ETV Bharat / city

1 মার্চ কলকাতায় আসছেন অমিত শাহ - রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কলকাতা পৌরসভা নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে দেখছে রাজ্য BJP নেতৃত্ব ৷ তাই আগে থেকেই দলীয় নেতৃত্বকে প্রস্তুত করতে এখন থেকেই ময়দানে নামতে চাইছেন অমিত শাহ, মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷

amit shah
অমিত শাহ
author img

By

Published : Feb 15, 2020, 6:58 PM IST

Updated : Feb 15, 2020, 7:09 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : কলকাতা পৌরনিগম নির্বাচনের আগে দামামা বাজাতে 1 মার্চ শহরে আসছেন অমিত শাহ । এপ্রিল-মে মাসে রাজ্যে পৌরভোট হওয়ার সম্ভাবনা । তাই তার আগে অমিত শাহের রাজ্য সফরকে খুবই উল্লেখযোগ্য বলে মনে করছে বঙ্গ BJP । BJP সূত্রে খবর, NRC ও CAA-এর সমর্থনে কলকাতায় একটি জনসভা করবেন শাহ । BJP-র পক্ষ থেকে তাঁকে CAA পাশ করানোর জন্য সংবর্ধনা দেওয়া হবে ।

2021-এর বিধানসভা ভোটের আগে রাজ্যে পৌরভোট । এই ভোটকে সেমিফাইনাল হিসেবে দেখছে রাজ্য BJP নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, দিল্লি বিধানসভা নির্বাচনে অনেক দেরিতে প্রচার শুরু করেছিল BJP ৷ ফলাফল বেরোনোর পর দেখা যায়, আশানুরূপ ফল করতে পারেনি তারা ৷ সেখান থেকে শিক্ষা নিয়ে এরাজ্যের পৌরসভা নির্বাচনে আগে থেকে প্রচার শুরু করতে চাইছে তারা । BJP সূত্রে খবর, একদিকে কলকাতা পৌরভোট ও অন্যদিকে CAA ও NRC নিয়ে কলকাতার মানুষের মন বুঝতে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ ।

এই বিষয়ে BJP-রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "পয়লা মার্চ অমিত শাহ কলকাতা সফরে আসছেন। কলকাতাতে একটি জনসভায় তিনি যোগ দেবেন । কিন্তু কলকাতার কোথায় তিনি জনসভা করবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । এবার কলকাতা পৌরনিগমের আগে কলকাতা উত্তর এবং কলকাতার দক্ষিণ সাংগঠনিক জেলার প্রতিটি বুথস্তরের কার্যকর্তাদের এই জনসভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।"

কলকাতা, 15 ফেব্রুয়ারি : কলকাতা পৌরনিগম নির্বাচনের আগে দামামা বাজাতে 1 মার্চ শহরে আসছেন অমিত শাহ । এপ্রিল-মে মাসে রাজ্যে পৌরভোট হওয়ার সম্ভাবনা । তাই তার আগে অমিত শাহের রাজ্য সফরকে খুবই উল্লেখযোগ্য বলে মনে করছে বঙ্গ BJP । BJP সূত্রে খবর, NRC ও CAA-এর সমর্থনে কলকাতায় একটি জনসভা করবেন শাহ । BJP-র পক্ষ থেকে তাঁকে CAA পাশ করানোর জন্য সংবর্ধনা দেওয়া হবে ।

2021-এর বিধানসভা ভোটের আগে রাজ্যে পৌরভোট । এই ভোটকে সেমিফাইনাল হিসেবে দেখছে রাজ্য BJP নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, দিল্লি বিধানসভা নির্বাচনে অনেক দেরিতে প্রচার শুরু করেছিল BJP ৷ ফলাফল বেরোনোর পর দেখা যায়, আশানুরূপ ফল করতে পারেনি তারা ৷ সেখান থেকে শিক্ষা নিয়ে এরাজ্যের পৌরসভা নির্বাচনে আগে থেকে প্রচার শুরু করতে চাইছে তারা । BJP সূত্রে খবর, একদিকে কলকাতা পৌরভোট ও অন্যদিকে CAA ও NRC নিয়ে কলকাতার মানুষের মন বুঝতে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ ।

এই বিষয়ে BJP-রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "পয়লা মার্চ অমিত শাহ কলকাতা সফরে আসছেন। কলকাতাতে একটি জনসভায় তিনি যোগ দেবেন । কিন্তু কলকাতার কোথায় তিনি জনসভা করবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । এবার কলকাতা পৌরনিগমের আগে কলকাতা উত্তর এবং কলকাতার দক্ষিণ সাংগঠনিক জেলার প্রতিটি বুথস্তরের কার্যকর্তাদের এই জনসভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।"

Last Updated : Feb 15, 2020, 7:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.