কলকাতা, 29 জুন : আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুর ঘটনায় (Anish Khan Death Case) ফের সিবিআই তদন্তের দাবি জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আনিশ খানের বাবা সালেম খান । আজ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি পেয়েছেন তিনি ।
দীর্ঘদিন ধরে দু’পক্ষের বক্তব্য শোনার পর গত 21 জুন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশে জানান, সিটই এই মামলার তদন্ত করে চার্জশিট পেশ করবে । সিবিআই (CBI) তদন্তে আর্জি খারিজ করে দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধেই আপিল করলেন আনিশের বাবা ।
অভিযোগ, গত 18 ফেব্রুয়ারি রাতে ছাত্রনেতা আনিশ খানের বাড়িতে পুলিশ যায় বিনা নোটিশে । আমতা থানার পুলিশ, মূলত সিভিক ভলান্টিয়ারদের সেদিন রাতে আনিশ খানের বাড়িতে পাঠায় । তারপরই বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় আনিশের ৷ কিন্তু কিভাবে মারা গেলেন আনিশ, তা স্পষ্ট নয় এখনও ৷
আনিশের বাবা প্রথম থেকেই অভিযোগ করছেন, পুলিশের সামনে আনিশের মৃত্যু হলেও পুলিশ তাঁকে (আনিশ) হাসপাতালে না নিয়ে গিয়ে সেখান থেকে পালিয়েছিল । তাঁকে পুলিশ পেছন থেকে ঠেলে ফেলে দিয়েছিল । যদিও রাজ্যের তরফে সমস্তটাই অস্বীকার করা হয় । বিচারপতি মান্থা নথির ভিত্তিতে নির্দেশ দেন সিবিআই নয়, রাজ্য পুলিশের সিটই তদন্ত করুক ।
আরও পড়ুন : Anis Khan Death case: সিবিআই নয়, আনিশ খানের মৃত্যুর তদন্তে সিটেই আস্থা হাইকোর্টের