ETV Bharat / city

Amit Mitra's Role in BGBS 2022 : সফল শিল্প সম্মেলনের প্রাণভোমরা অমিত মিত্র, মন্ত্রিসভায় না থেকেও থাকলেন সর্বত্রই - Bengal CM Mamata Banerjee

দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2022) শেষ হল বৃহস্পতিবার ৷ দু’দিনই রাজ্য সরকারের হয়ে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক বিষয়ক মুখ্য উপদেষ্টা অমিত মিত্রকে (Amit Mitra Plays Main Role of BGBS 2022 for Bengal Government) ৷

amit-mitra-plays-main-role-of-bgbs-2022-for-bengal-government
ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক সৌজন্যে
author img

By

Published : Apr 21, 2022, 9:24 PM IST

কলকাতা, 21 এপ্রিল : খাতায়-কলমে রাজ্যের একটা সফল শিল্প সম্মেলন শেষ হল বৃহস্পতিবার (Bengal Global Business Summit 2022) । মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) থাকলেও এই সাফল্য যাঁর অক্লান্ত পরিশ্রমের জন্য এসেছে, তিনি মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক মুখ্য উপদেষ্টা অমিত মিত্র (Bengal CMs Chief Economic Adviser Amit Mitra) ।

অসুস্থতার জন্য করোনাকালে মন্ত্রিত্ব ছেড়েছেন । স্বেচ্ছায় ভোটে দাঁড়াননি তিনি । কিন্তু সেই তিনি দু’দিনের শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর পাশে ফ্রন্টলাইনার হয়ে দাঁড়ালেন । মঞ্চে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থাকলেও তাঁদের উপস্থিতি যেন শুধুই নামকে ওয়াস্তে । অমিত মিত্রের অমিত দ্যুতিতে এই সম্মেলনে হারিয়েই গেলেন দুই মন্ত্রী ।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে শুরু থেকে শেষ পর্যন্ত কখনও ঘোষকের ভূমিকা, আবার কখনও নির্দেশকের ভূমিকায় দেখা গেল তাঁকে । কোথাও তিনি কেনিয়ার রাষ্ট্রদূতকে বলছেন, ‘‘রাজ্যে পর্যটন শিল্পে তাঁদের দেশের কায়দায় সাফারি চালু করা যায় কি না এ বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করতে । আবার কখনও তাঁর পুরনো বন্ধু ফিকির চেয়ারম্যানকে রাজ্যের প্রাপ্তির কথা জানানোর জন্য বলছেন ।’’

এভাবে কোথাও তিনি অভিভাবক, কোথাও তিনি গাইডের ভূমিকা পালন করলেন । আর রাজ্যের সিনিয়র মন্ত্রী হয়েও মূলমঞ্চে কথা বলার সুযোগ পেলেন না শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

যদিও এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি কোনও নেতা । তবে রাজ্যের এক মন্ত্রীর কথায়, সমালোচনা করলেই সমালোচনা । আর সোজা চোখে দেখলে এটা আসলে অমিত মিত্রের মতো জ্ঞানী গুণী অর্থনীতিবিদকে রাজ্যের সম্মান জানানো । গত দুই ইনিংসে তিনি যেভাবে সফল অর্থমন্ত্রী তথা শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব সামলেছেন, সে কারণেই তিনি মন্ত্রিত্বে না থেকেও মন্ত্রিসভার সঙ্গে আছেন ।

ওই মন্ত্রীর আরও বক্তব্য, মুখ্যমন্ত্রী তাঁকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা করলেও এটা যে ক্যাবিনেট পর্যায়ের । অর্থাৎ পূর্ণমন্ত্রীর সমতুল্য পদ । সে দিক থেকে বিচার করলে পার্থ চট্টোপাধ্যায় বা চন্দ্রিমা ভট্টাচার্য অভিজ্ঞতা নেই, এত বড় মাপের শিল্প সম্মেলন পরিচালনা করার । এবার তাঁরা শিখলেন ৷ আগামিদিনে হয়তো তাঁদেরও এমনই সক্রিয় ভূমিকায় দেখা যাবে ৷

আরও পড়ুন : BGBS 2022 : অতীত রেকর্ড ছাপিয়ে বিনিয়োগ প্রস্তাব এল সবচেয়ে সফল শিল্প সম্মেলনে

কলকাতা, 21 এপ্রিল : খাতায়-কলমে রাজ্যের একটা সফল শিল্প সম্মেলন শেষ হল বৃহস্পতিবার (Bengal Global Business Summit 2022) । মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) থাকলেও এই সাফল্য যাঁর অক্লান্ত পরিশ্রমের জন্য এসেছে, তিনি মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক মুখ্য উপদেষ্টা অমিত মিত্র (Bengal CMs Chief Economic Adviser Amit Mitra) ।

অসুস্থতার জন্য করোনাকালে মন্ত্রিত্ব ছেড়েছেন । স্বেচ্ছায় ভোটে দাঁড়াননি তিনি । কিন্তু সেই তিনি দু’দিনের শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর পাশে ফ্রন্টলাইনার হয়ে দাঁড়ালেন । মঞ্চে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থাকলেও তাঁদের উপস্থিতি যেন শুধুই নামকে ওয়াস্তে । অমিত মিত্রের অমিত দ্যুতিতে এই সম্মেলনে হারিয়েই গেলেন দুই মন্ত্রী ।

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে শুরু থেকে শেষ পর্যন্ত কখনও ঘোষকের ভূমিকা, আবার কখনও নির্দেশকের ভূমিকায় দেখা গেল তাঁকে । কোথাও তিনি কেনিয়ার রাষ্ট্রদূতকে বলছেন, ‘‘রাজ্যে পর্যটন শিল্পে তাঁদের দেশের কায়দায় সাফারি চালু করা যায় কি না এ বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করতে । আবার কখনও তাঁর পুরনো বন্ধু ফিকির চেয়ারম্যানকে রাজ্যের প্রাপ্তির কথা জানানোর জন্য বলছেন ।’’

এভাবে কোথাও তিনি অভিভাবক, কোথাও তিনি গাইডের ভূমিকা পালন করলেন । আর রাজ্যের সিনিয়র মন্ত্রী হয়েও মূলমঞ্চে কথা বলার সুযোগ পেলেন না শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

যদিও এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি কোনও নেতা । তবে রাজ্যের এক মন্ত্রীর কথায়, সমালোচনা করলেই সমালোচনা । আর সোজা চোখে দেখলে এটা আসলে অমিত মিত্রের মতো জ্ঞানী গুণী অর্থনীতিবিদকে রাজ্যের সম্মান জানানো । গত দুই ইনিংসে তিনি যেভাবে সফল অর্থমন্ত্রী তথা শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব সামলেছেন, সে কারণেই তিনি মন্ত্রিত্বে না থেকেও মন্ত্রিসভার সঙ্গে আছেন ।

ওই মন্ত্রীর আরও বক্তব্য, মুখ্যমন্ত্রী তাঁকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা করলেও এটা যে ক্যাবিনেট পর্যায়ের । অর্থাৎ পূর্ণমন্ত্রীর সমতুল্য পদ । সে দিক থেকে বিচার করলে পার্থ চট্টোপাধ্যায় বা চন্দ্রিমা ভট্টাচার্য অভিজ্ঞতা নেই, এত বড় মাপের শিল্প সম্মেলন পরিচালনা করার । এবার তাঁরা শিখলেন ৷ আগামিদিনে হয়তো তাঁদেরও এমনই সক্রিয় ভূমিকায় দেখা যাবে ৷

আরও পড়ুন : BGBS 2022 : অতীত রেকর্ড ছাপিয়ে বিনিয়োগ প্রস্তাব এল সবচেয়ে সফল শিল্প সম্মেলনে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.