কলকাতা, ৬ অগাস্ট : আজ থেকে 2 দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল CITU অনুমোদিত ট্যাক্সি ইউনিয়ন ৷ আর অ্যাপ ভিত্তিক ক্যাব চালকদের সংগঠনগুলি ওই ধর্মঘটকে সমর্থন জানায় ৷ তারাও জানায়, 48 ঘণ্টা রাস্তায় নামবে না ৷ তবে আজ ধর্মঘট পালন করলেও অ্যাপ ভিত্তিক ক্যাব চালকদের সংগঠনগুলি জানিয়ে দিল, আগামীকাল তারা পথে নামবে ৷ তবে CITU অনুমোদিত অ্যাপ ক্যাবগুলি মঙ্গলবারও 24 ঘণ্টার ধর্মঘট বহাল রাখল ।
পেট্রল, ডিজ়েল ও পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি, ট্যাক্সির ভাড়া বৃদ্ধি, জরিমানা বৃদ্ধি, পুলিশি জুলুম ও অ্যাপ-ক্যাব সংস্থাগুলি 25 শতাংশ করে কমিশন নেওয়ার প্রতিবাদসহ বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে অ্যাপ-ক্যাব গাড়ির চালকরা আজ ধর্মঘট করেন । কলকাতা ওলা-উবার অ্যাপ-ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন মূলত এই ধর্মঘটে সামিল হয় ।
আজ রাস্তায় নামেনি প্রায় 1000 গাড়ি, বললেন CITU-র একটি সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ । ইন্দ্রজিৎবাবু বলেন, "আমরা বনধ পালন করছি । যদিও 14 হাজার ওলা ও উবার গাড়ি চলে শহরে । তাই তারমধ্যে 900 থেকে 1000 গাড়ি রাস্তায় নামেনি বলে বনধের প্রভাব তেমন ভাবে পড়েনি । যদিও গাড়ি কম থাকায় সারাদিন ভাড়া একটু বেশি দেখিয়েছিল কম্পানিগুলির অ্যাপে । আমাদের দাবি মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব । তাই আমরা অবিলম্বে একটি ত্রিপাক্ষিক বৈঠক করার আবেদন জানাই যেখানে পরিবহন দপ্তরের আধিকারিক, অ্যাপ ক্যাব কম্পানি ও অ্যাপ-ক্যাব চালকরা থাকবেন । আমাদের দাবিগুলি আমরা অনেকবার চিঠির মাধ্যমে পরিবহন দপ্তরকে জানিয়েছি ৷ তবে কোনও লাভ হয়নি ।"
অন্যদিকে পরিবহন দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "CITU-র ধর্মঘটের কোনও প্রভাব আজ শহরে পড়েনি । অন্য দিনের মতো সবকিছুই স্বাভাবিক চলছে । আমার হাতে CITU-র তরফে কোনও চিঠি এখনও আসেনি । তাদের সঙ্গে যে কোনও রকম আলোচনায় আমরা রাজি ।"