কলকাতা, 18 নভেম্বর : আনন্দপুরের একটি অভিজাত আবাসনে লুটের ঘটনার প্রায় দু'বছর পর গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনায় সঞ্জু রায় নামে এক ব্যক্তিকে বেহালার সিরিটি শ্মশান এলাকা থেকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা।
2020 সালে জানুয়ারি মাসে আনন্দপুরের ওই অভিজাত আবাসনে একাই ছিলেন মীনাক্ষী সরকার(73) নামে এক বৃদ্ধা। অভিযোগ আচমকাই দুই যুবক ওই বৃদ্ধার বাড়িতে আসে। তারা জ্যাকেট পরে ছিল। অভিযোগ, সেই জ্যাকেটে লেখা ছিল কলকাতা পুরসভা। তারা বলে জলের শুদ্ধতা পরীক্ষার জন্য এসেছে। বৃদ্ধা দরজা খুলতেই তারা ওই বৃদ্ধার মুখ চেপে ধরে তাঁকে ধারালো অস্ত্র দেখিয়ে হিরের গয়না সহ একাধিক সোনার গয়না সহ মোট লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে পালায়।
আরও পড়ুন: রাজ্যে ফিরছে শীতের আমেজ, ঝকঝকে আকাশ আজও
সেই ঘটনায় আনন্দপুর থানা থেকে তদন্তভার নিজেদের হাতে নেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। বেহালা থেকে আজ এই ঘটনার একজন অভিযুক্তকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতকে জেরা করে ঘটনার বিষয়ে আরও তথ্য সামনে আসবে বলেই মনে করছেন গোয়েন্দারা ৷