ETV Bharat / city

স্পেশ্যাল টিকিট কেটে স্টাফ স্পেশ্যালে যাতায়াতে অনুমতি ব্যাঙ্ক কর্মীদের - bank employees

এ বার রেলের কর্মীদের জন্য চলা স্টাফ স্পেশ্য়াল ট্রেনে যাতায়াতের অনুমোদন মিলল ব্যাঙ্ক কর্মীদেরও ৷ তবে তাঁদের স্পেশ্যাল টিকিট কেটে ট্রেনে উঠতে হবে ৷

almost lockdown in bengal bank employees allowed in staff trains
স্পেশ্যাল টিকিট কেটে স্টাফ স্পেশ্যালে যাতায়াতে অনুমতি ব্যাংক কর্মীদের
author img

By

Published : Jun 1, 2021, 3:44 PM IST

Updated : Jun 1, 2021, 6:38 PM IST

কলকাতা, 1 জুন: স্বাস্থ্য কর্মীদের পর এ বার স্টাফ স্পেশ্যাল ট্রেনে ওঠার অনুমতি পেলেন ব্যাঙ্ক কর্মীরাও । রাজ্য সরকার চিঠি দিয়ে জানিয়েছে, তাদের তরফে এ ব্যাপারে কোনও আপত্তি নেই ৷ তবে স্পেশ্যাল টিকিট কাটতে হবে ব্যাঙ্ক কর্মীদের ৷

ইউনাইটেড ফর্ম অফ ব্যাঙ্ক ইউনিয়নের পক্ষ থেকে আগেই বিদায়ী মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও অতিরিক্তসচিব এইচআর দ্বিবেদীকে চিঠি পাঠানো হয়েছিল ৷ রেলের কর্মীদের জন্য যে স্টাফ স্পেশ্যাল ট্রেন রয়েছে, যাতে ব্যাঙ্ক কর্মীদেরও তাতে সফরের অনুমতি দেওয়া হয়, চিঠিতে সেই আবেদন জানানো হয়েছিল । তারই প্রেক্ষিতে ট্রেনের কর্মীদের জন্য স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাতায়াতের অনুমতি মিলল ব্যাঙ্ক কর্মীদেরও । রাজ্য সরকারের তরফে নো অবজেকশন চিঠি পাঠানো হয়েছে ৷ তবে এ ক্ষেত্রে স্পেশ্যাল টিকিট কেটে উঠতে হবে ব্যাঙ্ক কর্মীদের ।

আরও পড়ুন: প্রোটোকল ভেঙে আলাপন বিতর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন মমতা, বলছে কেন্দ্র

এর আগে স্বাস্থ্য কর্মীদের স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাতায়াত করার অনুরোধ জানিয়ে রেল ও রাজ্যকে চিঠি দেওয়া হয়েছিল ।

কলকাতা, 1 জুন: স্বাস্থ্য কর্মীদের পর এ বার স্টাফ স্পেশ্যাল ট্রেনে ওঠার অনুমতি পেলেন ব্যাঙ্ক কর্মীরাও । রাজ্য সরকার চিঠি দিয়ে জানিয়েছে, তাদের তরফে এ ব্যাপারে কোনও আপত্তি নেই ৷ তবে স্পেশ্যাল টিকিট কাটতে হবে ব্যাঙ্ক কর্মীদের ৷

ইউনাইটেড ফর্ম অফ ব্যাঙ্ক ইউনিয়নের পক্ষ থেকে আগেই বিদায়ী মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও অতিরিক্তসচিব এইচআর দ্বিবেদীকে চিঠি পাঠানো হয়েছিল ৷ রেলের কর্মীদের জন্য যে স্টাফ স্পেশ্যাল ট্রেন রয়েছে, যাতে ব্যাঙ্ক কর্মীদেরও তাতে সফরের অনুমতি দেওয়া হয়, চিঠিতে সেই আবেদন জানানো হয়েছিল । তারই প্রেক্ষিতে ট্রেনের কর্মীদের জন্য স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাতায়াতের অনুমতি মিলল ব্যাঙ্ক কর্মীদেরও । রাজ্য সরকারের তরফে নো অবজেকশন চিঠি পাঠানো হয়েছে ৷ তবে এ ক্ষেত্রে স্পেশ্যাল টিকিট কেটে উঠতে হবে ব্যাঙ্ক কর্মীদের ।

আরও পড়ুন: প্রোটোকল ভেঙে আলাপন বিতর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন মমতা, বলছে কেন্দ্র

এর আগে স্বাস্থ্য কর্মীদের স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাতায়াত করার অনুরোধ জানিয়ে রেল ও রাজ্যকে চিঠি দেওয়া হয়েছিল ।

Last Updated : Jun 1, 2021, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.