ETV Bharat / city

Anup Majhi: আদালতের রক্ষাকবচ সত্ত্বেও সম্পত্তি বাজেয়াপ্তের সিদ্ধান্ত কেন, আদালতে প্রশ্ন অনুপ মাঝির - CBI

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নতুন আবেদন অনুপ মাঝির (Anup Majhi) ৷ সিবিআই (Central Bureau of Investigation) তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই পদক্ষেপ রুখতেই আদালতের দ্বারস্থ হয়েছেন অনুপ মাঝি ৷

Anup Majhi filed appeal against CBI in Coal Scam Case
Anup Majhi: আদালতের রক্ষাকবচ সত্ত্বেও সম্পত্তি বাজেয়াপ্তের সিদ্ধান্ত কেন, আদালতে প্রশ্ন অনুপ মাঝির
author img

By

Published : Jul 7, 2022, 8:42 PM IST

কলকাতা, 7 জুলাই: অনুপ মাঝির (Anup Majhi) সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই (Central Bureau of Investigation) ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করেছেন অনুপ ৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চ ৷

অনুপ মাঝির আইনজীবী দেবাশিস রায় আদালতে বলেন, যেখানে উচ্চ আদালত তাঁর মক্কেলকে রক্ষাকবচ দিয়েছে, সেখানে নিম্ন আদালতের নির্দেশ কখনও কার্যকরী হতে পারে না ৷ তাঁর যুক্তি, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই অনুপ মাঝির আইনি রক্ষাকবচ মঞ্জুর করেছে ৷ এই অবস্থায় কীভাবে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয় CBI ? তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে ব্যবস্থা নিক আদালত ৷

আরও পড়ুন: CBI Interrogates Rujira : 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেও রুজিরার জবাবে সন্তুষ্ট নয় সিবিআই

অন্যদিকে সিবিআই-এর তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, নিম্ন আদালত অনুপ মাঝির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ৷ কিন্তু, তাঁকে গ্রেফতার করা যায়নি ৷ তাই সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অনুপ মাঝির একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে ৷ সেই বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন ৷ দু'পক্ষের সওয়াল শোনার পর এদিন রায়দান স্থগিত রাখেন বিচারপতি বিবেক চৌধুরী ৷

অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে মূল অভিযোগ হল, ইসিএল-এর খনি অঞ্চলের সরকারি আধিকারিকদের সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে কয়লা পাচার (Coal Scam Case) করছিলেন তিনি ৷ পাশাপাশি, বেআইনি হোটেল ব্যবসার সঙ্গেও অনুপ জড়িত ছিলেন বলে দাবি গোয়েন্দাদের ৷

সম্প্রতি নারায়ণ নন্দ, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল ও গুরুপদ মাঝি নামে চার অনুপ ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে সিবিআই ৷ ধৃতরা আসানসোল, রানিগঞ্জ ও বাঁকুড়ায় লালার কয়লাপাচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৷

কলকাতা, 7 জুলাই: অনুপ মাঝির (Anup Majhi) সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই (Central Bureau of Investigation) ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করেছেন অনুপ ৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল বিচারপতি বিবেক চৌধুরীর সিঙ্গল বেঞ্চ ৷

অনুপ মাঝির আইনজীবী দেবাশিস রায় আদালতে বলেন, যেখানে উচ্চ আদালত তাঁর মক্কেলকে রক্ষাকবচ দিয়েছে, সেখানে নিম্ন আদালতের নির্দেশ কখনও কার্যকরী হতে পারে না ৷ তাঁর যুক্তি, কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই অনুপ মাঝির আইনি রক্ষাকবচ মঞ্জুর করেছে ৷ এই অবস্থায় কীভাবে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয় CBI ? তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে ব্যবস্থা নিক আদালত ৷

আরও পড়ুন: CBI Interrogates Rujira : 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেও রুজিরার জবাবে সন্তুষ্ট নয় সিবিআই

অন্যদিকে সিবিআই-এর তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, নিম্ন আদালত অনুপ মাঝির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ৷ কিন্তু, তাঁকে গ্রেফতার করা যায়নি ৷ তাই সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অনুপ মাঝির একাধিক ব্যাঙ্ক অ্য়াকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে ৷ সেই বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন ৷ দু'পক্ষের সওয়াল শোনার পর এদিন রায়দান স্থগিত রাখেন বিচারপতি বিবেক চৌধুরী ৷

অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে মূল অভিযোগ হল, ইসিএল-এর খনি অঞ্চলের সরকারি আধিকারিকদের সঙ্গে অবৈধ লেনদেনের মাধ্যমে কয়লা পাচার (Coal Scam Case) করছিলেন তিনি ৷ পাশাপাশি, বেআইনি হোটেল ব্যবসার সঙ্গেও অনুপ জড়িত ছিলেন বলে দাবি গোয়েন্দাদের ৷

সম্প্রতি নারায়ণ নন্দ, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল ও গুরুপদ মাঝি নামে চার অনুপ ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে সিবিআই ৷ ধৃতরা আসানসোল, রানিগঞ্জ ও বাঁকুড়ায় লালার কয়লাপাচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.