ETV Bharat / city

কোরোনামুক্ত কলকাতা পুলিশের আরও এক কর্মী

author img

By

Published : Jun 17, 2020, 7:06 AM IST

কোরোনামুক্ত হলেন রিজেন্ট পার্ক থানার আর এক পুলিশ কর্মী । গতকাল হাসপাতাল থেকে ছুটি পান তিনি । এর আগে কোরোনামুক্ত হয়েছেন এই থানার সাব-ইন্সপেক্টর কুণাল বারিক এবং কনস্টেবল গৌতম গড়াই ।

ছবি
ছবি

কলকাতা, 17 জুন : কোরোনায় মৃত্যু হয়েছে দু'জনের । লালবাজারের আধিকারিকরা তা মানতে পারেননি । তবে সুখবরও আছে । এই মুহূর্তে সক্রিয় কোরোনা রোগীর থেকে সুস্থ হওয়া পুলিশকর্মীর সংখ্যা অনেকটাই বেড়েছে । গতকাল সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরও এক পুলিশকর্মী। তাঁকে পুষ্পস্তবক এবং করতালি দিয়ে বরণ করা হয় ।


রিজেন্ট পার্ক থানার কয়েকজন পুলিশ কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । চলতি মাসের শুরুতে কনস্টেবল সুশান্ত রায় অসুস্থ হন । ক্রমশ তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা যায়। সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁকে ভরতি করা হয় বেলেঘাটা ID হাসপাতলে। সেখানে চিকিৎসায় ক্রমশ সাড়া দেন তিনি । গতকাল পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন । এর আগে কোরোনামুক্ত হয়েছেন এই থানার সাব-ইন্সপেক্টর কুণাল বারিক এবং কনস্টেবল গৌতম গড়াই।


লকডাউনে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে কলকাতা পুলিশ । একদিকে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে চিহ্নিত করে প্রয়োজনে গ্রেপ্তার করছে । প্রতিটি গাড়ি পরীক্ষার পাশাপাশি রাস্তায় থুতু ফেলছেন যাঁরা তাঁদের চিহ্নিতকরণও করছে । আবার শহরবাসীকে সবরকম ভাবে সাহায্যও করছেন পুলিশকর্মীরা । দরিদ্রদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও করছেন। আর এরই মাঝে কোরোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের একের পর এক কর্মী ।

কলকাতা, 17 জুন : কোরোনায় মৃত্যু হয়েছে দু'জনের । লালবাজারের আধিকারিকরা তা মানতে পারেননি । তবে সুখবরও আছে । এই মুহূর্তে সক্রিয় কোরোনা রোগীর থেকে সুস্থ হওয়া পুলিশকর্মীর সংখ্যা অনেকটাই বেড়েছে । গতকাল সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরও এক পুলিশকর্মী। তাঁকে পুষ্পস্তবক এবং করতালি দিয়ে বরণ করা হয় ।


রিজেন্ট পার্ক থানার কয়েকজন পুলিশ কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । চলতি মাসের শুরুতে কনস্টেবল সুশান্ত রায় অসুস্থ হন । ক্রমশ তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা যায়। সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁকে ভরতি করা হয় বেলেঘাটা ID হাসপাতলে। সেখানে চিকিৎসায় ক্রমশ সাড়া দেন তিনি । গতকাল পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন । এর আগে কোরোনামুক্ত হয়েছেন এই থানার সাব-ইন্সপেক্টর কুণাল বারিক এবং কনস্টেবল গৌতম গড়াই।


লকডাউনে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে কলকাতা পুলিশ । একদিকে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে চিহ্নিত করে প্রয়োজনে গ্রেপ্তার করছে । প্রতিটি গাড়ি পরীক্ষার পাশাপাশি রাস্তায় থুতু ফেলছেন যাঁরা তাঁদের চিহ্নিতকরণও করছে । আবার শহরবাসীকে সবরকম ভাবে সাহায্যও করছেন পুলিশকর্মীরা । দরিদ্রদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও করছেন। আর এরই মাঝে কোরোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের একের পর এক কর্মী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.