ETV Bharat / city

কোরোনা সচেতনতার গান গেয়েই চলবে সাফাই কাজ - 85 নং ওয়ার্ড

85 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা প্রত্যেকদিনই গানের মাধ্যমে কোরোনা সচেতনতার বার্তা দিয়ে যাবেন ৷ পাশাপশি চালিয়ে যাবেন তাঁদের কাজও ৷

kolkata
85 নং ওয়ার্ডের
author img

By

Published : Apr 10, 2020, 1:06 AM IST

কলকাতা , 9 এপ্রিল : দেশপ্রিয় পার্ক এবং তার আশপাশের অঞ্চলের এলাকাবাসীদের গতকাল থেকে ঘুম ভাঙছে কোরোনা সচেতনতার গান শুনে ৷ সৌজন্যে 85 নম্বর পৌর এলাকার সাফাইকর্মীরা ৷ গতকাল ভূপেন হাজারিকার "মানুষ মানুষের জন্য"র প্যারোডিতে কোরোনা সচেতনতার গান গেয়েছিলেন সাফাই কর্মীরা ৷ পাশাপাশি চালিয়ে গিয়েছিলেন রাস্তা এবং এলাকাকে পরিষ্কার করার এবং জীবাণুমুক্ত করার কাজও ৷ সাফাই কর্মীদের পাশে ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷ 85 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা প্রত্যেকদিনই গানের মাধ্যমে কোরোনা সচেতনতার বার্তা দিয়ে যাবেন ৷ পাশাপশি চালিয়ে যাবেন তাঁদের কাজও ৷

85 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের কাজ, দেখুন ভিডিয়োয়

লকডাউনে ঘরে থাকার আবেদন জানিয়ে মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন , " মানুষ দীর্ঘদিন ধরে গৃহবন্দী অবস্থায় থাকার ফলে অবসাদে ভুগলেও কোরোনা প্রতিরোধ করতে গেলে লকডাউন ভীষণভাবে জরুরি । তাই মানুষের কাছে আমরা বারবার আবেদন করছি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হবেন না । " তিনি আরও বলেন , "লকডাউন মেনে চলুন ৷ নিজেকে সুস্থ রাখুন ও নিজের পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করুন ৷ বাড়িতে থাকতে আবেদন করছি ।" তিনি পৌরকর্মীদের গানের মাধ্যমে এলাকাবাসীদের সচেতন করার এই প্রয়াস নিয়ে বলেন ,"মানুষ যখন গৃহবন্দী সেই অবস্থায় কলকাতা পৌর নিগমের সাফাই কর্মীরা এবং 100 দিনের কর্মীরা কলকাতা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করার কাজ করে চলেছেন । যাঁরা আমাদের জন্য এই অক্লান্ত পরিশ্রম করে চলেছে তাঁদের পাশে আমাদের থাকা উচিত । "

kolkata
মেয়র পারিষদ দেবাশিস কুমারের ধন্যবাদ জ্ঞাপন সাফাই কর্মীদেরকে ৷

কলকাতা , 9 এপ্রিল : দেশপ্রিয় পার্ক এবং তার আশপাশের অঞ্চলের এলাকাবাসীদের গতকাল থেকে ঘুম ভাঙছে কোরোনা সচেতনতার গান শুনে ৷ সৌজন্যে 85 নম্বর পৌর এলাকার সাফাইকর্মীরা ৷ গতকাল ভূপেন হাজারিকার "মানুষ মানুষের জন্য"র প্যারোডিতে কোরোনা সচেতনতার গান গেয়েছিলেন সাফাই কর্মীরা ৷ পাশাপাশি চালিয়ে গিয়েছিলেন রাস্তা এবং এলাকাকে পরিষ্কার করার এবং জীবাণুমুক্ত করার কাজও ৷ সাফাই কর্মীদের পাশে ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷ 85 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা প্রত্যেকদিনই গানের মাধ্যমে কোরোনা সচেতনতার বার্তা দিয়ে যাবেন ৷ পাশাপশি চালিয়ে যাবেন তাঁদের কাজও ৷

85 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের কাজ, দেখুন ভিডিয়োয়

লকডাউনে ঘরে থাকার আবেদন জানিয়ে মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন , " মানুষ দীর্ঘদিন ধরে গৃহবন্দী অবস্থায় থাকার ফলে অবসাদে ভুগলেও কোরোনা প্রতিরোধ করতে গেলে লকডাউন ভীষণভাবে জরুরি । তাই মানুষের কাছে আমরা বারবার আবেদন করছি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হবেন না । " তিনি আরও বলেন , "লকডাউন মেনে চলুন ৷ নিজেকে সুস্থ রাখুন ও নিজের পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করুন ৷ বাড়িতে থাকতে আবেদন করছি ।" তিনি পৌরকর্মীদের গানের মাধ্যমে এলাকাবাসীদের সচেতন করার এই প্রয়াস নিয়ে বলেন ,"মানুষ যখন গৃহবন্দী সেই অবস্থায় কলকাতা পৌর নিগমের সাফাই কর্মীরা এবং 100 দিনের কর্মীরা কলকাতা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করার কাজ করে চলেছেন । যাঁরা আমাদের জন্য এই অক্লান্ত পরিশ্রম করে চলেছে তাঁদের পাশে আমাদের থাকা উচিত । "

kolkata
মেয়র পারিষদ দেবাশিস কুমারের ধন্যবাদ জ্ঞাপন সাফাই কর্মীদেরকে ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.