ETV Bharat / city

Anish Khan Death Case : আনিশের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি নিয়ে ডিভিশন বেঞ্চে সালেম খান - আনিশের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি নিয়ে ডিভিশন বেঞ্চে সালেম খান

হাওড়ার আমতার বাসিন্দা আনিশ খানের অস্বাভাবিক মৃত্যু (Anish Khan Death Case) নিয়ে সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার ৷ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দেয় ৷ তার পর আনিশের বাবা সালেম খান ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন ওই রায়ের বিরুদ্ধে (Anish Khan Father Appeals to Calcutta HC Division Bench for CBI Investigation) ৷

anish-khan-father-appeals-to-calcutta-hc-division-bench-for-cbi-investigation
Anish Khan Death Case : আনিশের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি নিয়ে ডিভিশন বেঞ্চে সালেম খান
author img

By

Published : Jun 29, 2022, 6:02 PM IST

কলকাতা, 29 জুন : আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুর ঘটনায় (Anish Khan Death Case) ফের সিবিআই তদন্তের দাবি জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আনিশ খানের বাবা সালেম খান । আজ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি পেয়েছেন তিনি ।

দীর্ঘদিন ধরে দু’পক্ষের বক্তব্য শোনার পর গত 21 জুন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে জানান, সিটই এই মামলার তদন্ত করে চার্জশিট পেশ করবে । সিবিআই (CBI) তদন্তে আর্জি খারিজ করে দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধেই আপিল করলেন আনিশের বাবা ।

অভিযোগ, গত 18 ফেব্রুয়ারি রাতে ছাত্রনেতা আনিশ খানের বাড়িতে পুলিশ যায় বিনা নোটিশে । আমতা থানার পুলিশ, মূলত সিভিক ভলান্টিয়ারদের সেদিন রাতে আনিশ খানের বাড়িতে পাঠায় । তারপরই বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিশের ৷ কিন্তু কিভাবে মারা গেলেন আনিশ, তা স্পষ্ট নয় এখনও ৷

Anish Khan Death Case : আনিশের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি নিয়ে ডিভিশন বেঞ্চে সালেম খান

আনিশের বাবা প্রথম থেকেই অভিযোগ করছেন, পুলিশের সামনে আনিশের মৃত্যু হলেও পুলিশ তাঁকে (আনিশ) হাসপাতালে না নিয়ে গিয়ে সেখান থেকে পালিয়েছিল । তাঁকে পুলিশ পেছন থেকে ঠেলে ফেলে দিয়েছিল । যদিও রাজ্যের তরফে সমস্তটাই অস্বীকার করা হয় । বিচারপতি মান্থা নথির ভিত্তিতে নির্দেশ দেন সিবিআই নয়, রাজ্য পুলিশের সিটই তদন্ত করুক ।

আরও পড়ুন : Anis Khan Death case: সিবিআই নয়, আনিশ খানের মৃত্যুর তদন্তে সিটেই আস্থা হাইকোর্টের

কলকাতা, 29 জুন : আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুর ঘটনায় (Anish Khan Death Case) ফের সিবিআই তদন্তের দাবি জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আনিশ খানের বাবা সালেম খান । আজ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি পেয়েছেন তিনি ।

দীর্ঘদিন ধরে দু’পক্ষের বক্তব্য শোনার পর গত 21 জুন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে জানান, সিটই এই মামলার তদন্ত করে চার্জশিট পেশ করবে । সিবিআই (CBI) তদন্তে আর্জি খারিজ করে দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধেই আপিল করলেন আনিশের বাবা ।

অভিযোগ, গত 18 ফেব্রুয়ারি রাতে ছাত্রনেতা আনিশ খানের বাড়িতে পুলিশ যায় বিনা নোটিশে । আমতা থানার পুলিশ, মূলত সিভিক ভলান্টিয়ারদের সেদিন রাতে আনিশ খানের বাড়িতে পাঠায় । তারপরই বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিশের ৷ কিন্তু কিভাবে মারা গেলেন আনিশ, তা স্পষ্ট নয় এখনও ৷

Anish Khan Death Case : আনিশের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি নিয়ে ডিভিশন বেঞ্চে সালেম খান

আনিশের বাবা প্রথম থেকেই অভিযোগ করছেন, পুলিশের সামনে আনিশের মৃত্যু হলেও পুলিশ তাঁকে (আনিশ) হাসপাতালে না নিয়ে গিয়ে সেখান থেকে পালিয়েছিল । তাঁকে পুলিশ পেছন থেকে ঠেলে ফেলে দিয়েছিল । যদিও রাজ্যের তরফে সমস্তটাই অস্বীকার করা হয় । বিচারপতি মান্থা নথির ভিত্তিতে নির্দেশ দেন সিবিআই নয়, রাজ্য পুলিশের সিটই তদন্ত করুক ।

আরও পড়ুন : Anis Khan Death case: সিবিআই নয়, আনিশ খানের মৃত্যুর তদন্তে সিটেই আস্থা হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.