কলকাতা, 16 জুন: এবার কোরোনায় আক্রান্ত হলেন বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ । তাঁর ছেলের রিপোর্টও পজ়িটি়ভ এসেছে বলে খবর। ইতিমধ্যেই তাঁদের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।
দিন কয়েক আগে প্রথমে বিধায়কের ছেলের সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটি়ভ আসে । পরে বিধায়কেরও সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টও পজিটি়ভ এসেছে। তাঁরা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।
ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার এক বিধায়ক কোরোনায় আক্রান্ত হয়েছেন। পরে মন্ত্রী সুজিত বসুও কোরোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁরা দুজনেই সুস্থ হয়ে উঠেছেন। শোনা যাচ্ছে, ওই বিধায়ক সম্প্রতি উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের কয়েকটি বৈঠকে যোগ দিয়েছিলেন । তাঁর সংস্পর্শে এসেছেন উত্তর 24 পরগনার কয়েকজন দলীয় নেতা। কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে ।
এই প্রসঙ্গে উত্তর 24 পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “কারা ওই বিধায়কের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখে আমরা নির্দিষ্ট ব্যবস্থা নিচ্ছি।"