ETV Bharat / city

ফের কোরোনা ভাইরাসের হানা জাদুঘরে - ভারতীয় জাদুঘরে কোরোনা ভাইরাস

আপাতত ভারতীয় জাদুঘরের দপ্তর বন্ধ রয়েছে । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মচারীদের আসতে নিষেধ করা হয়েছে । ইতিমধ্যেই ভারতীয় জাদুঘরের আধিকারিক এবং কর্মচারীদের মেইল মারফত কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে ।

Indian Museum
ছবি
author img

By

Published : May 12, 2020, 10:59 PM IST

কলকাতা, 12 মে : ভারতীয় জাদুঘরে ফের আক্রান্ত হলেন এক CISF জওয়ান । প্রবল জ্বর নিয়ে গতকাল হাসপাতালে ভরতি হন CISF -এর 57 বছর বয়সি প্রৌঢ় । আজ নমুনা পরীক্ষার পর কোরোনা ভাইরাসের সংক্রমণ মেলে তাঁর দেহে। এই নিয়ে ভারতীয় জাদুঘরের পরপর দু'জন CISF জওয়ান কোরোনা রোগে আক্রান্ত হলেন । প্রথম যে CISF জওযানের দেহে ভাইরাসের হদিস মিলেছিল তিনি আগেই মারা গেছেন।

ভারতীয় জাদুঘর থেকে গতকাল 22 জন CISF জওয়ানের সোয়াব টেস্ট হয়েছিল । আরও পাঁচজন CISF জওয়ানকে কিছুদিন আগে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের নমুনার রিপোর্ট এখনও আসেনি । ইতিমধ্যেই মোট ৪০ জন CISF জওয়ানের পরীক্ষা হয়েছে ।

জাদুঘরের অধিকর্তা অরিজিৎ দত্ত চৌধুরি জানিয়েছেন, "পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। জাদুঘর চত্বরে ইতিমধ্যেই জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । CISF ব্যারাক চত্বরে নিয়মিত জীবাণুনাশক স্প্রে হচ্ছে । আপাতত ভারতীয় জাদুঘরের দপ্তর বন্ধ রয়েছে । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মচারীদের আসতে নিষেধ করা হয়েছে । ইতিমধ্যেই ভারতীয় জাদুঘরের আধিকারিক এবং কর্মচারীদের মেইল মারফত কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে ।"

কলকাতা, 12 মে : ভারতীয় জাদুঘরে ফের আক্রান্ত হলেন এক CISF জওয়ান । প্রবল জ্বর নিয়ে গতকাল হাসপাতালে ভরতি হন CISF -এর 57 বছর বয়সি প্রৌঢ় । আজ নমুনা পরীক্ষার পর কোরোনা ভাইরাসের সংক্রমণ মেলে তাঁর দেহে। এই নিয়ে ভারতীয় জাদুঘরের পরপর দু'জন CISF জওয়ান কোরোনা রোগে আক্রান্ত হলেন । প্রথম যে CISF জওযানের দেহে ভাইরাসের হদিস মিলেছিল তিনি আগেই মারা গেছেন।

ভারতীয় জাদুঘর থেকে গতকাল 22 জন CISF জওয়ানের সোয়াব টেস্ট হয়েছিল । আরও পাঁচজন CISF জওয়ানকে কিছুদিন আগে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের নমুনার রিপোর্ট এখনও আসেনি । ইতিমধ্যেই মোট ৪০ জন CISF জওয়ানের পরীক্ষা হয়েছে ।

জাদুঘরের অধিকর্তা অরিজিৎ দত্ত চৌধুরি জানিয়েছেন, "পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। জাদুঘর চত্বরে ইতিমধ্যেই জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে । CISF ব্যারাক চত্বরে নিয়মিত জীবাণুনাশক স্প্রে হচ্ছে । আপাতত ভারতীয় জাদুঘরের দপ্তর বন্ধ রয়েছে । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মচারীদের আসতে নিষেধ করা হয়েছে । ইতিমধ্যেই ভারতীয় জাদুঘরের আধিকারিক এবং কর্মচারীদের মেইল মারফত কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.