কলকাতা, 1 অক্টোবর : অনলাইনে মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণার (Online Gaming App Fraud) ঘটনায় আরও ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টেরেট (Enforcement Directorate) ৷ শুক্রবার এই কেন্দ্রীয় এজেন্সির তরফে এমনটাই জানানো হয়েছে ৷ ই-নাগেটস নামে ওই অ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনায় এবার যে ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত হল, তার পরিমাণ প্রায় 47.74 লক্ষ টাকা ৷ ফলে এই ঘটনায় ইডি ও কলকাতা পুলিশ সব মিলিয়ে প্রায় 75.18 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ৷
এই ঘটনাটি প্রথমবার সামনে আসে গত 10 সেপ্টেম্বর ৷ সেদিন কলকাতার গার্ডেনরিচের একটি বাড়িতে হানা দেয় ইডি (ED) ৷ ওই বাড়ি থেকে উদ্ধার হয় 17.32 কোটি টাকা ৷ তখন এই ঘটনায় অন্যতম অভিযুক্ত ও ওই বাড়ির বাসিন্দা আমির খানকে গ্রেফতার করতে পারেননি তদন্তকারীরা ৷ পরে উত্তরপ্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷
আমিরকে জেরা করে পাওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার কলকাতা ও বিধাননগরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় ইডি ও কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ এর আগে বুধবার গ্রেফতার করা হয় সোমা নস্কর নামে বছর 28-এর এক তরুণীকে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট আমিরকে ভাড়া দিয়েছিলেন ৷ সোমার অ্যাকাউন্ট থেকে 30 কোটি টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷ পরে বৃহস্পতিবার আমিরের অ্যাকাউন্ট থেকে 14.53 কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করে পুলিশ ৷
এছাড়া এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে 12.73 কোটি টাকার বিটকয়েনও বাজেয়াপ্ত হয়েছে ৷ ওই ব্যবসায়ীর বিরুদ্ধেও আমিরকে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে ৷
অন্যদিকে এই ঘটনার তদন্ত করতে গিয়ে শুভজিৎ শ্রীমানী নামে আরও একজনের হদিশ পেয়েছে কলকাতা পুলিশ৷ উত্তর কলকাতার বি কে পাল অ্যাভিনিউয়ে বাড়ি শুভিজতের ৷ তবে তিনি এখন বিদেশে থাকেন ৷ কখনও দুবাই, কখনও মালয়েশিয়া থেকে তিনি অনলাইন প্রতারণা চক্র (App Fraud) পরিচালন করেন ৷
অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে জালিয়াতি করা ছাড়া ডেটিং অ্যাপের মাধ্যমেও প্রতারণা (Dating App Fraud) করার অভিযোগ উঠেছে শুভজিতের বিরুদ্ধে ৷ বেহালার মহাবীরতলায় একটি অফিস থেকে ওই কাজ হত ৷ বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে 15 জন তরুণীকে উদ্ধার করে পুলিশ ৷
আরও পড়ুন : ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা, বেহালায় উদ্ধার 15 তরুণী