ETV Bharat / city

Anubrata Mandal skips CBI summon: গরু পাচার কাণ্ডে বারবার হাজিরা এড়াচ্ছেন অনুব্রত, নয়া প্রস্তুতিতে সিবিআই - গরু পাচার কাণ্ড

গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) বারবার হাজিরা এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal skips CBI summon)৷ এতে একেবারেই খুশি নয় সিবিআই ৷ তাই তৃণমূল নেতাকে তলবের জন্য নয়া প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷

Anubrata Mandal skips CBI summon again in cattle smuggling case
গরু পাচার কাণ্ডে বারবার হাজিরা এড়াচ্ছেন অনুব্রত, নয়া প্রস্তুতিতে সিবিআই
author img

By

Published : May 27, 2022, 2:06 PM IST

কলকাতা, 27 মে: একবার হাজিরা দিয়েই পরপর হাজিরা এড়িয়ে যাচ্ছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal skips CBI summon)। আর তাঁর এই হাজিরা এড়িয়ে যাওয়া মোটেও ভালো চোখে দেখছে না সিবিআই । ফলে গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) জিজ্ঞাসাবাদের জন্য ফের তাঁকে সময়সীমা না দিয়ে তলব করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই ।

অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal news) আইনজীবীদের দাবি, চিকিৎসকরা তাঁকে 15 দিনের জন্য বিশ্রামের নির্দেশ দিয়েছেন । ফলে তিনি আজ নিজাম প্যালেসে গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারছেন না । আজ সকালে অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ নিজাম প্যালেসের দুর্নীতি দমন শাখার গোয়েন্দাদের সঙ্গে দেখা করেন ।

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । ফলে তিনি নিজাম প্যালেসে এসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারবেন না । সিবিআইয়ের কাছে এমনটাই চিঠি দিয়ে জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী । সিবিআই সূত্রে খবর, প্রয়োজন হলে সিবিআই তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে । চিঠিতে সিবিআইয়ের কাছে এই অনুরোধ করেছেন অনুব্রত মণ্ডল ।

আরও পড়ুন: Anubrata Mandal : গরুপাচার কাণ্ডে ফের সিবিআইয়ের হাজিরা এড়ালেন অনুব্রত

যদিও অনুব্রত মণ্ডলের তরফ থেকে সিবিআইয়ের কাছে গরু পাচার কাণ্ডে 15 দিনের সময়সীমা চাওয়া হলেও, আদৌ সেই 15 দিনের সময় অনুব্রতকে দেওয়া হবে কি না, তা নিয়ে নিশ্চিত ভাবে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি সিবিআই ৷

চলতি সপ্তাহে অনুব্রত মণ্ডলের যাবতীয় ব্যবসায়ীক নথিপত্র এবং আয়কর রিটার্ন ফাইল-সহ সমস্ত নথিপত্র সিবিআইয়ের কাছে হস্তান্তর করেছেন তৃণমূল নেতা । এর আগে হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট ভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের যাবতীয় ব্যবসার নথিপত্র, আয়কর রিটার্ন ফাইল খতিয়ে দেখে সিবিআই । চলতি সপ্তাহে আদালতের নির্দেশ মেনে তৃণমূলের এই তিন হেভিওয়েট নেতার যাবতীয় ব্যবসায়িক নথিপত্র চেয়ে পাঠিয়েছিল সিবিআই ।

কলকাতা, 27 মে: একবার হাজিরা দিয়েই পরপর হাজিরা এড়িয়ে যাচ্ছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal skips CBI summon)। আর তাঁর এই হাজিরা এড়িয়ে যাওয়া মোটেও ভালো চোখে দেখছে না সিবিআই । ফলে গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) জিজ্ঞাসাবাদের জন্য ফের তাঁকে সময়সীমা না দিয়ে তলব করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই ।

অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal news) আইনজীবীদের দাবি, চিকিৎসকরা তাঁকে 15 দিনের জন্য বিশ্রামের নির্দেশ দিয়েছেন । ফলে তিনি আজ নিজাম প্যালেসে গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারছেন না । আজ সকালে অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ নিজাম প্যালেসের দুর্নীতি দমন শাখার গোয়েন্দাদের সঙ্গে দেখা করেন ।

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । ফলে তিনি নিজাম প্যালেসে এসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারবেন না । সিবিআইয়ের কাছে এমনটাই চিঠি দিয়ে জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী । সিবিআই সূত্রে খবর, প্রয়োজন হলে সিবিআই তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে । চিঠিতে সিবিআইয়ের কাছে এই অনুরোধ করেছেন অনুব্রত মণ্ডল ।

আরও পড়ুন: Anubrata Mandal : গরুপাচার কাণ্ডে ফের সিবিআইয়ের হাজিরা এড়ালেন অনুব্রত

যদিও অনুব্রত মণ্ডলের তরফ থেকে সিবিআইয়ের কাছে গরু পাচার কাণ্ডে 15 দিনের সময়সীমা চাওয়া হলেও, আদৌ সেই 15 দিনের সময় অনুব্রতকে দেওয়া হবে কি না, তা নিয়ে নিশ্চিত ভাবে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি সিবিআই ৷

চলতি সপ্তাহে অনুব্রত মণ্ডলের যাবতীয় ব্যবসায়ীক নথিপত্র এবং আয়কর রিটার্ন ফাইল-সহ সমস্ত নথিপত্র সিবিআইয়ের কাছে হস্তান্তর করেছেন তৃণমূল নেতা । এর আগে হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট ভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের যাবতীয় ব্যবসার নথিপত্র, আয়কর রিটার্ন ফাইল খতিয়ে দেখে সিবিআই । চলতি সপ্তাহে আদালতের নির্দেশ মেনে তৃণমূলের এই তিন হেভিওয়েট নেতার যাবতীয় ব্যবসায়িক নথিপত্র চেয়ে পাঠিয়েছিল সিবিআই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.