কলকাতা, 30 অগস্ট : ফেসবুক লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা (BJP Leader Anupam Hazra) ৷ তাঁর দাবি, ‘‘বিজেপির একটা ভালো রেপুটেশন (সুনাম) আছে, আমরা জিতলে তো সরকার বানাই ৷ হারলেও সরকার বানাই ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, সোমবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ইডি-সিবিআই আবার তৃণমূলের নেতাদের হেনস্তা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন ৷
ঘটনাচক্রে পরদিনই কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (TMC Leader Abhishek Banerjee) নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ মঙ্গলবার এই নিয়ে ফেসবুক লাইভ করেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা ৷ সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি ৷
পাশাপাশি তিনি দাবি করেন, এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বলত যে ইডি-সিবিআই দিয়ে বিজেপি হেনস্তা করে ৷ কিন্তু আজ মনে হচ্ছে যে ইডি সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথা শোনে ৷ গতকাল উনি প্রকাশ্য সভা থেকে কে কে ওঁর দলে চোর তা বললেন ৷ তার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির নোটিশ পেল ৷
তাঁর আরও দাবি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ জেগে গিয়েছে ৷ এখন তৃণমূলের টিকে থাকাই মুশকিল হয়ে গিয়েছে ৷ দ্রুত সরকারের পতন হবে বলেও জানিয়েছেন তিনি ৷ এই কথা বলতে গিয়েই অনুপম দাবি করেন, ‘‘বিজেপির একটা ভালো রেপুটেশন আছে, আমরা জিতলে তো সরকার বানাই ৷ হারলেও সরকার বানাই ৷’’
প্রসঙ্গত, গত কয়েক বছরে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সরকার ফেলার অভিযোগ উঠেছে বারবার ৷ যা এখন জাতীয় রাজনীতিতে অপারেশন লোটাস (Operation Lotus) নামে পরিচিত ৷ রাজনৈতিক মহলের মতে, সেই অভিযোগই কার্যত মান্যতা পেয়ে গেল অনুপমের মন্তব্যের জেরে ৷
যদিও এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বোলপুরের প্রাক্তন সাংসদ ৷ তাঁর কথায়, বাংলায় তৃণমূল ভোট চুরি করেছিল বলে মানুষ হেরেছে ৷ ইঙ্গিত দিয়েছেন যে অন্য রাজ্যেও এমনটাই হয় ৷
এছাড়াও এদিন তিনি তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি করেন ৷ তাঁর দাবি, এখন দু’টো তৃণমূল ৷ এতদিন মমতা ঘনিষ্ঠ নেতারা জেলে গিয়েছেন ৷ এবার তৃণমূলে অভিষেক ঘনিষ্ঠ নেতারা জেলে যাবে ৷ সেই কারণে তিনি মনে করেন, মমতার কথা শুনেও ইডি নোটিশ পাঠাতে পারে ৷
অন্যদিকে জয় শাহ (Jay Shah) ইস্যুতেও অভিষেকের সমালোচনা করেছেন ৷ তাঁর কথায়, অভিষেক পড়াশোনা না করে জয় শাহের সমালোচনা করেছেন ৷ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে জয় শাহকে নিরপেক্ষ থাকতে হত, সেই কারণেই তিনি জাতীয় পতাকা হাতে নেননি ৷ অথচ তৃণমূল না জেনেই এই বিষয়ে সমালোচনা করছে ৷
আরও পড়ুন : কয়লাপাচারকাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন ইডির