কলকাতা, 29 অগাস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে অবৈধ নির্মাণ চলছে, এমনটাই অভিযোগ জানিয়ে এক মহিলার ফোন এল 'টক টু মেয়র'-এ ৷ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করেন এক মহিলা । মহিলার অভিযোগ, তাঁর বাড়ির পাশে একটি অবৈধ নির্মাণ চলছে । অভিযোগকারিণীর বাড়ির কিছুটা জমি নিয়েই এই অবৈধ নির্মাণের কাজ চালাচ্ছে প্রোমোটার । অভিযোগকারিণী বলেন, পুলিশে জানিয়ে সুরাহা হয়নি । তাই আজ বাধ্য হয়ে 'টক টু মেয়র'-এ সরাসরি ফোনে অভিযোগ জানান । নেপাল ভট্টাচার্য ফার্স্ট লেনে মহিলার বাড়ি । এটি মুখ্য়মন্ত্রীর বাড়ির কাছেই ৷
প্রতি বুধবার নিয়মমাফিক পৌর নিগমের সদরদপ্তরে 'টক টু মেয়র'-এ বসেন মেয়র ফিরহাদ হাকিম । সেখানে দীপালি মিত্র নামে এক ভদ্রমহিলা ফোনে মেয়রকে জানান, নেপাল ভট্টাচার্য ফার্স্ট লেনের বাসিন্দা তিনি । বহু বছর ধরে এখানেই থাকেন । তাঁর জমির কিছুটা অংশ দখল করে পাশে অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে ৷ এটি 88 নম্বর ওয়ার্ড ৷ ওযার্ডের কাউন্সিলর মালা রায় । দীপালি মিত্র বলেন, 'স্থানীয় কাউন্সিলর থেকে পুলিশ-প্রশাসন কাউকে জানিয়ে ফল হয়নি, তাই বাধ্য হয়ে মেয়রকে সমস্যার কথা জানিয়েছেন তিনি ।
প্রোমোটার হুমকি দিচ্ছে, আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে বলেও জানান দীপালি দেবী । এই ঘটনা শোনার পর এই মেয়র নির্দেশ দেন বিষয়টি তদন্তের জন্য । কর্মীদের অবৈধ নির্মাণ দেখতে নির্দেশ দেন । অভিযোগকারিণীকে আশ্বাস দেন নির্ভয় থাকতে । মেয়র ফিরহাদ হাকিম বলেন, ''এসব মানা হবে না । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে ৷''
গত বুধবার বাড়ির সামনে আবর্জনা জমে থাকা সংক্রান্ত যন্ত্রণার কথা জানিয়েছিলেন বাঁশদ্রোণীর বাসিন্দা কমল দেব । তিনি মেয়রকে আবেদন করেছিলেন, বাড়ির সামনে ভ্য়াট সরিয়ে অন্যত্র করা হোক । দুর্গন্ধ ছাড়াও আবর্জনায় থাকা মশা মাছি থেকে অসুখ-বিসুখ ছড়ানোর কথাও বলেন তিনি । মেয়র অভিযোগ পাওয়ার পরই ব্য়বস্থা নেওয়া হয়েছিল । কিন্তু এখন বাড়ির সামনে ময়লা ফেলে দিয়ে যাচ্ছে কেউ কেউ, এমনটাও অভিযোগ আনেন তিনি ৷ ব্যবস্থা নিতে বলেন পুর আধিকারিকদের । রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা ফেললে নোটিশ করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান কলকাতার মেয়র ।