ETV Bharat / city

Anupam Hazra : ফেসবুক পোস্টে বাবুলকে কটাক্ষ অনুপম হাজরার, পাল্টা প্রাক্তন সাংসদের - অনুপম হাজরা

পোস্টে অনুপম লিখেছেন, ‘'গোয়ার মেয়েটা গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠাল, অথচ প্লেয়িং ১১-য়ে খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়া রাখল। ভারি অন্যায়। তীব্র প্রতিবাদ জানাই ৷’’

Anupam Hazra
ফেসবুক পোস্টে বাবুলকে কটাক্ষ অনুপম হাজরার
author img

By

Published : Nov 14, 2021, 9:19 PM IST

কলকাতা, 14 নভেম্বর : একদা নিজের সতীর্থ বাবুল সুপ্রিয়কে এবার কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সম্পাদক অনুপম হাজরা। বাবুলকে কটাক্ষ করে রবিবার ফেসবুকে একটি পোস্ট লেখেন অনুপম ৷

সেই পোস্টে লেখা, '‘গোয়ার মেয়েটা গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠাল, অথচ প্লেয়িং ১১-য়ে খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়া রাখল। ভারি অন্যায়। তীব্র প্রতিবাদ জানাই ৷’’ শনিবারই রাজ্যসভার আসনের জন্য সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা করে তৃণমূল। মনে করা হচ্ছে এই নিয়ে নাম না করে বাবুলকে বিঁধেছেন অনুপম হাজরা ৷

আরও পড়ুন : Skoch Awards : রাজ্যের শিক্ষা-পর্যটন-বন দফতর জিতল স্কচ অ্যাওয়ার্ড

তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বাবুল সুপ্রিয় ৷ এদিন এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ইটিভি ভারতকে বাবুল বলেন,"অনুপম বাচ্চা ছেলে, রাজনীতির কিছুই বোঝে না। আমি দু'বারের সাংসদ। তা হলে আমি আবার রাজ্যসভায় দাঁড়াব কেন? এটা হলে আসানসোলের মানুষকে অপমান করা হবে ৷" মাস কয়েক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল ৷ ছেড়েছেন বিজেপির টিকিটে জিতে আসা আসানসোলের সাংসদ পদও ৷

কলকাতা, 14 নভেম্বর : একদা নিজের সতীর্থ বাবুল সুপ্রিয়কে এবার কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সম্পাদক অনুপম হাজরা। বাবুলকে কটাক্ষ করে রবিবার ফেসবুকে একটি পোস্ট লেখেন অনুপম ৷

সেই পোস্টে লেখা, '‘গোয়ার মেয়েটা গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠাল, অথচ প্লেয়িং ১১-য়ে খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়া রাখল। ভারি অন্যায়। তীব্র প্রতিবাদ জানাই ৷’’ শনিবারই রাজ্যসভার আসনের জন্য সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা করে তৃণমূল। মনে করা হচ্ছে এই নিয়ে নাম না করে বাবুলকে বিঁধেছেন অনুপম হাজরা ৷

আরও পড়ুন : Skoch Awards : রাজ্যের শিক্ষা-পর্যটন-বন দফতর জিতল স্কচ অ্যাওয়ার্ড

তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বাবুল সুপ্রিয় ৷ এদিন এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ইটিভি ভারতকে বাবুল বলেন,"অনুপম বাচ্চা ছেলে, রাজনীতির কিছুই বোঝে না। আমি দু'বারের সাংসদ। তা হলে আমি আবার রাজ্যসভায় দাঁড়াব কেন? এটা হলে আসানসোলের মানুষকে অপমান করা হবে ৷" মাস কয়েক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল ৷ ছেড়েছেন বিজেপির টিকিটে জিতে আসা আসানসোলের সাংসদ পদও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.