ETV Bharat / city

Talk to Mayor : বাড়ি মেরামতেও কাউন্সিলরকে জানাতে হয়, নাগরিক অভিযোগ 'টক টু মেয়র' অনুষ্ঠানে

85 নম্বর ওয়ার্ড থেকে এক ব্যক্তি এদিন টক টু মেয়র (Talk to Mayor) অনুষ্ঠানে অভিযোগ জানান ৷ অভিযোগ পেয়ে কার্যত অস্বস্তির মুখে পড়েন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

Allegation of citizen in Talk to Mayor programme
Firhad Hakim
author img

By

Published : Jun 11, 2022, 10:25 PM IST

কলকাতা, 11 জুন : এলাকায় চুন থেকে পান খসলে শাসক দলের কাউন্সিলর বা তার দলবল পৌঁছে যান সংশ্লিষ্ট বাড়িতে । রং করা বা কোনও ছোট মেরামতে অনুমতির নামে টাকা চাওয়ার আকছার অভিযোগ ওঠে (Allegation of citizen in Talk to Mayor programme )। এ দিন 'টক টু মেয়র' অনুষ্ঠানে এই অভিযোগ পেয়ে অপ্রস্তুত হয়ে পড়েন ফিরহাদ হাকিম ।

85 নম্বর ওয়ার্ড থেকে এক ব্যক্তি এ দিন টক টু মেয়র (Talk to Mayor) অনুষ্ঠানে অভিযোগ জানান, বাড়ি রিপিয়ারিং করতে হলেও স্থানীয় কাউন্সিলরকে(Councillor) জানাতে হয় ৷ অথচ কাউন্সিলরের কাছের লোকরা 4 তলা বা 5 তলা বাড়ি তুললেও অনুমতি লাগে না । এই অভিযোগ পেয়ে কার্যত অস্বস্তির মুখে পড়েন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি এরপর নাগরিকদের স্পষ্ট বার্তা দেন, ছোট মেরামত বা রং এসব করতে কারও অনুমতি লাগবে না ।

আরও পড়ুন : Kolkata Municipal Corporation: আর 'ওভার টাইম' নয়, বদলে 13 মাসের বেতনের প্রস্তাব পৌরকমিটির

পরে তিনি এই প্রসঙ্গে সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে বলেন, "এটা কাউন্সিলরদের খুব সমস্যা । আমার কাছেও এরকম অনেকেই আসেন না-বুঝেই । আমি জিজ্ঞেস করি আপনি কি আমার কাছে সাহায্য চাইছেন ? তিনি বলেন না । আমি তাকে জানিয়েছিলাম আপনার টাকা, আপনার বাড়ি আপনি নিজে খরচ করে করবেন, আমি পারমিশন দেওয়ার কে ! আমি আপনার রিপ্রেজেন্টেটিভ । অনুমতি দেওয়ার ক্ষমতা আছে কমিশনার ও এক্সিকিউটিভ বডিদের । আমরা তো পলিসি মেকার । পলিসি মেকার কখনও পারমিশন দিতে পারে না । যখন পরিকাঠামোগত বড় কিছু পরিবর্তন করতে হবে, তখন পৌরনিগমের আধিকারিকদের থেকে অনুমতি নিতে হবে ।"

কলকাতা, 11 জুন : এলাকায় চুন থেকে পান খসলে শাসক দলের কাউন্সিলর বা তার দলবল পৌঁছে যান সংশ্লিষ্ট বাড়িতে । রং করা বা কোনও ছোট মেরামতে অনুমতির নামে টাকা চাওয়ার আকছার অভিযোগ ওঠে (Allegation of citizen in Talk to Mayor programme )। এ দিন 'টক টু মেয়র' অনুষ্ঠানে এই অভিযোগ পেয়ে অপ্রস্তুত হয়ে পড়েন ফিরহাদ হাকিম ।

85 নম্বর ওয়ার্ড থেকে এক ব্যক্তি এ দিন টক টু মেয়র (Talk to Mayor) অনুষ্ঠানে অভিযোগ জানান, বাড়ি রিপিয়ারিং করতে হলেও স্থানীয় কাউন্সিলরকে(Councillor) জানাতে হয় ৷ অথচ কাউন্সিলরের কাছের লোকরা 4 তলা বা 5 তলা বাড়ি তুললেও অনুমতি লাগে না । এই অভিযোগ পেয়ে কার্যত অস্বস্তির মুখে পড়েন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি এরপর নাগরিকদের স্পষ্ট বার্তা দেন, ছোট মেরামত বা রং এসব করতে কারও অনুমতি লাগবে না ।

আরও পড়ুন : Kolkata Municipal Corporation: আর 'ওভার টাইম' নয়, বদলে 13 মাসের বেতনের প্রস্তাব পৌরকমিটির

পরে তিনি এই প্রসঙ্গে সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে বলেন, "এটা কাউন্সিলরদের খুব সমস্যা । আমার কাছেও এরকম অনেকেই আসেন না-বুঝেই । আমি জিজ্ঞেস করি আপনি কি আমার কাছে সাহায্য চাইছেন ? তিনি বলেন না । আমি তাকে জানিয়েছিলাম আপনার টাকা, আপনার বাড়ি আপনি নিজে খরচ করে করবেন, আমি পারমিশন দেওয়ার কে ! আমি আপনার রিপ্রেজেন্টেটিভ । অনুমতি দেওয়ার ক্ষমতা আছে কমিশনার ও এক্সিকিউটিভ বডিদের । আমরা তো পলিসি মেকার । পলিসি মেকার কখনও পারমিশন দিতে পারে না । যখন পরিকাঠামোগত বড় কিছু পরিবর্তন করতে হবে, তখন পৌরনিগমের আধিকারিকদের থেকে অনুমতি নিতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.