কলকাতা, 1 অগাস্ট : এবার কোরোনায় মৃত্যু হল বিধাননগরের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখার এক আধিকারিকের ৷ নাম অরিন্দম ভট্টাচার্য । গত শনিবার তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । গতরাতে মৃত্যু হয় তাঁর ।
কোরোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কের শাখাগুলিতে কর্মী সংখ্যা কমানো হয়েছে । যদিও রাজ্যের প্রায় সবকটি ব্যাঙ্কের একাধিক কর্মী ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন । এই নিয়ে কোরোনায় 14 জন ব্যাঙ্ককর্মীর মৃত্যু হল । নদিয়ার কল্যাণীর বাসিন্দা অরিন্দম ভট্টাচার্যের স্ত্রী ও দু'বছরের কন্যাসন্তান রয়েছে । সম্প্রতি তিনি কল্যাণীতে স্টেট ব্যাঙ্কের শাখায় ট্রান্সফার হয়েছিলেন । সেখান কাজে যোগ দেওয়ার দু'সপ্তাহ আগেই তাঁর জ্বর শুরু হয় । তীব্র শ্বাসকষ্টও শুরু হয় ৷ জ্বর বেড়ে যাওয়ায় গত শনিবার তাঁকে ভরতি করা হয় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে । আর শুক্রবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷
এদিকে ব্যাঙ্কের লেনদেনের সময় কমানোর জন্য দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক অফিসার্স সংগঠনের তরফে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে ।