ETV Bharat / city

পুজো উদ্বোধনে 1 অক্টোবর কলকাতায় অমিত শাহ - কলকাতায় অমিত শাহ

দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতা আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ দু'দিনের সফরে 1 অক্টোবর তিনি কলকাতায় পৌঁছাবেন ৷

অমিত শাহ
author img

By

Published : Sep 18, 2019, 2:49 AM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : দুর্গাপুজোর উদ্বোধন করতে কলকাতায় আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । 1 অক্টোবর দু’দিনের সফরে রাজ্যে আসবেন তিনি । মঙ্গলবার BJP-র রাজ্য দপ্তরে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে একটি বৈঠক হয় ।‌ বৈঠকে অমিত শাহের সফর নিয়ে আলোচনা হয় ৷ দু'দিনের সফরে BJP-র সর্বভারতীয় সভাপতি কর্মসূচি চূড়ান্ত করার পর বিষয়টি অমিত শাহের দপ্তরে পাঠানো হয়েছে ।

BJP সূত্রে জানা গেছে, লেক টেরেস ফ্রেন্ডস ক্লাবের ইউনিট ফ্রেন্ডস ইউনিয়নের পুজো উদ্বোধন করতে রাজ্যে আসবেন অমিত শাহ । ক্লাবের সম্পাদক শুভ্রশংকর বোস অমিত শাহকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান । সেই আবেদনে সাড়া দিয়েই রাজ্য সফরে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি ।

জানা গেছে, দুর্গাপুজোর উদ্বোধনের পাশাপাশি NRC নিয়ে একটি আলোচনা সভাতেও যোগ দেবেন BJP-র সর্বভারতীয় সভাপতি । করতে পারেন সাংগঠনিক বৈঠকও । সম্প্রতি BJP-র সাংগঠনিক নির্বাচন শুরু হয়েছে । আগামী ডিসেম্বর পর্যন্ত সেই নির্বাচন চলবে । মূলত সংগঠন কী ভাবে চলছে এবং আগামী দিনে কোন পথে চলবে, তা নিয়েই রাজ্যের নেতাদের সঙ্গে ওই বৈঠক করবেন অমিত শাহ ।

কলকাতা, 18 সেপ্টেম্বর : দুর্গাপুজোর উদ্বোধন করতে কলকাতায় আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । 1 অক্টোবর দু’দিনের সফরে রাজ্যে আসবেন তিনি । মঙ্গলবার BJP-র রাজ্য দপ্তরে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে একটি বৈঠক হয় ।‌ বৈঠকে অমিত শাহের সফর নিয়ে আলোচনা হয় ৷ দু'দিনের সফরে BJP-র সর্বভারতীয় সভাপতি কর্মসূচি চূড়ান্ত করার পর বিষয়টি অমিত শাহের দপ্তরে পাঠানো হয়েছে ।

BJP সূত্রে জানা গেছে, লেক টেরেস ফ্রেন্ডস ক্লাবের ইউনিট ফ্রেন্ডস ইউনিয়নের পুজো উদ্বোধন করতে রাজ্যে আসবেন অমিত শাহ । ক্লাবের সম্পাদক শুভ্রশংকর বোস অমিত শাহকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান । সেই আবেদনে সাড়া দিয়েই রাজ্য সফরে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি ।

জানা গেছে, দুর্গাপুজোর উদ্বোধনের পাশাপাশি NRC নিয়ে একটি আলোচনা সভাতেও যোগ দেবেন BJP-র সর্বভারতীয় সভাপতি । করতে পারেন সাংগঠনিক বৈঠকও । সম্প্রতি BJP-র সাংগঠনিক নির্বাচন শুরু হয়েছে । আগামী ডিসেম্বর পর্যন্ত সেই নির্বাচন চলবে । মূলত সংগঠন কী ভাবে চলছে এবং আগামী দিনে কোন পথে চলবে, তা নিয়েই রাজ্যের নেতাদের সঙ্গে ওই বৈঠক করবেন অমিত শাহ ।

Intro:
17-09-19



সুজয় ঘোষ, কলকাতা





দুর্গাপুজোর উদ্বোধন করতে কলকাতায় আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ । আগামী ১-২ অক্টোবর দু’দিনের সফরে রাজ্যে আসবেন তিনি। মঙ্গলবার রাজ্য দফতরে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে একটি বৈঠক হয়।‌ বৈঠকে এই দুই দিনের বিষয় টি চুড়ান্ত করে দুটি তারিখ এর বিষয় টি অমিত শাহের দপ্তরে পাঠানো হয়েছে। এদিনের বৈঠকে অমিত শাহের রাজ্য সফর নিয়ে চুড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছে।

পুজোর উদ্বোধনের পাশাপাশি, এনআরসি নিয়ে একটি আলোচনা সভাতেও যোগ দেবেন বিজেপি সভাপতি। করতে পারেন সাংগঠনিক বৈঠকও। সম্প্রতি বিজেপির সাংগঠনিক নির্বাচন শুরু হয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সেই নির্বাচন চলবে। মূলত সংগঠন কিভাবে চলছে, এবং আগামী দিনে কোন পথে চলবে, তা নিয়েই রাজ্যের নেতাদের সঙ্গে ওই সময় বৈঠক করবেন অমিত শাহ।




বিজেপি সূত্রে জানা গিয়েছে, লেক টেরেস ফ্রেন্ডস ক্লাবের ইউনিট ফ্রেন্ডস ইউনিয়ন এর পূজো উদ্বোধন করতেই তার রাজ্য সফর। ক্লাবের সম্পাদক শুভ্রশঙ্কর বোস অমিত শাহ কে প্রধান অতিথি হিসাবে চান। পূজো উদ্বোধন এর জন্য আদেন জানান। সেই আবেদনে সাড়া দিয়েই তার রাজ্য সফর।

Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.