WBJEE) জন্য অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরুর দিন ঘোষণা করল বোর্ড। আগামী 23 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া। চলবে 23 মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত। শুক্রবার একথা ঘোষণা করেছে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড (WBJEEB)।

wb_kol_03_wbjee_application_process_starting_from_23rd_february_7204411
23 ফেব্রুয়ারি-23 মার্চ অনলাইনে নেওয়া হবে জয়েন্ট প্রবেশিকার আবেদন
author img

By

Published : Feb 19, 2021, 8:34 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : কিছুদিন আগেই 2021 সালের জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার (WBJEE) দিন ঘোষণা করেছে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড (WBJEEB)। এবার সেই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরুর দিন ঘোষণা করল বোর্ড। আগামী 23 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া। চলবে 23 মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত।

2021 সালের WBJEE পরীক্ষার ইনফরমেশন বুলেটিন প্রকাশ করেছে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে সূচি। সেই সূচি অনুযায়ী, 23 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া। অনলাইনে সংশোধন ও সংশোধিত কনফার্মেশন পেজ ডাউনলোড করার কাজ চলবে 24 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত। 6 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা। 11 জুলাই সকাল 11টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রথমপত্র ও দুপুর দু’টো থেকে বিকেল চারটে পর্যন্ত দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে।

wb_kol_03_wbjee_application_process_starting_from_23rd_february_7204411
অনলাইনে আবেদনগ্রহণ প্রক্রিয়ার সূচি

আরও পড়ুন: 11 জুলাই রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন

তবে, সূচির প্রথমেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সব তারিখই সম্ভাব্য ৷ জরুরি পরিস্থিতিতে সেগুলি পরিবর্তন করা হতে পারে। WBJEEB-র তরফে আবেদনকারীদের বলা হয়েছে, অনলাইনে আবেদনের আগে ভালো করে ইনফরমেশন বুলেটিনটি পড়ে নিতে হবে ৷ আবেদন শুধুমাত্র অনলাইনেই গ্রহণ করা হবে। www.wbjeeb.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের জন্য আবেদন ফি 500 টাকা ও সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের জন্য আবেদন ফি 400 টাকা।

wb_kol_03_wbjee_application_process_starting_from_23rd_february_7204411
2021 সালের WBJEE পরীক্ষার ইনফরমেশন বুলেটিন

কলকাতা, 19 ফেব্রুয়ারি : কিছুদিন আগেই 2021 সালের জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার (WBJEE) দিন ঘোষণা করেছে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড (WBJEEB)। এবার সেই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরুর দিন ঘোষণা করল বোর্ড। আগামী 23 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া। চলবে 23 মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত।

2021 সালের WBJEE পরীক্ষার ইনফরমেশন বুলেটিন প্রকাশ করেছে রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ড। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে সূচি। সেই সূচি অনুযায়ী, 23 ফেব্রুয়ারি থেকে 23 মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া। অনলাইনে সংশোধন ও সংশোধিত কনফার্মেশন পেজ ডাউনলোড করার কাজ চলবে 24 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত। 6 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা। 11 জুলাই সকাল 11টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রথমপত্র ও দুপুর দু’টো থেকে বিকেল চারটে পর্যন্ত দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে।

wb_kol_03_wbjee_application_process_starting_from_23rd_february_7204411
অনলাইনে আবেদনগ্রহণ প্রক্রিয়ার সূচি

আরও পড়ুন: 11 জুলাই রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিন

তবে, সূচির প্রথমেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সব তারিখই সম্ভাব্য ৷ জরুরি পরিস্থিতিতে সেগুলি পরিবর্তন করা হতে পারে। WBJEEB-র তরফে আবেদনকারীদের বলা হয়েছে, অনলাইনে আবেদনের আগে ভালো করে ইনফরমেশন বুলেটিনটি পড়ে নিতে হবে ৷ আবেদন শুধুমাত্র অনলাইনেই গ্রহণ করা হবে। www.wbjeeb.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা। জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের জন্য আবেদন ফি 500 টাকা ও সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের জন্য আবেদন ফি 400 টাকা।

wb_kol_03_wbjee_application_process_starting_from_23rd_february_7204411
2021 সালের WBJEE পরীক্ষার ইনফরমেশন বুলেটিন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.