কলকাতা, 30 অক্টোবর : জে পি নাড্ডার বদলে রাজ্যে আসছেন অমিত শাহ । 5 ও 6 নভেম্বর দু'টি সাংগঠনিক বৈঠক করবেন তিনি । 5 নভেম্বর বৈঠক হবে বর্ধমানে । সেখানে মেদিনীপুর ও বর্ধমান জ়োনের বৈঠক হবে । 6 নভেম্বর বৈঠক হবে কলকাতায় । সেখানে নবদ্বীপ ও কলকাতা জ়োনের সাংগঠনিক বৈঠক হবে ।
BJP সূত্রে খবর, অমিত শাহ মূলত দলের সাংগঠনিক বিষয়গুলি নিয়ে বিস্তারিত রিপোর্ট নেবেন । দলের মধ্যে মুকুল রায় ও দিলীপ ঘোষ গোষ্ঠীকে কড়া বার্তা দিতে পারেন বলেও মনে করছেন অনেকে । প্রসঙ্গত, সুব্রত চট্টোপাধ্যায়কে BJP-র সাধারণ সম্পাদক (সংগঠন)-এর পদ থেকে সদ্য সরিয়ে দেওয়া পর অমিত শাহের এই সফর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ।
জানা গেছে, অমিত শাহ তাঁর বঙ্গ সফরে দিল্লি থেকে একটি IT টিম নিয়ে আসছেন । এই IT টিম 294টি বিধানসভা কেন্দ্রে সমীক্ষা করবে বলে খবর । BJP-র সাধারন সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, মূলত সাংগঠনিক বৈঠকের জন্যই রাজ্য সফরে আসছেন অমিত শাহ ।
আরও পড়ুন : 6 নভেম্বর রাজ্যে জেপি নাড্ডা
6 নভেম্বর দু'দিনের সফরে রাজ্যে আসার কথা ছিল BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার । রাজ্যে দু'টি বৈঠক করার কথা ছিল তাঁর । একটি বৈঠক বর্ধমান জ়োনে ও অন্যটি মেদিনীপুর জ়োনে । এবার তাঁর বদলে রাজ্যে আসছেন অমিত শাহ ।