কলকাতা, 28 ফেব্রুয়ারি : 1 মার্চ রবিবার রাজ্যে আসছেন BJP নেতা অমিত শাহ ও BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । হাতে মাত্র একদিন সময় । শহিদ মিনারে চলছে জোরকদমে প্রস্তুতি । আজ সারারাত কাজ হবে । কাল রাজ্য BJP-র হাতে তুলে দেওয়া হবে মঞ্চটি । পৌরভোটের আগে BJP-র দুই শীর্ষ নেতা অমিত শাহ ও জেপি নাড্ডাকে দিয়ে জনসভা করে প্রচারে ঝড় তুলতে চাইছে BJP ।
মূল মঞ্চটি তৈরি হচ্ছে জার্মান হ্যাঙ্গার দিয়ে । মূল মঞ্চের পাশে আরও একটি ছোট মঞ্চ হবে । মূল মঞ্চটি 40 ফুট লম্বা, চওড়া 24 ফুট, উচ্চতা 6 ফুট । ছোট মঞ্চটি লম্বা 50 ফুট, চওড়া 16 ফুট, উচ্চতা 6 ফুট । মূল মঞ্চে থাকবেন অমিত শাহ এবং BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ সেই সঙ্গে থাকবেন রাজ্য BJP-র নেতৃত্বরা ৷ থাকবেন মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহারা ।
দ্বিতীয় মঞ্চটি করা হয়েছে BJP-র সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিদের জন্য । মঞ্চের পিছনে একটি বিশ্রামাগারও করা হচ্ছে । শহিদ মিনার চত্বরে মোট 6টি জায়েন্ট স্ক্রিন বসানো হচ্ছে । BJP-র রাজ্য কমিটির সদস্য বিজয় ওঝা বলেন, "আজ সারারাত কাজ হবে । কাল মঞ্চটি রাজ্য BJP-র হাতে তুলে দেওয়া হবে । মঞ্চের পিছন দিকটি আচ্ছাদন দিয়ে ঘেরা হচ্ছে ৷ জোরদার প্রস্তুতি চলছে ৷"