কলকাতা, 29 ডিসেম্বর: নেতাজির জন্মদিনেই কি এ-রাজ্যে অবিজেপি শক্তিগুলি জোটবদ্ধ হবে! আপাতত তেমনটাই মনে হচ্ছে। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন প্রতিবছর পালন করা হয়। এই বছর সেই জন্মদিনের অনুষ্ঠানে শাসক দল তৃণমূল কংগ্রেস-সহ রাজ্যের সবকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। আমন্ত্রণ তালিকা থেকে বাদ রাখা হয়েছে বিজেপিকে। মনে করা হচ্ছে নেতাজিকে সামনে রেখে বিজেপি বিরোধী বৃহত্তর মঞ্চ তৈরি হবে 23 জানুয়ারি।
নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী পালনের জন্য কমিটি তৈরি করেছে ফরওয়ার্ড ব্লক। সেই কমিটি গঠিত হয়েছে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে। কেবলমাত্র বিজেপিকে ব্রাত্য রাখা হয়েছে ওই কমিটিতে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একমঞ্চে বামফ্রন্ট কংগ্রেস এবং তৃণমূলকে নেতাজি কতটা মেলাতে পারেন সেটাই এখন দেখার।
ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা কথা দিয়েছেন নেতাজির জন্মদিন পালনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 23 জানুয়ারি বেলা 12 টা 45 মিনিটে জন্মজয়ন্তী উদযাপন হবে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে।
আরও পড়ুন: সুনীল মণ্ডলকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা কেন্দ্রের
নরেন চট্টোপাধ্যায় বলেন, "আমরা চাই বিজেপি বিরোধী বৃহত্তর ঐক্য গড়ে উঠুক। বিজেপি নেতাজির মতাদর্শের বিরোধী। তাই তাদেরকে আমন্ত্রণ জানাবো না। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য আমরা চাই। বিজেপি নেতাজির আদর্শে বিশ্বাসী হলে, নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করত।"
নতুন বছরের 23 জানুয়ারি এক মঞ্চে সবপক্ষকে দেখার সুযোগ হতেই পারে। উপলক্ষ নেতাজি সুভাষচন্দ্র বসু।