কলকাতা, 13 মে : এবার তিনি নির্বাচনে লড়েননি ৷ তবুও অর্থ দফতরের দায়িত্ব তাঁর হাতেই ছেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তাই দায়িত্ব নিয়েই কাজে নেমে পড়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ ইতিমধ্যেই তিনি জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার দাবি জানিয়েছেন ৷ এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ।
![জিএসটি কাউন্সিলের বৈঠক নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন অমিত মিত্র](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/amitmitraslettertofm_13052021130917_1305f_1620891557_419.jpg)
এদিন তিনি লিখেছেন, প্রত্যেক তিন মাসে একবার জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার কথা থাকলেও গত ছয় মাসে একটিও বৈঠক ডাকা হয়নি । এমনকী, ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক আয়োজনের চেষ্টাও করা হয়নি । এটা একটা ফেডারেল ইনস্টিটিউশনের জন্য দুঃখের ।
![জিএসটি কাউন্সিলের বৈঠক নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন অমিত মিত্র](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/amitmitraslettertofm_13052021130917_1305f_1620891557_37.jpg)
আরও পড়ুন : সংবিধান মেনে যা করার করব, মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি রাজ্যপালের
রাজ্যের অর্থমন্ত্রী মনে করছেন, ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশ, এতগুলি রাজনৈতিক দল, এতগুলো প্রদেশের অর্থনৈতিক বিষয় যেখানে জড়িয়ে, সেখানে এভাবে বৈঠক না ডাকা জনতার বিশ্বাস হারানোর জন্য যথেষ্ট হতে পারে ।