কলকাতা, 6 জানুয়ারি : স্বাস্থ্য সাথী কার্ডের তালিকা সংশোধনের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। রাজ্য স্বাস্থ্য দপ্তর 2011 সালে স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছিল । নিম্নবিত্ত মানুষ ও BPL তালিকার অন্তর্ভুক্ত মানুষই স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পায়। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন বর্তমানে এই তালিকা সংশোধনের প্রয়োজন হয়ে পড়েছে।
এমন অনেক নিম্নবিত্ত মানুষ স্বাস্থ্য সাথী কার্ডের অন্তর্ভুক্ত ছিলেন যাঁরা এখন ভিন রাজ্যে চলে গেছেন কর্মসূত্রে। নতুন করে মানুষ BPL-এর জন্য আবেদন করেছেন। তাই তালিকার সংশোধন প্রয়োজন। তালিকা সংশোধন হলে যেমন বেশকিছু মানুষ তালিকা থেকে বাদ পড়বেন সেইসঙ্গে অনেক নিম্নবিত্ত মানুষও এই তালিকায় অন্তর্ভুক্ত হবার সুযোগ পাবেন। মেয়র ফিরহাদ হাকিম বলেন, এই সংশোধনের ফলে সাধারণ দরিদ্র মানুষ উপকৃত হবেন।
ফিরহাদ বলেন," অনেক দরিদ্র মানুষ আছেন যাঁরা BPL তালিকার অন্তর্ভুক্ত নয়। কিন্তু আর্থিকভাবে স্বচ্ছল নয়। দীর্ঘদিন ধরে চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা নেই অনেক পরিবারে। সেই সব মানুষদের আওতায় আনা গেলে উপকৃত হবেন দরিদ্র মানুষ। এই বিষয়টি বিবেচনা করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরে আবেদন করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বিষয়টি বিবেচনার জন্য স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলতে বলেছেন। তাই নতুন একটি তালিকা তৈরি করে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কাছে জমা দিয়েছে কলকাতা পৌরনিগম। ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম নতুন BPLতালিকার খসড়া তৈরি করেছে।