ETV Bharat / city

সোমেনের স্মরণসভাতেও জোট-বার্তা - স্মরণসভাতেও জোট বার্তা

আগামী সাত দিন সোমেন মিত্রের প্রয়াণের জন্য প্রদেশ কংগ্রেসের যাবতীয় কর্মসূচি স্থগিত থাকবে রাজ্যজুড়ে। এই স্মরণসভায় তৃণমূল কংগ্রেস এবং BJP-র বিরুদ্ধে লড়াইতে বাম এবং কংগ্রেস জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হবে ৷

alliance message
সোমেন মিত্রের স্মরণসভা
author img

By

Published : Jul 31, 2020, 10:27 PM IST

কলকাতা, 31 জুলাই : সদ্য প্রয়াত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সিদ্ধান্ত হয়েছে আগামী সাত দিন সোমেন মিত্রের প্রয়াণের জন্য প্রদেশ কংগ্রেসের যাবতীয় কর্মসূচি স্থগিত থাকবে রাজ্যজুড়ে। সোমেন মিত্রের স্মরণ সভার প্রস্তুতি হবে কেন্দ্রীয়ভাবে। দলের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে সাংসদ প্রদীপ ভট্টাচার্যের আবেদন, রাজ্যের প্রতিটি শহর এবং ব্লকে সোমেন মিত্রের স্মরণসভার আয়োজন করা হোক। কলকাতাতেও কেন্দ্রীয়ভাবে স্মরণ সভা করা হবে। সেই স্মরণসভা থেকে বাম কংগ্রেস জোটের বার্তা ফের একবার দেওয়া হবে।

তৃণমূল কংগ্রেস এবং BJP-র বিরুদ্ধে লড়াইতে বাম এবং কংগ্রেস জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
সামাজিক দূরত্ব মেনে কীভাবে সোমেন মিত্রের স্মরণ সভা করা যায়, তা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। সময় এবং দিন ঠিক হলে তা জানিয়ে দেওয়া হবে। AICC- র পর্যবেক্ষক গৌরব গগৈ জানিয়েছেন, যেভাবে সোমেন মিত্র বামফ্রন্টের সঙ্গে যৌথ আন্দোলনের কর্মসূচি পালন করে এসেছেন, সেই পথেই প্রদেশ কংগ্রেস এগিয়ে চলবে। তার পথেই বাম দলগুলোর সঙ্গে নির্বাচনের সমঝোতাও গড়ে উঠবে।


AICC-র সম্পাদক B P সিং জানান, খুব দ্রুত সবার সঙ্গে কথা বলে, রাজ্যের সমস্ত কংগ্রেস নেতৃত্বের মতামত নিয়ে, রাজ্য কংগ্রেসের ভবিষ্যতের সংগঠনের রূপরেখা AICC-তে দলের নেতৃত্বকে জানিয়ে দেওয়া হবে।

কলকাতা, 31 জুলাই : সদ্য প্রয়াত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সিদ্ধান্ত হয়েছে আগামী সাত দিন সোমেন মিত্রের প্রয়াণের জন্য প্রদেশ কংগ্রেসের যাবতীয় কর্মসূচি স্থগিত থাকবে রাজ্যজুড়ে। সোমেন মিত্রের স্মরণ সভার প্রস্তুতি হবে কেন্দ্রীয়ভাবে। দলের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে সাংসদ প্রদীপ ভট্টাচার্যের আবেদন, রাজ্যের প্রতিটি শহর এবং ব্লকে সোমেন মিত্রের স্মরণসভার আয়োজন করা হোক। কলকাতাতেও কেন্দ্রীয়ভাবে স্মরণ সভা করা হবে। সেই স্মরণসভা থেকে বাম কংগ্রেস জোটের বার্তা ফের একবার দেওয়া হবে।

তৃণমূল কংগ্রেস এবং BJP-র বিরুদ্ধে লড়াইতে বাম এবং কংগ্রেস জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
সামাজিক দূরত্ব মেনে কীভাবে সোমেন মিত্রের স্মরণ সভা করা যায়, তা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। সময় এবং দিন ঠিক হলে তা জানিয়ে দেওয়া হবে। AICC- র পর্যবেক্ষক গৌরব গগৈ জানিয়েছেন, যেভাবে সোমেন মিত্র বামফ্রন্টের সঙ্গে যৌথ আন্দোলনের কর্মসূচি পালন করে এসেছেন, সেই পথেই প্রদেশ কংগ্রেস এগিয়ে চলবে। তার পথেই বাম দলগুলোর সঙ্গে নির্বাচনের সমঝোতাও গড়ে উঠবে।


AICC-র সম্পাদক B P সিং জানান, খুব দ্রুত সবার সঙ্গে কথা বলে, রাজ্যের সমস্ত কংগ্রেস নেতৃত্বের মতামত নিয়ে, রাজ্য কংগ্রেসের ভবিষ্যতের সংগঠনের রূপরেখা AICC-তে দলের নেতৃত্বকে জানিয়ে দেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.