ETV Bharat / city

কোরোনাকে জয় করে কাজে ফিরলেন ট‍্যাংরার সার্জেন্ট

author img

By

Published : Jul 26, 2020, 9:48 AM IST

কলকাতা পুলিশের একাধিক কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ তবে আক্রান্তের সঙ্গে বাড়ছে সুস্থতার হারও ৷ এবার কোরোনামুক্ত হয়ে কাজে যোগ দিলেন সার্জেন্ট প্রীতম সরকার ।

ছবি
ছবি

কলকাতা, 26 জুলাই : কোরোনামুক্ত হয়ে 24 জুলাই কাজে যোগ দিয়েছিলেন ট্যাংরা থানার ইন্সপেক্টর মাসরেক আলি । আর গতকাল সুস্থ হয়ে কাজে যোগ দিলেন ওই থানারই সার্জেন্ট প্রীতম সরকার । তাঁকে করতালি ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানালেন কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা ।

গতকাল কোরোনায় মৃত্যু হয় কলকাতা পুলিশের আরও এক কনস্টেবলের । তথ্য বলছে, এই মুহূর্তে কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যা 850 । তার মধ্যে অনেকেই অবশ্য সুস্থ হয়ে উঠেছে । যেমন সুস্থ হলেন সার্জেন্ট প্রীতম সরকার । তিনি এই মাসের শুরুর দিকে অসুস্থ হন । তাঁর শরীরে কোরোনার উপসর্গ ধরা পড়ে । সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ।

এখনও পর্যন্ত কলকাতা পুলিশে মৃত্যু হয়েছে চারজনের । সুস্থ হয়ে উঠেছে চার OC সহ বেশিরভাগ পুলিশকর্মীর । দিন কয়েক আগে সুস্থ হয়েছিলেন আরও কয়েকজন পুলিশকর্মী । শহরের বিভিন্ন হাসপাতালে তাঁরা ভরতি ছিলেন । সুস্থ হওয়ার পর তাঁদের বরণ করে নেন সিনিয়ার পুলিশকর্মীরা ।

এদিকে গড়ফা থানার মোট 16 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হন । আক্রান্তের সংখ্যার নিরিখে একটি থানার হিসেবে তা ছিল সর্বাধিক । সেই সূত্র ধরে গড়ফা থানায় বিক্ষোভ পর্যন্ত হয় । পরে 16 জন পুলিশকর্মীই সুস্থ হয়ে ওঠেন । একই সঙ্গে DD বিল্ডিংয়ের কয়েকজন অফিসার এবং কর্মীও সুস্থ হয়েছেন ।

কলকাতা, 26 জুলাই : কোরোনামুক্ত হয়ে 24 জুলাই কাজে যোগ দিয়েছিলেন ট্যাংরা থানার ইন্সপেক্টর মাসরেক আলি । আর গতকাল সুস্থ হয়ে কাজে যোগ দিলেন ওই থানারই সার্জেন্ট প্রীতম সরকার । তাঁকে করতালি ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানালেন কলকাতা পুলিশের সিনিয়র অফিসাররা ।

গতকাল কোরোনায় মৃত্যু হয় কলকাতা পুলিশের আরও এক কনস্টেবলের । তথ্য বলছে, এই মুহূর্তে কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যা 850 । তার মধ্যে অনেকেই অবশ্য সুস্থ হয়ে উঠেছে । যেমন সুস্থ হলেন সার্জেন্ট প্রীতম সরকার । তিনি এই মাসের শুরুর দিকে অসুস্থ হন । তাঁর শরীরে কোরোনার উপসর্গ ধরা পড়ে । সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ।

এখনও পর্যন্ত কলকাতা পুলিশে মৃত্যু হয়েছে চারজনের । সুস্থ হয়ে উঠেছে চার OC সহ বেশিরভাগ পুলিশকর্মীর । দিন কয়েক আগে সুস্থ হয়েছিলেন আরও কয়েকজন পুলিশকর্মী । শহরের বিভিন্ন হাসপাতালে তাঁরা ভরতি ছিলেন । সুস্থ হওয়ার পর তাঁদের বরণ করে নেন সিনিয়ার পুলিশকর্মীরা ।

এদিকে গড়ফা থানার মোট 16 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হন । আক্রান্তের সংখ্যার নিরিখে একটি থানার হিসেবে তা ছিল সর্বাধিক । সেই সূত্র ধরে গড়ফা থানায় বিক্ষোভ পর্যন্ত হয় । পরে 16 জন পুলিশকর্মীই সুস্থ হয়ে ওঠেন । একই সঙ্গে DD বিল্ডিংয়ের কয়েকজন অফিসার এবং কর্মীও সুস্থ হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.