ETV Bharat / city

একবার 'সরি' বলুন, জনপ্রিয়তা নষ্ট হবে না ; মমতাকে অনুরোধ অপর্ণার - NRS Issue

তিনদিন ধরে চলা স্বাস্থ্য অচলাবস্থা কাটাতে আজ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এলেন অপর্ণা সেন, কৌশিক সেন, দেবজ্যোতি মিশ্র, বোলান গঙ্গোপাধ্যায়রা । তাঁরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন । তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 14, 2019, 12:49 PM IST

Updated : Jun 16, 2019, 6:27 PM IST

কলকাতা, 14 জুন : আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে অপর্ণা সেন, কৌশিক সেন থেকে শুরু করে সমাজের বিশিষ্টরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপর্ণা সেনদের আবেদন, NRS-এ আসুন, চিকিৎসকদের পাশে দাঁড়ান, তাঁদের কথা শুনুন । কৌশিক সেনের মন্তব্য, চিকিৎসা খাতে আরও বেশি আর্থিক সাহায্য করুক রাজ্য সরকার ।

তিনদিন ধরে চলা স্বাস্থ্য অচলাবস্থা কাটাতে আজ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এলেন অপর্ণা সেন, কৌশিক সেন, দেবজ্যোতি মিশ্র, বোলান গঙ্গোপাধ্যায়রা । তাঁরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন । তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন । অপর্ণা সেন বলেন, "মুখ্যমন্ত্রী শুধু রোগীদের নন, তিনি চিকিৎসকদেরও মুখ্যমন্ত্রী । তিনি মায়ের মতো । বর্তমানে চলতে থাকা পরিস্থিতি সহানুভুতির সঙ্গে বিবেচনা করা উচিত তাঁর ।" একই সঙ্গে তিনি বলেন, "মনে রাখতে হবে যারা ডাক্তারি করে তাঁরা উচ্চ মেধার ছাত্র । তাঁরা যখন কোনও আন্দোলন করছেন নিশ্চয় তার যৌতিকতা আছে । দেখতে হবে এই ছাত্রদের যাতে রাজ্যের বাইরে যেতে না হয় । একবার 'সরি' বললে লজ্জার কী আছে ? এতে আপনার জনপ্রিয়তা একটুও নষ্ট হবে না ।"

কৌশিক সেন অনেকটা নিজ ভঙ্গিতেই রাজ্য প্রশাসনকে আক্রমণ করেন । যেভাবে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হয়েছে সেই প্রসঙ্গটিকে কটাক্ষ করেন কৌশিক । বলেন, "এনাফ ইজ় এনাফ । ক্লাবগুলোকে আমরা টাকা দিয়ে দানছত্র করি কিন্তু স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দিই না ।" একই সঙ্গে তিনি আবেদন জানান, প্রয়োজনে শিল্পীদের অনুদান বন্ধ রেখে চিকিৎসা খাতে অনুদান বাড়াক রাজ্য সরকার ।

দেখুন ভিডিয়ো

NRS ইশুতে ডাক্তারদের আন্দোলন তুলে নেওয়ার আবেদন জানান, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় । বলেন, "রাজ্যে ডাক্তারদের সংখ্যা এমনিতেই অনেক কম। এত কম ডাক্তার থাকায় হাসপাতালগুলোতে ঠিকভাবে পরিষেবা দেওয়া যায় না । সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলোর বহির্বিভাগ বন্ধ থাকার কারণে ব্যাপক বিশৃঙ্খলা ও অসুবিধা হচ্ছে । আমরা তো আপনাদের আত্মীয় । আমাদের বাঁচানোর জন্য কর্মবিরতি প্রত্যাহার করুন। আমাদের জীবনমরণের প্রশ্ন, বিবেচনা করে দেখুন । যদি কাজে যোগদান করেন আমরা স্বস্তি পাই । তবে আমি নিঃশর্তে চিকিৎসক নিগ্রহের ঘটনার নিন্দা করছি । ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার আবেদন এবং দাবি জানাচ্ছি।"

নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন, "জীবনরক্ষার জন্য চিকিৎসকরা কাজ করেন । কিন্তু আত্মীয়বিয়োগ হলেই চিকিৎসকরা মার খাবেন, এটা মেনে নেওয়া যায় না । আমি খুব বিপন্ন বোধ করছি । তবে চিকিৎসকদের কাজ কখনওই বন্ধ রাখা উচিত নয় । তাঁরা জীবনদায়ী কাজ করেন । তাঁদের কাজে যোগ দেওয়া উচিত ।"

অন্যদিকে, ডাক্তাদের কর্মবিরতি প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকার জানান, রাজ্যে অরাজক অবস্থা তৈরি হয়েছে । মন্ত্রী, পুলিশ, প্রশাসন কেউ কারও কোনও কথা শুনছে না। সাধারণ মানুষ উদ্বিগ্ন। তাঁর কথায়, "পরিষেবা ব্যাহত তো হচ্ছেই । তবে যে কোনও অজুহাতে ডাক্তারদের মারা ঠিক না । আসলে ডাক্তারদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে । তাই বাধ্য হয়েই এই পদক্ষেপ ।"

কলকাতা, 14 জুন : আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে অপর্ণা সেন, কৌশিক সেন থেকে শুরু করে সমাজের বিশিষ্টরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপর্ণা সেনদের আবেদন, NRS-এ আসুন, চিকিৎসকদের পাশে দাঁড়ান, তাঁদের কথা শুনুন । কৌশিক সেনের মন্তব্য, চিকিৎসা খাতে আরও বেশি আর্থিক সাহায্য করুক রাজ্য সরকার ।

তিনদিন ধরে চলা স্বাস্থ্য অচলাবস্থা কাটাতে আজ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এলেন অপর্ণা সেন, কৌশিক সেন, দেবজ্যোতি মিশ্র, বোলান গঙ্গোপাধ্যায়রা । তাঁরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন । তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন । অপর্ণা সেন বলেন, "মুখ্যমন্ত্রী শুধু রোগীদের নন, তিনি চিকিৎসকদেরও মুখ্যমন্ত্রী । তিনি মায়ের মতো । বর্তমানে চলতে থাকা পরিস্থিতি সহানুভুতির সঙ্গে বিবেচনা করা উচিত তাঁর ।" একই সঙ্গে তিনি বলেন, "মনে রাখতে হবে যারা ডাক্তারি করে তাঁরা উচ্চ মেধার ছাত্র । তাঁরা যখন কোনও আন্দোলন করছেন নিশ্চয় তার যৌতিকতা আছে । দেখতে হবে এই ছাত্রদের যাতে রাজ্যের বাইরে যেতে না হয় । একবার 'সরি' বললে লজ্জার কী আছে ? এতে আপনার জনপ্রিয়তা একটুও নষ্ট হবে না ।"

কৌশিক সেন অনেকটা নিজ ভঙ্গিতেই রাজ্য প্রশাসনকে আক্রমণ করেন । যেভাবে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হয়েছে সেই প্রসঙ্গটিকে কটাক্ষ করেন কৌশিক । বলেন, "এনাফ ইজ় এনাফ । ক্লাবগুলোকে আমরা টাকা দিয়ে দানছত্র করি কিন্তু স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দিই না ।" একই সঙ্গে তিনি আবেদন জানান, প্রয়োজনে শিল্পীদের অনুদান বন্ধ রেখে চিকিৎসা খাতে অনুদান বাড়াক রাজ্য সরকার ।

দেখুন ভিডিয়ো

NRS ইশুতে ডাক্তারদের আন্দোলন তুলে নেওয়ার আবেদন জানান, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় । বলেন, "রাজ্যে ডাক্তারদের সংখ্যা এমনিতেই অনেক কম। এত কম ডাক্তার থাকায় হাসপাতালগুলোতে ঠিকভাবে পরিষেবা দেওয়া যায় না । সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলোর বহির্বিভাগ বন্ধ থাকার কারণে ব্যাপক বিশৃঙ্খলা ও অসুবিধা হচ্ছে । আমরা তো আপনাদের আত্মীয় । আমাদের বাঁচানোর জন্য কর্মবিরতি প্রত্যাহার করুন। আমাদের জীবনমরণের প্রশ্ন, বিবেচনা করে দেখুন । যদি কাজে যোগদান করেন আমরা স্বস্তি পাই । তবে আমি নিঃশর্তে চিকিৎসক নিগ্রহের ঘটনার নিন্দা করছি । ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার আবেদন এবং দাবি জানাচ্ছি।"

নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন, "জীবনরক্ষার জন্য চিকিৎসকরা কাজ করেন । কিন্তু আত্মীয়বিয়োগ হলেই চিকিৎসকরা মার খাবেন, এটা মেনে নেওয়া যায় না । আমি খুব বিপন্ন বোধ করছি । তবে চিকিৎসকদের কাজ কখনওই বন্ধ রাখা উচিত নয় । তাঁরা জীবনদায়ী কাজ করেন । তাঁদের কাজে যোগ দেওয়া উচিত ।"

অন্যদিকে, ডাক্তাদের কর্মবিরতি প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকার জানান, রাজ্যে অরাজক অবস্থা তৈরি হয়েছে । মন্ত্রী, পুলিশ, প্রশাসন কেউ কারও কোনও কথা শুনছে না। সাধারণ মানুষ উদ্বিগ্ন। তাঁর কথায়, "পরিষেবা ব্যাহত তো হচ্ছেই । তবে যে কোনও অজুহাতে ডাক্তারদের মারা ঠিক না । আসলে ডাক্তারদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে । তাই বাধ্য হয়েই এই পদক্ষেপ ।"


Mumbai, May 01 (ANI): The 59th Maharashtra Day celebrations held in Mumbai's Shivaji Park on Wednesday. Governor C Vidyasagar Rao was present at the celebrations. A ceremonial parade was also happened during the celebrations. The existing state of Maharashtra was founded on May 01, 1960.
Last Updated : Jun 16, 2019, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.