ETV Bharat / city

ধর্মঘটে স্বাভাবিক শহর, কাল শুধু পথে নামছে না ট্যাক্সি ইউনিয়ন - অ্যাপ ক্যাব

রাজ্যের অ্যাপ ভিত্তিক ক্যাব চালকদের সংগঠনগুলি তাদের ডাকা ধর্মঘট একদিনেই প্রত্যাহার করল ৷ তবে CITU অনুমোদিত ট্যাক্সি ইউনিয়ন মঙ্গলবারও 24 ঘণ্টার ধর্মঘট বহাল রাখল ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 6, 2019, 11:11 PM IST

কলকাতা, ৬ অগাস্ট : আজ থেকে 2 দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল CITU অনুমোদিত ট্যাক্সি ইউনিয়ন ৷ আর অ্যাপ ভিত্তিক ক্যাব চালকদের সংগঠনগুলি ওই ধর্মঘটকে সমর্থন জানায় ৷ তারাও জানায়, 48 ঘণ্টা রাস্তায় নামবে না ৷ তবে আজ ধর্মঘট পালন করলেও অ্যাপ ভিত্তিক ক্যাব চালকদের সংগঠনগুলি জানিয়ে দিল, আগামীকাল তারা পথে নামবে ৷ তবে CITU অনুমোদিত অ্যাপ ক্যাবগুলি মঙ্গলবারও 24 ঘণ্টার ধর্মঘট বহাল রাখল ।

পেট্রল, ডিজ়েল ও পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি, ট্যাক্সির ভাড়া বৃদ্ধি, জরিমানা বৃদ্ধি, পুলিশি জুলুম ও অ্যাপ-ক্যাব সংস্থাগুলি 25 শতাংশ করে কমিশন নেওয়ার প্রতিবাদসহ বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে অ্যাপ-ক্যাব গাড়ির চালকরা আজ ধর্মঘট করেন । কলকাতা ওলা-উবার অ্যাপ-ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন মূলত এই ধর্মঘটে সামিল হয় ।

আজ রাস্তায় নামেনি প্রায় 1000 গাড়ি, বললেন CITU-র একটি সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ । ইন্দ্রজিৎবাবু বলেন, "আমরা বনধ পালন করছি । যদিও 14 হাজার ওলা ও উবার গাড়ি চলে শহরে । তাই তারমধ্যে 900 থেকে 1000 গাড়ি রাস্তায় নামেনি বলে বনধের প্রভাব তেমন ভাবে পড়েনি । যদিও গাড়ি কম থাকায় সারাদিন ভাড়া একটু বেশি দেখিয়েছিল কম্পানিগুলির অ্যাপে । আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব । তাই আমরা অবিলম্বে একটি ত্রিপাক্ষিক বৈঠক করার আবেদন জানাই যেখানে পরিবহন দপ্তরের আধিকারিক, অ্যাপ ক্যাব কম্পানি ও অ্যাপ-ক্যাব চালকরা থাকবেন । আমাদের দাবিগুলি আমরা অনেকবার চিঠির মাধ্যমে পরিবহন দপ্তরকে জানিয়েছি ৷ তবে কোনও লাভ হয়নি ।"

অন্যদিকে পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "CITU-র ধর্মঘটের কোনও প্রভাব আজ শহরে পড়েনি । অন্য দিনের মতো সবকিছুই স্বাভাবিক চলছে । আমার হাতে CITU-র তরফে কোনও চিঠি এখনও আসেনি । তাদের সঙ্গে যে কোনও রকম আলোচনায় আমরা রাজি ।"

কলকাতা, ৬ অগাস্ট : আজ থেকে 2 দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল CITU অনুমোদিত ট্যাক্সি ইউনিয়ন ৷ আর অ্যাপ ভিত্তিক ক্যাব চালকদের সংগঠনগুলি ওই ধর্মঘটকে সমর্থন জানায় ৷ তারাও জানায়, 48 ঘণ্টা রাস্তায় নামবে না ৷ তবে আজ ধর্মঘট পালন করলেও অ্যাপ ভিত্তিক ক্যাব চালকদের সংগঠনগুলি জানিয়ে দিল, আগামীকাল তারা পথে নামবে ৷ তবে CITU অনুমোদিত অ্যাপ ক্যাবগুলি মঙ্গলবারও 24 ঘণ্টার ধর্মঘট বহাল রাখল ।

পেট্রল, ডিজ়েল ও পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি, ট্যাক্সির ভাড়া বৃদ্ধি, জরিমানা বৃদ্ধি, পুলিশি জুলুম ও অ্যাপ-ক্যাব সংস্থাগুলি 25 শতাংশ করে কমিশন নেওয়ার প্রতিবাদসহ বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে অ্যাপ-ক্যাব গাড়ির চালকরা আজ ধর্মঘট করেন । কলকাতা ওলা-উবার অ্যাপ-ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন মূলত এই ধর্মঘটে সামিল হয় ।

আজ রাস্তায় নামেনি প্রায় 1000 গাড়ি, বললেন CITU-র একটি সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ । ইন্দ্রজিৎবাবু বলেন, "আমরা বনধ পালন করছি । যদিও 14 হাজার ওলা ও উবার গাড়ি চলে শহরে । তাই তারমধ্যে 900 থেকে 1000 গাড়ি রাস্তায় নামেনি বলে বনধের প্রভাব তেমন ভাবে পড়েনি । যদিও গাড়ি কম থাকায় সারাদিন ভাড়া একটু বেশি দেখিয়েছিল কম্পানিগুলির অ্যাপে । আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব । তাই আমরা অবিলম্বে একটি ত্রিপাক্ষিক বৈঠক করার আবেদন জানাই যেখানে পরিবহন দপ্তরের আধিকারিক, অ্যাপ ক্যাব কম্পানি ও অ্যাপ-ক্যাব চালকরা থাকবেন । আমাদের দাবিগুলি আমরা অনেকবার চিঠির মাধ্যমে পরিবহন দপ্তরকে জানিয়েছি ৷ তবে কোনও লাভ হয়নি ।"

অন্যদিকে পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "CITU-র ধর্মঘটের কোনও প্রভাব আজ শহরে পড়েনি । অন্য দিনের মতো সবকিছুই স্বাভাবিক চলছে । আমার হাতে CITU-র তরফে কোনও চিঠি এখনও আসেনি । তাদের সঙ্গে যে কোনও রকম আলোচনায় আমরা রাজি ।"

Intro:পরিবহন দপ্তরে ইতিবাচক বৈঠকের পরে রাজ্যের চারটি ট্যাক্সি ইউনিয়ান তাঁদের ডাকা 48 ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করলেও সিটু অনুমোদিত অ্যাপ ক্যাবগুলি মঙ্গলবার 24 ঘন্টার ধর্মঘট বহাল রাখল। Body:পেট্রোল, ডিজ়েল ও পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি, ট্যাক্সির ভাড়া বৃদ্ধি, ফাইনের পরিমান বৃদ্ধি, পুলিশি জুলুম ও অ্যাপ ক্যাব সংস্থাগুলি 25 শতাংশ করে কমিশন নেওয়ার পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে অ্যাপ ক্যাব গাড়ির চালকরা এই দিন 24 ঘন্টার ট্যাক্সি ধর্মঘট করেন। কলকাতা ওলা-উব্‌র অ্যাপ-ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন মূলত এই ধর্মঘটে সামিল হয়।

এদিন রাস্তায় নামেনি প্রায় 1000 গাড়ি, বলেন সিটুর অ্যাপ-ক্যাব চালক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ। ইন্দ্রাজিৎবাবু বলেন, "আমরা বন্ধ পালন করছি। যদিও 14 হাজার ওলা ও উবের গাড়ি চলে শহরে তাই তার মধ্যে 900 থেকে 1000 গাড়ি রাস্তায় নামেনি বলে বন্ধের প্রভাব তেমন ভাবে পড়েনি। যদিও গাড়ি কম থাকায় সারাদিন ভাড়া একটি বেশি দেখিয়ে ছিল কোম্পানিগুলোর অ্যাপে। আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। তাই আমরা অবিলম্বে একটি ত্রিপাখিক বৈঠক করার আবেদন জানাই যেখানে পরিবহন দপ্তরের আধিকারিক, অ্যাপ ক্যাব কোম্পানি ও অ্যাপ ক্যাব চালকরা থাকবেন। আমাদের দাবিগুলি আমরা অনেকবার চিঠির মাধ্যমে পরিবহন মন্ত্রকে জানিয়েছি তবে কোনও লাভ হয়নি।"Conclusion:অন্যদিকে পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "সিটুর ধর্মঘটের কোনও প্রভাব আজ শহরে পড়েনি। অনন্যাদিনের মতো সবকিছুই স্বাভাবিক চলছে। আমার হাতে সিটুর তরফে কোনও চিঠি এখনও আসেনি। তাঁদের সঙ্গে যেকোনো রকম আলোচনায় আমরা রাজি।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.