কলকাতা, 5 জুলাই: জিটিএ নির্বাচনে জয়ের পর মঙ্গলবার কলকাতায় এলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি এবং জিটিএ'র ভাবি চেয়ারম্যান অনিত থাপা । বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জিটিএ-সহ পাহাড় সংক্রান্ত বেশকিছু বিষয় নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর ৷ মনে করা হচ্ছে আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনিত থাপার বৈঠকের পর জিটিএ বোর্ড গঠন নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে নবান্ন ৷
দমদম বিমানবন্দরে নামার পর এদিন অনিত থাপা বলেন, "কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে । সেইজন্য কলকাতায় এসেছি । সৌজন্যমূলক সাক্ষাৎ রয়েছে, জিটিএ নির্বাচনের পর রাজ্য সরকারের সঙ্গে কথা বলার জন্য এসেছি । জিটিএ'তে আগে আমাদের সিস্টেম ঠিক করতে হবে । পাহাড়ের সিস্টেম পুরো ভেঙে পড়েছে । পঞ্চায়েতের ব্যবস্থা নেই, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নেই, মোটামুটি পুরো সিস্টেম ভেঙে পড়েছে প্রথমে এই সিস্টেম ঠিক করতে হবে ।"
জিটিএ নির্বাচনে সাফল্য প্রসঙ্গে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি বলেন,"আমাদের একটা বিষয়ই মাথায় ছিল যতক্ষণ না আমরা সরকারের সঙ্গে মিলে কাজ করব, পাহাড়ে উন্নয়ন হবে না ৷ বেকারত্বের সমস্যার সমাধান হবে না ৷ পাঁচ বছর আমরা এই নিয়ে সংঘর্ষ করেছি ৷ এখন মানুষ বুঝতে শিখেছে ।" গোর্খাল্যান্ড নিয়ে তিনি বলেন, "গোর্খাদের জন্য গোর্খাল্যান্ড তো আছে । কিন্তু যতক্ষণ না-হচ্ছে ততক্ষণ যে সিস্টেম আছে সেই সিস্টেমে কাজ করতে হবে ।
আরও পড়ুন : দলের সঙ্গে আলোচনা করে বোর্ড গঠন হবে, নির্বাচনে জিতে জানালেন অনিত থাপা
আলাদা রাজ্য প্রসঙ্গ অনিত থাপা বলেন, "এই সেন্টিমেন্ট তো আমাদের ওখানে আছে । কিন্তু বিজেপি সাংসদ রাজু বিস্তা এখন বলছেন এই বিষয়ে কথা না বলতে, কী করব ? মুখ্যমন্ত্রী তো অন্তত সততার সঙ্গে বলছেন হবে না ৷ অন্তত মুখ্যমন্ত্রী তো গোর্খাদের প্রতি অনেস্ট আছে । উনি তো সততার সঙ্গে বলছেন যা হবে দেবেন, যেটা হবে না সেটা দিতে পারবেন না । অন্তত উনি সৎ। গোর্খারা পনেরো বছর বিজেপিকে ভোট দিয়ে কী পেয়েছে !"
এবারের জিটিএ নির্বাচনে 45টি আসনের মধ্যে 27টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচনে জয়ী হয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । অন্যদিকে তৃণমূল কংগ্রেস পাঁচটি এবং অজয় এডওয়ার্ডের হামরো পার্টি আটটি আসনে জয়ী হয়েছে ।