ETV Bharat / city

এম আর বাঙুরে কোরোনায় মৃত সোনারপুরের চিকিৎসক - doctor death

সোনারপুরে এই চিকিৎসক প্রাইভেট প্র‍্যাকটিস করতেন। কিছু দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। COVID-19 টেস্টের রিপোর্টে দেখা যায় এই চিকিৎসক কোরোনা আক্রান্ত । প্রথমে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। এ দিকে, কোমরবিডিটি হিসাবে এই চিকিৎসকের ব্লাড সুগারের সমস্যা ছিল।

corona
corona
author img

By

Published : Aug 17, 2020, 5:52 AM IST

Updated : Aug 17, 2020, 6:21 AM IST

কলকাতা, 17 অগাস্ট : COVID-19-এ আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হল কলকাতায়। ৫৮ বছর বয়সি মৃত এই চিকিৎসক সোনারপুর অঞ্চলের বাসিন্দা ছিলেন। ৫ অগাস্ট থেকে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। এই হাসপাতালে তাঁর মৃত্যু হয়‌।

জানা গিয়েছে, সোনারপুরে এই চিকিৎসক প্রাইভেট প্র‍্যাকটিস করতেন। কিছু দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। COVID-19 টেস্টের রিপোর্টে দেখা যায় এই চিকিৎসক কোরোনা আক্রান্ত । প্রথমে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। এ দিকে, কোমরবিডিটি হিসাবে এই চিকিৎসকের ব্লাড সুগারের সমস্যা ছিল। এর জন্য বাড়ি থেকে তাঁকে সোনারপুরের একটি সেফ হোমে রাখা হয়েছিল । এর পরে ওই সেফ হোম থেকে গত ৫ অগাস্ট তাঁকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

এম আর বাঙুর হাসপাতালে গত ১৩ অগাস্ট এই চিকিৎসক শৌচাগারে যাওয়ার সময় পড়ে গিয়েছিলেন। এর পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর শরীরে অক্সিজেন কমতে থাকে। এই চিকিৎসককে তখন জেনারেল ওয়ার্ডে থেকে ICU-তে স্থানান্তর করা হয়। তবে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এই চিকিৎসককে ভেন্টিলেটরের সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, ভেন্টিলেটরের সাপোর্টে রাখার আগেই মৃত্যু হয় ওই চিকিৎসকের ।

কলকাতা, 17 অগাস্ট : COVID-19-এ আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হল কলকাতায়। ৫৮ বছর বয়সি মৃত এই চিকিৎসক সোনারপুর অঞ্চলের বাসিন্দা ছিলেন। ৫ অগাস্ট থেকে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। এই হাসপাতালে তাঁর মৃত্যু হয়‌।

জানা গিয়েছে, সোনারপুরে এই চিকিৎসক প্রাইভেট প্র‍্যাকটিস করতেন। কিছু দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। COVID-19 টেস্টের রিপোর্টে দেখা যায় এই চিকিৎসক কোরোনা আক্রান্ত । প্রথমে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। এ দিকে, কোমরবিডিটি হিসাবে এই চিকিৎসকের ব্লাড সুগারের সমস্যা ছিল। এর জন্য বাড়ি থেকে তাঁকে সোনারপুরের একটি সেফ হোমে রাখা হয়েছিল । এর পরে ওই সেফ হোম থেকে গত ৫ অগাস্ট তাঁকে এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

এম আর বাঙুর হাসপাতালে গত ১৩ অগাস্ট এই চিকিৎসক শৌচাগারে যাওয়ার সময় পড়ে গিয়েছিলেন। এর পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর শরীরে অক্সিজেন কমতে থাকে। এই চিকিৎসককে তখন জেনারেল ওয়ার্ডে থেকে ICU-তে স্থানান্তর করা হয়। তবে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এই চিকিৎসককে ভেন্টিলেটরের সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, ভেন্টিলেটরের সাপোর্টে রাখার আগেই মৃত্যু হয় ওই চিকিৎসকের ।

Last Updated : Aug 17, 2020, 6:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.